ETV Bharat / state

এবার রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রাজ্যের মন্ত্রীর - বর্ধমান

রেশন নিয়ে দুর্নীতি হচ্ছে ৷ একাধিক জায়গা থেকে এই অভিযোগ এসেছে । এবার রেশনে দুর্নীতির অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী ।

Bardhaman
বর্ধমান
author img

By

Published : Apr 30, 2020, 12:18 AM IST

বর্ধমান , 29 এপ্রিল : এবার রেশনে দুর্নীতির অভিযোগ তুললেন খোদ রাজ্যের মন্ত্রী । আজ পূর্ব বর্ধমান জেলাশাসকের কাছে বর্ধমানের এক রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ।

জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়ে মন্ত্রী বলেন, বর্ধমানের 14 নম্বর ওয়ার্ডের রেশন ডিলার অজিত দের কাছে গেলে তিনি সামগ্রী নেই বলে সাধারণ মানুষকে ফিরিয়ে দেন । বিষয়টি SDO সদরকেও জানানো হয়েছে ।

তিনি আরও বলেন, জেলায় 6 হাজার 817টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে ৷ সেখানে 6 লাখ 32 হাজার শিশু এবং মা চাল, আলু ও ডাল পেয়ে গেছে । এছাড়া প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, উচ্চ বিদ্যালয়ে বিনা পয়সায় চাল দেওয়া হয়েছে । রমজ়ান মাসেও মানুষ যাতে অসুবিধায় না পড়ে সে বিষয়েও তাঁরা লক্ষ্য রাখছেন ।

এর আগে একাধিক জায়গায় রেশনে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ হয়েছে । এবার এক রেশন ডিলারের বিরুদ্ধে সেই একই অভিযোগ শোনা গেল রাজ্যের মন্ত্রীর গলায় ।

বর্ধমান , 29 এপ্রিল : এবার রেশনে দুর্নীতির অভিযোগ তুললেন খোদ রাজ্যের মন্ত্রী । আজ পূর্ব বর্ধমান জেলাশাসকের কাছে বর্ধমানের এক রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ।

জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়ে মন্ত্রী বলেন, বর্ধমানের 14 নম্বর ওয়ার্ডের রেশন ডিলার অজিত দের কাছে গেলে তিনি সামগ্রী নেই বলে সাধারণ মানুষকে ফিরিয়ে দেন । বিষয়টি SDO সদরকেও জানানো হয়েছে ।

তিনি আরও বলেন, জেলায় 6 হাজার 817টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে ৷ সেখানে 6 লাখ 32 হাজার শিশু এবং মা চাল, আলু ও ডাল পেয়ে গেছে । এছাড়া প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, উচ্চ বিদ্যালয়ে বিনা পয়সায় চাল দেওয়া হয়েছে । রমজ়ান মাসেও মানুষ যাতে অসুবিধায় না পড়ে সে বিষয়েও তাঁরা লক্ষ্য রাখছেন ।

এর আগে একাধিক জায়গায় রেশনে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ হয়েছে । এবার এক রেশন ডিলারের বিরুদ্ধে সেই একই অভিযোগ শোনা গেল রাজ্যের মন্ত্রীর গলায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.