ETV Bharat / state

ব্যক্তিকে খুন করে দেহ পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার যুবক - হুগলি স্টেশন সংলগ্ন লোহারপাড়া

লক্ষ্মী কর্মকার (52) নামে এক ব্যক্তি খুন হন । বাড়ি হুগলি স্টেশন সংলগ্ন লোহারপাড়া এলাকায় । তাঁকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় সঞ্জয় রাজবংশী নামে এক যুবককে ।

সঞ্জয় রাজবংশী
author img

By

Published : Nov 2, 2019, 10:52 PM IST

Updated : Nov 3, 2019, 3:46 AM IST

বর্ধমান ও হুগলি , 2 নভেম্বর : এক ব্যক্তিকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে বর্ধমান স্টেশন থেকে এক যুবককে গ্রেপ্তার করল বর্ধমান GRP । আজ বিকেলে সঞ্জয় রাজবংশী নামে ওই যুবককে হুগলির চুঁচুড়া থানার পুলিশ নিজেদের হেপাজতে নেয় ।

মৃত ব্যক্তির নাম লক্ষ্মী কর্মকার (52) । তাঁর বাড়ি হুগলি স্টেশন সংলগ্ন লোহারপাড়ায় । সঞ্জয় রাজবংশী এই এলাকায়ই বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের সঙ্গে ঝামেলা করত বলে জানা গেছে । এভাবেই কিছুদিন আগে তার সঙ্গে ঝামেলা হয় লক্ষ্মীবাবুর । বিষয়টি সেসময় থেমে গেলেও গতকাল রাতে হুগলি স্টেশনের কাছে হঠাৎই দু'জনের ফের বচসা হয় । এর পরে লক্ষ্মীকে ইট ছুড়ে মারে সঞ্জয় । ঘটনাস্থানে ব্যান্ডেল GRP-র একটি গাড়ি আসায় সঞ্জয় এলাকা ছাড়ে । পরে লক্ষ্মীর সঙ্গে কথাও বলে পুলিশ ।

তবে, এতেই শেষ হয়নি । GRP গাড়ি চলে যেতেই ফিরে আসে সঞ্জয় । লোহারপাড়ার রেল আবাসন থেকে লক্ষীকে বের করে হুগলি স্টেশন রোডের কাছে নিয়ে যায় । সেখানেই তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে । মৃত্যু হয় তার । প্রমাণ লোপাটের জন্য এরপর সঞ্জয় পাশের একটি খড়ের কল থেকে খড় নিয়ে এসে তা দিয়ে লক্ষীর দেহ পোড়াতে শুরু করে । বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসলে তারা ব্যান্ডেল GRP-কে খবর দেয় । পুলিশ এসে অগ্নিদদ্ধ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইমামবারা হাসপাতালে পাঠায় ।

অন্যদিকে, দেহটি পুড়িয়ে সঞ্জয় ব্যান্ডেল থেকে বর্ধমান পালিয়ে যাওয়ার ছক কষে । আজ জম্মু তাওয়াই এক্সপ্রেসে করে পালানোর সময় বর্ধমান GRP তাকে গ্রেপ্তার করে । পরে চুঁচুড়া থানার পুলিশ সঞ্জয়কে নিজেদের হেপাজতে নেয় ।

এবিষয়ে চন্দননগর পুলিশ কমিশনারেট হুমায়ন কবীর বলেন, "গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করেছে । কেন, কীভাবে ওই ব্যক্তিকে মারা হল তা খতিয়ে দেখা হচ্ছে । সঞ্জয় রাজবংশীর নামে একাধিক অভিযোগ আছে । ও এক দুষ্কৃতী দলের সঙ্গেও যুক্ত বলে জানা গেছে । আমরা বিষয়টি খতিয়ে দেখছি ।"

বর্ধমান ও হুগলি , 2 নভেম্বর : এক ব্যক্তিকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে বর্ধমান স্টেশন থেকে এক যুবককে গ্রেপ্তার করল বর্ধমান GRP । আজ বিকেলে সঞ্জয় রাজবংশী নামে ওই যুবককে হুগলির চুঁচুড়া থানার পুলিশ নিজেদের হেপাজতে নেয় ।

মৃত ব্যক্তির নাম লক্ষ্মী কর্মকার (52) । তাঁর বাড়ি হুগলি স্টেশন সংলগ্ন লোহারপাড়ায় । সঞ্জয় রাজবংশী এই এলাকায়ই বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের সঙ্গে ঝামেলা করত বলে জানা গেছে । এভাবেই কিছুদিন আগে তার সঙ্গে ঝামেলা হয় লক্ষ্মীবাবুর । বিষয়টি সেসময় থেমে গেলেও গতকাল রাতে হুগলি স্টেশনের কাছে হঠাৎই দু'জনের ফের বচসা হয় । এর পরে লক্ষ্মীকে ইট ছুড়ে মারে সঞ্জয় । ঘটনাস্থানে ব্যান্ডেল GRP-র একটি গাড়ি আসায় সঞ্জয় এলাকা ছাড়ে । পরে লক্ষ্মীর সঙ্গে কথাও বলে পুলিশ ।

তবে, এতেই শেষ হয়নি । GRP গাড়ি চলে যেতেই ফিরে আসে সঞ্জয় । লোহারপাড়ার রেল আবাসন থেকে লক্ষীকে বের করে হুগলি স্টেশন রোডের কাছে নিয়ে যায় । সেখানেই তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে । মৃত্যু হয় তার । প্রমাণ লোপাটের জন্য এরপর সঞ্জয় পাশের একটি খড়ের কল থেকে খড় নিয়ে এসে তা দিয়ে লক্ষীর দেহ পোড়াতে শুরু করে । বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসলে তারা ব্যান্ডেল GRP-কে খবর দেয় । পুলিশ এসে অগ্নিদদ্ধ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইমামবারা হাসপাতালে পাঠায় ।

অন্যদিকে, দেহটি পুড়িয়ে সঞ্জয় ব্যান্ডেল থেকে বর্ধমান পালিয়ে যাওয়ার ছক কষে । আজ জম্মু তাওয়াই এক্সপ্রেসে করে পালানোর সময় বর্ধমান GRP তাকে গ্রেপ্তার করে । পরে চুঁচুড়া থানার পুলিশ সঞ্জয়কে নিজেদের হেপাজতে নেয় ।

এবিষয়ে চন্দননগর পুলিশ কমিশনারেট হুমায়ন কবীর বলেন, "গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করেছে । কেন, কীভাবে ওই ব্যক্তিকে মারা হল তা খতিয়ে দেখা হচ্ছে । সঞ্জয় রাজবংশীর নামে একাধিক অভিযোগ আছে । ও এক দুষ্কৃতী দলের সঙ্গেও যুক্ত বলে জানা গেছে । আমরা বিষয়টি খতিয়ে দেখছি ।"

Intro:মহিলাকে পুড়িয়ে খুন করার অভিযোগে বর্ধমান থেকে গ্রেফতার অভিযুক্ত

পুলক যশ, বর্ধমান


এক মহিলাকে খুন করে প্রকাশ্যে পুড়িয়ে দেওয়ার অভিযোগে বর্ধমান স্টেশন থেকে এক যুবককে গ্রেফতার করলো বর্ধমান জি আর পি। বিকাল নাগাদ সঞ্জয় রাজবংশী নামে অভিযুক্তকে হুগলির চুঁচড়া থানার পুলিশ নিজেদের হেপাজতে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম লক্ষ্মী কর্মকার(৫২) । তার বাড়ি হুগলী স্টেশন সংলগ্ন লোহারপারা এলাকায়। শুক্রবার গভীর রাতে হুগলী স্টেশন এর কাছে লক্ষ্মী কর্মকারের সঙ্গে সঞ্জয়ের রাজবংশীর বচসা হয়। এর পরে ওই মহিলাকে সঞ্জয় ইট ছুঁড়ে মারে। অভিযোগ সঞ্জয় প্রথমে পালিয়ে গেলেও পরে সঞ্জয় ফিরে এসে লক্ষ্মী যেখানে থাকত সেখান থেকে তাকে টেনে নিয়ে এসে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে খুন করে। এরপরে খড়ে আগুন জ্বালিয়ে তার দেহ পুড়িয়ে দেয়। ঘটনার পরেই অভিযুক্ত ট্রেন ধরে ব্যান্ডেল থেকে বর্ধমান পালিয়ে যায় বলে পুলিশ জানতে পারে। জম্মু তাওয়াই এক্সপ্রেসে পালানোর সময় বর্ধমান স্টেশন থেকে বর্ধমান জি আর পি তাকে গ্রেপ্তার করে। পরে চুঁচড়া থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায়।Body:মহিলাকে পুড়িয়ে Conclusion:মারার অভিযোগে বর্ধমান থেকে গ্রেফতার
Last Updated : Nov 3, 2019, 3:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.