ETV Bharat / state

Arms Recovered from Nadia : ফের অস্ত্র ও বোমা উদ্ধার নদিয়ায় - Arms and bombs recovered in Nadia

নদিয়ায় উদ্ধার বেআইনি অস্ত্র ও বোমা (Arms and bombs recovered) । 8টি দেশি পিস্তল এবং 5টি বোমা উদ্ধার করল পুলিশ ।

Nadia arms recovery
Nadia
author img

By

Published : Apr 4, 2022, 12:39 PM IST

নদিয়া, 4 এপ্রিল : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গোটা রাজ্যজুড়ে বেআইনি অস্ত্র উদ্ধার করার জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ । নদিয়া জেলার কৃষ্ণনগর জেলা পুলিশ এবং রানাঘাট জেলা পুলিশের তত্ত্বাবধানে প্রতিটি থানা এলাকায় তল্লাশি চলছে । এর ফলে প্রতিদিনই নদিয়া জেলার একাধিক থানায় আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে ।

গতকাল রাতে ফের তল্লাশি চালিয়ে হাঁসখালি থানার পুলিশ 8টি বিদেশি পিস্তল এবং 5টি বোমা উদ্ধার করেছে (Arms and bombs recovered) । প্রশাসনিক সূত্রে খবর, হাঁসখালি থানার পুলিশের কাছে খবর ছিল ইটাবেড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত পাম্পে দেশি পিস্তল মজুত রয়েছে । গতকাল রাতে পুলিশ ওই এলাকায় তল্লাশি শুরু করে ।

সেখান থেকেই নতুন 8টি দেশি পিস্তল উদ্ধার হয় । বাঁশখালী থানা ফুলবাড়ি এলাকায়ও তল্লাশি চালিয়ে 5টি বোমা উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় কেউ এখনও গ্রেফতার হয়নি । দেশি পিস্তল এবং বোমাগুলি কারা রেখে গেছিল এবং কি কাজে ব্যবহারের জন্য রেখেছিল, তার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ ।

আরও পড়ুন : Road Accident in Burdwan : জাতীয় সড়কে ডাম্পার-টোটো সংঘর্ষ, বর্ধমানে মৃত একই পরিবারের 4 জন

নদিয়া, 4 এপ্রিল : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গোটা রাজ্যজুড়ে বেআইনি অস্ত্র উদ্ধার করার জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ । নদিয়া জেলার কৃষ্ণনগর জেলা পুলিশ এবং রানাঘাট জেলা পুলিশের তত্ত্বাবধানে প্রতিটি থানা এলাকায় তল্লাশি চলছে । এর ফলে প্রতিদিনই নদিয়া জেলার একাধিক থানায় আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে ।

গতকাল রাতে ফের তল্লাশি চালিয়ে হাঁসখালি থানার পুলিশ 8টি বিদেশি পিস্তল এবং 5টি বোমা উদ্ধার করেছে (Arms and bombs recovered) । প্রশাসনিক সূত্রে খবর, হাঁসখালি থানার পুলিশের কাছে খবর ছিল ইটাবেড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত পাম্পে দেশি পিস্তল মজুত রয়েছে । গতকাল রাতে পুলিশ ওই এলাকায় তল্লাশি শুরু করে ।

সেখান থেকেই নতুন 8টি দেশি পিস্তল উদ্ধার হয় । বাঁশখালী থানা ফুলবাড়ি এলাকায়ও তল্লাশি চালিয়ে 5টি বোমা উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় কেউ এখনও গ্রেফতার হয়নি । দেশি পিস্তল এবং বোমাগুলি কারা রেখে গেছিল এবং কি কাজে ব্যবহারের জন্য রেখেছিল, তার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ ।

আরও পড়ুন : Road Accident in Burdwan : জাতীয় সড়কে ডাম্পার-টোটো সংঘর্ষ, বর্ধমানে মৃত একই পরিবারের 4 জন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.