ETV Bharat / state

অমিত শাহ মোটা লোক, নকুলদানাই শেষ কথা বলবে : অনুব্রত

অমিত শাহ একটা পাগল, ওর কোনও বুদ্ধিসুদ্ধি আছে নাকি ? একটা মোটা লোক, ওর কোনও যোগ্যতা নেই। বললেন অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডল
author img

By

Published : Apr 1, 2019, 10:17 AM IST

গুসকরা, 1 এপ্রিল : "একটা মোটা লোক, ওর কোনও যোগ্যতা নেই।" অমিত শাহকে এভাবেই কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল। তিনি আরও বলেন, "একটা পাগল, ওর কোনও বুদ্ধিসুদ্ধি আছে নাকি ? নকুলদানাই শেষ কথা বলবে।"

আজ গুসকরায় রটন্তী কালীমন্দিরে পুজো দেন অনুব্রত মণ্ডল। এরপর কর্মী-সমর্থকদের নকুলদানা বিতরণ করেন। হুডখোলা জিপে করে প্রচারে নামেন অনুব্রত। বলেন, "মানুষ বুঝে গেছে কংগ্রেস, CPI(M)-র আসল রূপ। তাই মানুষ ঠিক করেছে CPI(M)-কে ভোট দেবে না।" অমিত শাহ বলেছেন BJP রাজ্যে 23 টির বেশি আসন পাবে। এপ্রসঙ্গে অমিত শাহকে মোটা লোক বলে কটাক্ষ করেন তিনি।

অনুব্রত মণ্ডলের বক্তব্য

নরেন্দ্র মোদিকে দাঙ্গাবাজ বলে আক্রমণ করেন অনুব্রত। বলেন, "দাঙ্গার মুখ নরেন্দ্র মোদি লোকসভা ভোটের পর আর ফিরে আসবে না। গুসকরাবাসীর কাছে অনুরোধ জানিয়েছি, তাঁরা যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেন, তিনি যেন প্রধানমন্ত্রী হতে পারেন।"

গুসকরা, 1 এপ্রিল : "একটা মোটা লোক, ওর কোনও যোগ্যতা নেই।" অমিত শাহকে এভাবেই কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল। তিনি আরও বলেন, "একটা পাগল, ওর কোনও বুদ্ধিসুদ্ধি আছে নাকি ? নকুলদানাই শেষ কথা বলবে।"

আজ গুসকরায় রটন্তী কালীমন্দিরে পুজো দেন অনুব্রত মণ্ডল। এরপর কর্মী-সমর্থকদের নকুলদানা বিতরণ করেন। হুডখোলা জিপে করে প্রচারে নামেন অনুব্রত। বলেন, "মানুষ বুঝে গেছে কংগ্রেস, CPI(M)-র আসল রূপ। তাই মানুষ ঠিক করেছে CPI(M)-কে ভোট দেবে না।" অমিত শাহ বলেছেন BJP রাজ্যে 23 টির বেশি আসন পাবে। এপ্রসঙ্গে অমিত শাহকে মোটা লোক বলে কটাক্ষ করেন তিনি।

অনুব্রত মণ্ডলের বক্তব্য

নরেন্দ্র মোদিকে দাঙ্গাবাজ বলে আক্রমণ করেন অনুব্রত। বলেন, "দাঙ্গার মুখ নরেন্দ্র মোদি লোকসভা ভোটের পর আর ফিরে আসবে না। গুসকরাবাসীর কাছে অনুরোধ জানিয়েছি, তাঁরা যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেন, তিনি যেন প্রধানমন্ত্রী হতে পারেন।"

Intro:সিপিএমের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পুলক যশ, বর্ধমান

সিপিএমের বাড়ি বাড়ি প্রচারের সময় সময় বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । অভিযোগ রবিবার রাত আটটা নাগাদ বর্ধমান শহরের হাউজিং, শাখাঁরি পুকুর হাউসিং ও ভাতছালা এলাকায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আভাস রায় চৌধুরীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচারের কাজ চলছিল। সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয়। তাদের প্রচার পুস্তিকা লিফলেট প্রভৃতি ছিঁড়ে দেওয়া হয়, এমন কি তাদের বামেদের সমর্থনে প্রচার করা যাবে না বলে হুমকিও দেওয়া বলে অভিযোগ বলে পুলিশকে অভিযোগ করেছে জেলা সিপিএম নেতৃত্ব।
Body:সিপিএম নেতা অরিন্দম মৌলিক বলেন এদিন রাতের দিকে বর্ধমান শহরের হাউসিং ও ভাত ছালা এলাকায় তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে সিপিএম এর পক্ষ থেকে সিপিএম প্রার্থীর সমর্থনে লিফলেট বিলির কাজ করছিলেন ,সেই সময় ওই এলাকার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর সনৎ বক্সীর নেতৃত্বে ১০-১২ জন কর্মী তাদের কাছ থেকে লিফলেট কেড়ে নিয়ে ওই এলাকায় প্রচার করা যাবে না বলে হুমকি দিতে থাকে। এমনকি তাদের মারধোর করার চেষ্টা করে। কিন্তু স্থানীয় মানুষজন তাদেরকে বাধা দেওয়ায় তারা সেখান থেকে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে বর্ধমান থানায় তারা অভিযোগ জানিয়েছে। Conclusion:তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.