ETV Bharat / state

দুই বিজেপি সমর্থককে রাস্তায় কান ধরে ওঠবস, অভিযুক্ত তৃণমূল - বিজেপি সমর্থককে রাস্তায় কান ধরে ওঠবস, অভিযুক্ত তৃণমূল

শাসকদলের দাবি ওই যুবকরা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করে ঘরছাড়া হয়েছিলেন । আজ ফিরে আসতে তাঁদের বাড়ির লোকের সঙ্গে কথা বলে কান ধরে ওঠবস করিয়ে ছেড়ে দেওয়া হয় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের সময় বর্ধমান শহরের সাত নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ ওঠে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ।

দুই বিজেপি সমর্থককে রাস্তায় কান ধরে ওঠবস করানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
দুই বিজেপি সমর্থককে রাস্তায় কান ধরে ওঠবস করানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
author img

By

Published : May 22, 2021, 7:25 PM IST

বর্ধমান, 22 মে : নির্বাচনের ফল ঘোষণা হতেই এলাকা ছাড়া হয়েছিলেন দুই বিজেপি কর্মী । শনিবার তাঁরা এলাকায় ফিরতেই প্রকাশ্য রাস্তায় তাঁদের কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ বর্ধমান শহরের সাত নম্বর ওয়ার্ডের এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে ।

শাসকদলের দাবি ওই যুবকেরা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করে ঘরছাড়া হয়েছিলেন । আজ ফিরে আসতে তাঁদের বাড়ির লোকের সঙ্গে কথা বলে কান ধরে ওঠবস করিয়ে ছেড়ে দেওয়া হয় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের সময় বর্ধমান শহরের সাত নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে । এরপর নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই এলাকার বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থক বাড়ি ছেড়ে পালিয়ে যান ।

তৃণমূল কংগ্রেসের দাবি, ওই বিজেপি কর্মীদের পরিবারের সদস্যরা তাঁদের কাছে এসে আবেদন করেন, যাতে ওই কর্মীরা নির্বিঘ্নে বাড়ি ফিরে আসতে পারেন । এরপর তাঁরা এলাকাতে ফিরে আসতেই স্থানীয় তৃণমূল নেতা অশোক মণ্ডলের নির্দেশে তাঁদের কান ধরে ওঠবস করানো হয় বলে অভিযোগ । অন্যদিকে বিজেপির দাবি, বিরোধী দলকে সমর্থন করার অপরাধে তাঁদের কর্মী সমর্থকদের বিভিন্ন এলাকাতে তৃণমূলের নেতা-কর্মীরা প্রকাশ্যে রাস্তায় উপর কান ধরে ওঠবস করাচ্ছে । তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপির উপরে অত্যাচার করছে, সেটা লজ্জাজনক ।

দুই বিজেপি সমর্থককে রাস্তায় কান ধরে ওঠবস করানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আরও পড়ুন : সোনালির কণ্ঠে মমতা স্তুতি, একান্ত সাক্ষাৎকারে প্রাক্তন বিধায়ক

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা অশোক মণ্ডল । তিনি বলেন, ‘‘ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করার পরে ওই ছেলেগুলো ঘর ছেড়ে পালিয়ে যান । তাঁরা পাড়ারই ছেলে । পরিবারের লোকেরা আমাদের কাছে এসে বলে যাতে তাঁদের ছেলেরা নির্বিঘ্নে বাড়ি ফিরে আসতে পারে । তখন আমরা তাঁদের বলি তাঁদের ফিরিয়ে নিয়ে এস । আমরা কেউ মারধর করব না । তাই তাঁদের যাতে কেউ মারধর না করে তাই কান ধরে ওঠবস করিয়ে ছেড়ে দেওয়া হয় । কিন্তু আমি তাঁদের কান ধরে ওঠবস করার নির্দেশ দিইনি ।’’

বর্ধমান, 22 মে : নির্বাচনের ফল ঘোষণা হতেই এলাকা ছাড়া হয়েছিলেন দুই বিজেপি কর্মী । শনিবার তাঁরা এলাকায় ফিরতেই প্রকাশ্য রাস্তায় তাঁদের কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ বর্ধমান শহরের সাত নম্বর ওয়ার্ডের এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে ।

শাসকদলের দাবি ওই যুবকেরা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করে ঘরছাড়া হয়েছিলেন । আজ ফিরে আসতে তাঁদের বাড়ির লোকের সঙ্গে কথা বলে কান ধরে ওঠবস করিয়ে ছেড়ে দেওয়া হয় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের সময় বর্ধমান শহরের সাত নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে । এরপর নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই এলাকার বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থক বাড়ি ছেড়ে পালিয়ে যান ।

তৃণমূল কংগ্রেসের দাবি, ওই বিজেপি কর্মীদের পরিবারের সদস্যরা তাঁদের কাছে এসে আবেদন করেন, যাতে ওই কর্মীরা নির্বিঘ্নে বাড়ি ফিরে আসতে পারেন । এরপর তাঁরা এলাকাতে ফিরে আসতেই স্থানীয় তৃণমূল নেতা অশোক মণ্ডলের নির্দেশে তাঁদের কান ধরে ওঠবস করানো হয় বলে অভিযোগ । অন্যদিকে বিজেপির দাবি, বিরোধী দলকে সমর্থন করার অপরাধে তাঁদের কর্মী সমর্থকদের বিভিন্ন এলাকাতে তৃণমূলের নেতা-কর্মীরা প্রকাশ্যে রাস্তায় উপর কান ধরে ওঠবস করাচ্ছে । তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপির উপরে অত্যাচার করছে, সেটা লজ্জাজনক ।

দুই বিজেপি সমর্থককে রাস্তায় কান ধরে ওঠবস করানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আরও পড়ুন : সোনালির কণ্ঠে মমতা স্তুতি, একান্ত সাক্ষাৎকারে প্রাক্তন বিধায়ক

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা অশোক মণ্ডল । তিনি বলেন, ‘‘ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করার পরে ওই ছেলেগুলো ঘর ছেড়ে পালিয়ে যান । তাঁরা পাড়ারই ছেলে । পরিবারের লোকেরা আমাদের কাছে এসে বলে যাতে তাঁদের ছেলেরা নির্বিঘ্নে বাড়ি ফিরে আসতে পারে । তখন আমরা তাঁদের বলি তাঁদের ফিরিয়ে নিয়ে এস । আমরা কেউ মারধর করব না । তাই তাঁদের যাতে কেউ মারধর না করে তাই কান ধরে ওঠবস করিয়ে ছেড়ে দেওয়া হয় । কিন্তু আমি তাঁদের কান ধরে ওঠবস করার নির্দেশ দিইনি ।’’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.