বর্ধমান, 4 জুলাই: বিজেপি প্রার্থীকে পুড়িয়ে মারার হুমকি দিয়ে পোস্টার পূর্ব বর্ধমানের রায়ান গ্রামে । অভিযোগের তির শাসক দলের দিকে। যদিও শাসকদলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে । ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ৷
বিজেপির দলীয় সূত্রে জানা গিয়েছে, রায়ান 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অর্ন্তগত পঞ্চায়েত সমিতির 20 নম্বর আসনে বিজেপির প্রার্থী হয়েছেন কৌশিক কুণ্ডু ৷ সেই অঞ্চলেই রাতের অন্ধকারে কে বা কারা পোস্টার সাঁটিয়ে দিয়েছে । পোস্টারে অশ্রাব্য ভাষায় গালাগালি দেওয়া হয়েছে । পোস্টারে লেখা আছে, '11 তারিখের পর খেলা হবে । পুড়িয়ে মারবো তোর গোটা গুষ্টিকে ।' এছাড়া পোস্টারে আরও লেখা হয়েছে, রাজ্যে তৃণমূল কংগ্রেসেরই জয় হবে । পাশাপাশি বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তৃণমূল কংগ্রেস যে বিজেপি প্রার্থীকে ভয় দেখাচ্ছে সেই ভিডিয়ো তাদের কাছে আছে ।
যে বিজেপি প্রার্থী কৌশিক কণ্ডুকে পুড়িয়ে মারার অভিযোগে পোস্টার পড়েছে তিনি বলেন, "আমি বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়িয়েছি বলে তৃণমূল ভয় পেয়েছে । সোমবার রাতে তৃণমূল নেতা মানস ভট্টাচার্য ফোন করেছিলেন । যেদিন থেকে আমি মনোনয়ন জমা দিয়েছি সেদিন থেকেই আমাকে হুমকি দেওয়া হচ্ছে । গতকাল ফের ফোন করে হুমকি দেওয়া হয় । এছাড়া এদিন সকালে পোস্টার দেওয়া আছে, যে আমার মুন্ডু নিয়ে খেলা হবে ।গোটা পরিবারকে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছে । আমার পরিবারের সুরক্ষা নিয়ে আমি চিন্তিত ।"
যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে । তৃণমূল কংগ্রেসের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার দেখে বিজেপি ভয় পেয়েছে। তারা জানে রাজ্যের অন্যান্য অংশের মতো রায়ানেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হবে। সেই কারণে তারা ভয় পেয়েছে। হেরে যাবে জানে এখন নাটক করছে। মানুষ বিজেপিকে চায় না। সেখানকার বিজেপি প্রার্থীকে কোনও হুমকি দেওয়া কিংবা পোস্টার দেওয়ার কোন ঘটনা ঘটেনি। সব মিথ্যে অভিযোগ।
আরও পড়ুন: প্রার্থী দিতে পারেনি শাসকদলও, নির্বাচনে 'নিশ্চুপ' রায়নার এই বুথ
এই কথার রেশ টেনে তৃণমূল নেতা মানস ভট্টাচার্য জানান, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে বিজেপি ভয় পেয়েছে । তারা জানে তাদের পরাজয় নিশ্চিত । তাই তারা নাটক করার চেষ্টা করছে । বিজেপি প্রার্থী কৌশিক কুণ্ডু পোস্টার নিয়ে যে অভিযোগ তুলছেন সেটাও মিথ্যে । বাড়িতে সিসিটিভি আছে । তিনি ইচ্ছে করলেই ফুটেজ দেখতে পারেন । যদি দেখা যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেউ পোস্টার দিয়েছে তা-হলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথাও উল্লেখ করেন।