ETV Bharat / state

Patient Death: বর্ধমানে প্রসূতি মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগ - Allegationof pregnant death

বর্ধমানের নার্সিংহোমে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ৷ চিকিৎসার গাফিলতির জেরে রোগীর মৃত্যু হয়েছে বলে থানায় অভিযোগ মৃতের পরিবারে (Patient Death)৷

Etv Bharat
বর্ধমানে প্রসূতি মৃত্যু ঘিরে উত্তেজনা
author img

By

Published : Nov 18, 2022, 11:03 PM IST

বর্ধমান, 18 নভেম্বর: চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল বর্ধমান শহরের এক নার্সিংহোমে (Allegation of Pregnant Patient Death due to Medical Negligence in Burdwan Nursing Home)। বিষয়টি নিয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার । পুলিশ জানিয়েছে, মৃতের নাম অপর্ণা হাউলি (26)। তাঁর বাড়ি বর্ধমানের 10নং ওয়ার্ডের 3নং ইছলাবাদ এলাকায় ।

রোগীর এক আত্মীয়ের অভিযোগ, অপর্ণা রাত থেকেই কষ্ট পাচ্ছিলেন । শুক্রবার সকালে বর্ধমানের একটা নার্সিংহোমে ভরতি করা হয় । এরপর শ্বাসকষ্ট শুরু হলেও অক্সিজেন দেওয়া হয়নি । উপরন্তু ওই অবস্থায় বর্ধমান মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয় ৷ চিকিৎসা না-হওয়াতেই মৃত্যু হয়েছে অপর্ণার ৷

নার্সিংহোমের দায়িত্বে থাকা কর্মী বাপন ঘোষ বলেন, "রোগীকে যখন নিয়ে আসা হয় তখন তাঁর অবস্থা খারাপ ছিল । খিঁচুনি হচ্ছিল । তখন চিকিৎসক তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেয় । এখানে রোগীকে ভরতিও করা হয়নি । তখন তাঁদের সঙ্গে বাড়ির লোক বলতে শুধু দু'জন মহিলা ছিলেন । আমরাই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিই । রাস্তায় যাওয়ার সময় রোগী মারা যায় । এরপর আমাদের নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে ।"

আরও পড়ুন : প্রসূতি মৃত্যু রুখতে টিনেজ প্রেগন্যান্সির হার কমানোয় জোর রাজ্যের

বর্ধমান, 18 নভেম্বর: চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল বর্ধমান শহরের এক নার্সিংহোমে (Allegation of Pregnant Patient Death due to Medical Negligence in Burdwan Nursing Home)। বিষয়টি নিয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার । পুলিশ জানিয়েছে, মৃতের নাম অপর্ণা হাউলি (26)। তাঁর বাড়ি বর্ধমানের 10নং ওয়ার্ডের 3নং ইছলাবাদ এলাকায় ।

রোগীর এক আত্মীয়ের অভিযোগ, অপর্ণা রাত থেকেই কষ্ট পাচ্ছিলেন । শুক্রবার সকালে বর্ধমানের একটা নার্সিংহোমে ভরতি করা হয় । এরপর শ্বাসকষ্ট শুরু হলেও অক্সিজেন দেওয়া হয়নি । উপরন্তু ওই অবস্থায় বর্ধমান মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয় ৷ চিকিৎসা না-হওয়াতেই মৃত্যু হয়েছে অপর্ণার ৷

নার্সিংহোমের দায়িত্বে থাকা কর্মী বাপন ঘোষ বলেন, "রোগীকে যখন নিয়ে আসা হয় তখন তাঁর অবস্থা খারাপ ছিল । খিঁচুনি হচ্ছিল । তখন চিকিৎসক তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেয় । এখানে রোগীকে ভরতিও করা হয়নি । তখন তাঁদের সঙ্গে বাড়ির লোক বলতে শুধু দু'জন মহিলা ছিলেন । আমরাই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিই । রাস্তায় যাওয়ার সময় রোগী মারা যায় । এরপর আমাদের নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে ।"

আরও পড়ুন : প্রসূতি মৃত্যু রুখতে টিনেজ প্রেগন্যান্সির হার কমানোয় জোর রাজ্যের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.