ETV Bharat / state

Wife Attempt to Murder in Ausgram : স্ত্রীকে পড়াশোনা ছাড়াতে মুখে বিষ ঢেলে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে - Wife Attempt to Murder

স্ত্রী কলেজ ছাত্রী ৷ তা না পসন্দ স্বামীর ৷ তাই বিষ খাইয়ে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে (Wife Attempt to Murder) ৷ ঘটনাটি আউশগ্রামের শিবদা গ্রামের ৷ আশঙ্কাজনক অবস্থায় গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ওই বধূ ৷

Ausgram Attempt to Murder news
আউশগ্রামে গৃহবধূকে খুনের চেষ্টা
author img

By

Published : May 6, 2022, 12:54 PM IST

আউশগ্রাম, 5 মে : স্ত্রীকে মুখে বিষ ঢেলে খুন করার চেষ্টার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে (Wife Attempt to Murder)। বর্ধমানের আউশগ্রামের শিবদা গ্রামের ঘটনা । মীনা খাতুন নামে ওই গৃহবধূ বর্ধমান রাজ কলেজের ছাত্রী । বিষয়টি নিয়ে গুসকরা ফাঁড়িতে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন ওই গৃহবধূ ।

আরও পড়ুন : পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে গলা কেটে খুন, পলাতক অভিযুক্ত স্বামী

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মীনা খাতুন নামে ওই ছাত্রীর সঙ্গে শিবদা গ্রামের মহম্মদ নাসিরের প্রেমের সম্পর্ক ছিল । নাসিরের পোলট্রির ব্যবসা আছে । বছর তিনেক আগে তাঁদের বিয়ে হয় । বিয়ের পর থেকেই নাসির মীনাকে পড়াশোনা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল । মীনা রাজি হয়নি । এরপর বৃহস্পতিবার নাসির মীনাকে মারধর করে । মারধর করার সময় তাঁর মুখে বিষ ঢেলে দেয় নাসির, এমনটাই অভিযোগ । তাঁকে তড়িঘড়ি গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় । বিষয়টি নিয়ে গুসকরা ফাঁড়িতে অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছে মীনার পরিবার । যদিও পুলিশ জানিয়েছে, এদিন রাত পর্যন্ত নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের করা হয়নি ।

এদিন অসুস্থ মীনা খাতুন বলেন, "পোলট্রি ফার্মের পাশে আমি জামাকাপড় মেলতে গিয়েছিলাম । সেই সময় আমার স্বামী নাসির ও তার বাবা আমাকে মারধর করে ও পরে জাপটে ধরে মুখে বিষ ঢেলে দিয়ে খুন করার চেষ্টা করে । আমি পড়াশোনা করি সেটা ওরা চায় না । সে আমাকে খুন করে আবার বিয়ে করার পরিকল্পনা করেছে ।"

আউশগ্রাম, 5 মে : স্ত্রীকে মুখে বিষ ঢেলে খুন করার চেষ্টার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে (Wife Attempt to Murder)। বর্ধমানের আউশগ্রামের শিবদা গ্রামের ঘটনা । মীনা খাতুন নামে ওই গৃহবধূ বর্ধমান রাজ কলেজের ছাত্রী । বিষয়টি নিয়ে গুসকরা ফাঁড়িতে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন ওই গৃহবধূ ।

আরও পড়ুন : পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে গলা কেটে খুন, পলাতক অভিযুক্ত স্বামী

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মীনা খাতুন নামে ওই ছাত্রীর সঙ্গে শিবদা গ্রামের মহম্মদ নাসিরের প্রেমের সম্পর্ক ছিল । নাসিরের পোলট্রির ব্যবসা আছে । বছর তিনেক আগে তাঁদের বিয়ে হয় । বিয়ের পর থেকেই নাসির মীনাকে পড়াশোনা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল । মীনা রাজি হয়নি । এরপর বৃহস্পতিবার নাসির মীনাকে মারধর করে । মারধর করার সময় তাঁর মুখে বিষ ঢেলে দেয় নাসির, এমনটাই অভিযোগ । তাঁকে তড়িঘড়ি গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় । বিষয়টি নিয়ে গুসকরা ফাঁড়িতে অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছে মীনার পরিবার । যদিও পুলিশ জানিয়েছে, এদিন রাত পর্যন্ত নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের করা হয়নি ।

এদিন অসুস্থ মীনা খাতুন বলেন, "পোলট্রি ফার্মের পাশে আমি জামাকাপড় মেলতে গিয়েছিলাম । সেই সময় আমার স্বামী নাসির ও তার বাবা আমাকে মারধর করে ও পরে জাপটে ধরে মুখে বিষ ঢেলে দিয়ে খুন করার চেষ্টা করে । আমি পড়াশোনা করি সেটা ওরা চায় না । সে আমাকে খুন করে আবার বিয়ে করার পরিকল্পনা করেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.