ETV Bharat / state

বর্ধমানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে বোমাবাজির অভিযোগ, নামল RAF - বর্ধমানে তৃণমূলের গোষ্ঠীদন্দ্বে বোমাবাজি

বর্ধমান পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের রসিকপুর এলাকায় তৃণমূল নেতা আবদুর রবের সঙ্গে অন্য এক তৃণমূল নেতা আসরাফউদ্দিনের দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল । বৃহস্পতিবার রাতে রসিকপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ফের ঝামেলা শুরু হয় ।

Allegations of bombing in
Allegations of bombing in
author img

By

Published : Oct 30, 2020, 6:52 AM IST

বর্ধমান, 30 অক্টোবর : তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমান শহর । শহরের বিভিন্ন এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বর্ধমান থানার পুলিশ ৷ পরিস্থিতি সামাল দিতে RAF নামানো হয় । যদিও বোমাবাজির কথা অস্বীকার করেছে পুলিশ ।

বর্ধমান পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের রসিকপুর এলাকায় তৃণমূল নেতা আবদুর রবের সঙ্গে অন্য এক তৃণমূল নেতা আসরাফউদ্দিনের দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল । বৃহস্পতিবার রাতে রসিকপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ফের ঝামেলা শুরু হয় । তৃণমূল কংগ্রেসের দাবি, আবদুল রব ওই অফিসে বসতেন ।

মাসখানেক আগে জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের চেয়ারম্যানের দায়িত্ব পান আসরাফউদ্দিন । এর ফলে আবদুর রবের শিবিরের ছেলেরা অনেকেই আসরাফউদ্দিনের গোষ্ঠীতে চলে যায় । তখন থেকে দলীয় ওই কার্যালয়ে তালা পড়ে যায় । অভিযোগ, গতকাল আসরাফউদ্দিনের ছেলেরা দলীয় ওই কার্যালয়ে তালা খুলতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় । লাঠি-রড-তলোয়ার নিয়ে একে অপরকে আক্রমণ করে বলে অভিযোগ ওঠে । শুরু হয় ব্যাপক বোমাবাজি ।

ঘটনাস্থান থেকে পুলিশ বেশ কয়েকটি বোমা উদ্ধার করে ৷ আবদুর রবের অভিযোগ, আসরাফউদ্দিন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের চেয়ারম্যান হওয়ার পর তাঁর দাপট বাড়তে শুরু করে । একটা অশান্তি করার চেষ্টা চালাচ্ছিলেন । জেলখানার মোড়ে আমার পার্টি অফিস আছে । এই এলাকায় আমার ছেলেদের বসতে দেওয়া হবে না এমন একটা চক্রান্ত চলছে । জেলখানা মোড়ে আমার দলীয় কার্যালয় দখল করার চেষ্টা করে তারা । বাইরে থেকে কিছু লোকজন নিয়ে এসে এলাকায় অশান্তি করার চেষ্টা করা হয় । আমরা প্রতিবাদ করলে একটা গণ্ডগোল হয়েছিল। সেটা মিটে গেছে ।

অন্যদিকে আসরাফউদ্দিন বলেন, "একটা পরিবারের মধ্যে ঝামেলা হয় । এমন কিছু নয় । নিজেরা মিটিয়ে নিয়েছি । এমন কিছু ঘটনা ঘটেনি ।" ঘটনার পরিপ্রেক্ষিতে BJP নেতা দেবাশিস সরকার বলেন, "ওই এলাকায় BJP নেতাদের উপরে এর আগেও হামলার ঘটনা ঘটেছে । বোমা ছাড়া তৃণমূল কংগ্রেস চলতে পারে না সেটা আবার প্রমাণ হল ।"

বর্ধমান, 30 অক্টোবর : তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমান শহর । শহরের বিভিন্ন এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বর্ধমান থানার পুলিশ ৷ পরিস্থিতি সামাল দিতে RAF নামানো হয় । যদিও বোমাবাজির কথা অস্বীকার করেছে পুলিশ ।

বর্ধমান পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের রসিকপুর এলাকায় তৃণমূল নেতা আবদুর রবের সঙ্গে অন্য এক তৃণমূল নেতা আসরাফউদ্দিনের দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল । বৃহস্পতিবার রাতে রসিকপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ফের ঝামেলা শুরু হয় । তৃণমূল কংগ্রেসের দাবি, আবদুল রব ওই অফিসে বসতেন ।

মাসখানেক আগে জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের চেয়ারম্যানের দায়িত্ব পান আসরাফউদ্দিন । এর ফলে আবদুর রবের শিবিরের ছেলেরা অনেকেই আসরাফউদ্দিনের গোষ্ঠীতে চলে যায় । তখন থেকে দলীয় ওই কার্যালয়ে তালা পড়ে যায় । অভিযোগ, গতকাল আসরাফউদ্দিনের ছেলেরা দলীয় ওই কার্যালয়ে তালা খুলতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় । লাঠি-রড-তলোয়ার নিয়ে একে অপরকে আক্রমণ করে বলে অভিযোগ ওঠে । শুরু হয় ব্যাপক বোমাবাজি ।

ঘটনাস্থান থেকে পুলিশ বেশ কয়েকটি বোমা উদ্ধার করে ৷ আবদুর রবের অভিযোগ, আসরাফউদ্দিন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের চেয়ারম্যান হওয়ার পর তাঁর দাপট বাড়তে শুরু করে । একটা অশান্তি করার চেষ্টা চালাচ্ছিলেন । জেলখানার মোড়ে আমার পার্টি অফিস আছে । এই এলাকায় আমার ছেলেদের বসতে দেওয়া হবে না এমন একটা চক্রান্ত চলছে । জেলখানা মোড়ে আমার দলীয় কার্যালয় দখল করার চেষ্টা করে তারা । বাইরে থেকে কিছু লোকজন নিয়ে এসে এলাকায় অশান্তি করার চেষ্টা করা হয় । আমরা প্রতিবাদ করলে একটা গণ্ডগোল হয়েছিল। সেটা মিটে গেছে ।

অন্যদিকে আসরাফউদ্দিন বলেন, "একটা পরিবারের মধ্যে ঝামেলা হয় । এমন কিছু নয় । নিজেরা মিটিয়ে নিয়েছি । এমন কিছু ঘটনা ঘটেনি ।" ঘটনার পরিপ্রেক্ষিতে BJP নেতা দেবাশিস সরকার বলেন, "ওই এলাকায় BJP নেতাদের উপরে এর আগেও হামলার ঘটনা ঘটেছে । বোমা ছাড়া তৃণমূল কংগ্রেস চলতে পারে না সেটা আবার প্রমাণ হল ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.