বর্ধমান, 25 মার্চ : বর্ধমানের রসিকপুর বিস্ফোরণ কাণ্ডে শেখ আউলিয়া নামে এক যুবককে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক রসিকপুরেরই বাসিন্দা ৷ বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয় ৷
গত সোমবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বর্ধমান শহরের রসিকপুর এলাকা ৷ ঘটনায় একটি শিশুর মৃত্যু হয়। আহত হয় আরও একটি শিশু। ঘটনার পরই বর্ধমান থানার পুলিশ তদন্তে নামে ৷ কলকাতা থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা বর্ধমানে এসে ঘটনাস্থল থেকে রক্ত-সহ একাধিক নমুনা সংগ্রহ করে নিয়ে যান ৷
এদিকে, তদন্তে নেমে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ৷ সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই ওই যুবককে গ্রেফতার করা হয় ৷
আরও পড়ুন : বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে ফরেনসিক, নমুনা পাঠান হল তদন্তকারীদের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেখ আউলিয়া নামে ওই যুবক কাচের কাজ করে ৷ এই ঘটনায় কে কে যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ কী উদ্দেশ্যে এখানে বোমা রাখা হয়েছিল, তারও হদিশ পেতে চাইছে পুলিশ ৷ এসব তথ্য হাতে পেত আউলিয়াকে জেরা করা দরকার বলে মনে করছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা ৷ ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত হচ্ছেন তাঁরা ৷