কাটোয়া, 15 মার্চ: স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চিকিৎসার নামে টাকা পাইয়ে দেওয়ার নামে মোটা টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল বর্ধমানের একটি নার্সিংহোমের বিরুদ্ধে (Swastha Sathi Scam At Katwa)। তদন্তে নেমে কাটোয়া থানার পুলিশ এক মহিলাকে আটক করেছে।
স্থানীয় ও নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের একটি নার্সিংহোমে কাটোয়া থেকে রোগীদের স্বাস্থ্যসাথীর কার্ড হাতিয়ে নিয়ে তাদের টাকা পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়েছিল। পুলিশ জানতে পেরেছে কাটোয়ার বিভিন্ন এলাকার মানুষকে চিকিৎসা না করিয়ে স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে মোটা টাকা পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়। এরপর তাদের চিকিৎসা না করিয়েই তাদের বায়োমেট্রিক ছাপ দিয়ে কার্ড থেকে টাকা তুলে নেওয়া হয়। পরে সেই কার্ডগুলির কোনটা থেকে ষাট, কোনটা থেকে সত্তর কিংবা লক্ষাধিক টাকাও তুলে নেওয়া হয়। প্রায় চল্লিশজনের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে বলে পুলিশ জানতে পারে। এরপর তদন্তে নেমে কাটোয়া থানার পুলিশ সালেহা বিবি নামে এক মহিলাকে আটক করে। ওই মহিলার বাড়ি কাটোয়ার গাঁফুলিয়া গ্রামে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বর্ধমানের একটি নার্সিংহোমের হদিস পায়। সেই নার্সিংহোমে কাটোয়া থেকে রোগীদের নিয়ে এসে চিকিৎসা না করিয়েই স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে টাকা তুলে নেওয়া হচ্ছিল।
আরও পড়ুন: বর্ধমানে ভয়ে ঘরছাড়া পৌরভোটে বিজেপির প্রার্থী, অভিযোগ অস্বীকার তৃণমূলের
পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ধ্রুব দাস বলেন, "চিকিৎসা না করিয়ে স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে মোটা টাকা তুলে নেওয়া হচ্ছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে কাটোয়ার চল্লিশজনের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।"