বর্ধমান, 16 অক্টোবর : একগুচ্ছ দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ দেখালেন আশা ও স্বাস্থ্যকর্মীরা । আজ রুরাল আশা, আরবান আশা, ICDS কর্মী, মিড ডে মিল কর্মীরা একসঙ্গে বিক্ষোভ দেখান বর্ধমানে ।
বেতন বৃদ্ধির পাশাপাশি অবসরের বয়স 65 বছর করার দাবি তোলা হয় । রুরাল আশা কর্মীদের বেতন বৃদ্ধি করা হলেও আরবান আশা কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়নি । এছাড়া আরবান আশাকর্মীরা অবসর নেওয়ার পর কোনও সুযোগ-সুবিধা পাচ্ছে না ।
আশাকর্মী পাপিয়া দত্ত চক্রবর্তী বলেন, ‘‘প্রায় 9 বছর ধরে কোনও বেতন বৃদ্ধি হয়নি । 3 হাজার 125 টাকায় আমরা কাজ করছি । রুরাল আশা কর্মীদের রাজ্য সরকার বেতন বৃদ্ধি করেছে । কিন্তু আরবান আশা কর্মীদের কোনও বেতন বৃদ্ধি হয়নি । ন্যূনতম 21 হাজার টাকা বেতন এবং অবসর নেওয়ার সময় যাতে 10 লাখ টাকা দেওয়া হয় সেই দাবিতে সরব হয়েছি । আমরা মা ও শিশুর দায়িত্ব নিয়ে তাদের সেবা করে চলেছি অথচ সরকার আমাদের কোনও দায়িত্ব নিচ্ছে না । প্রতিবাদে আজ আমরা সরব হয়ে পৌরমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠিয়েছি ।’’