ETV Bharat / state

Agnimitra Paul : তবাসুমকে কেন গ্রেফতার করা হল না, প্রশ্ন অগ্নিমিত্রার

author img

By

Published : Jul 5, 2021, 7:18 AM IST

Updated : Jul 5, 2021, 7:55 AM IST

আসানসোলে ভ্যাকসিন বিতর্কের পর একদিন কেটে গেলেও প্রাক্তন ডেপুটি মেয়র তবাসুম আরার বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ কেন করা হল না, তা নিয়ে প্রশ্ন তুললেন অগ্নিমিত্রা পল ৷ চিকিৎসক বা নার্স না হওয়া সত্ত্বেও তবাসুম কীভাবে ভ্যাকসিন দেন তা নিয়েই বিতর্ক ৷ অগ্নিমিত্রা তাঁর গ্রেফতারির দাবি জানিয়েছেন ৷ পাশাপাশি কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রসঙ্গ টেনে বিজেপি নেত্রী বলেন, গোটা পশ্চিমবঙ্গে দেবাঞ্জন দেবের মতো প্রতারক আরও রয়েছে ৷ তারা সবাই তৃণমূলের লোকজন ৷

অগ্নিমিত্রা পল
অগ্নিমিত্রা পল

বর্ধমান, 5 জুলাই : আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র চিকিৎসক বা নার্স না হওয়া সত্ত্বেও তিনি কোভিড ভ্যাকসিন দিয়েছেন । এমন ঘটনার পর 24 ঘণ্টা কেটে গেলেও তাঁকে গ্রেফতার করা হল না কেন তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) ।

রবিবার কালনায় রাজনৈতিক হিংসায় আক্রান্ত মহিলাদের সঙ্গে দেখা করেন অগ্নিমিত্রা । তাঁর অভিযোগ, রাজ্যজুড়ে বিজেপি কর্মীরা নিগৃহীত হচ্ছেন । এখনও বহু কর্মী ঘরছাড়া । অনেকর বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে । অথচ পুলিশ-প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না ।

ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে তিনি বলেন, "শুধু দেবাঞ্জন নয়, গোটা পশ্চিমবঙ্গে এরকম বহু দেবাঞ্জনকে আমরা চোখের সামনে দেখতে পাব । গতকালই আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র তবাসুম আরা যিনি নিজে কোনও নার্স বা ডাক্তার নন, কিন্তু তিনি এক মহিলাকে কোভিড ভ্যাকসিন দিয়েছেন । কী করে সম্ভব এটা ? আসলে তৃণমূলের নেত্রী হলে, তৃণমূলের গুন্ডা হলে ভ্যাকসিনেশন সেন্টার খোলা যায় । ভ্যাকসিন দিয়ে দেওয়া যায় । তাদের কোনও প্রশিক্ষণ লাগে না ৷ তাহলে ডাক্তার-নার্সদের দরকার কী আছে ? হাসপাতালগুলো তুলে দিয়ে তৃণমূলের কর্মীদের বসিয়ে দেওয়া হোক । তাঁরাই চিকিৎসা করবেন, ডাক্তারি করবেন, ওষুধ দেবেন ।" তবাসুমের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নিয়ে তাঁর অভিযোগ, এই কাণ্ডের পরও তাঁকে গ্রেফতার করা হল না, এগুলো একমাত্র সম্ভব পশ্চিমবঙ্গেই ।

আসানসোলে করোনার ভ্যাকসিন বিতর্কের পর তবাসুম আরাকে গ্রেফতারের দাবি জানালেন অগ্নিমিত্রা পল ৷

মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) একহাত নিয়ে বলেন, "মুখ্যমন্ত্রী তো প্রধানমন্ত্রী, মানবাধিকার কমিশন কাউকেই মানেন না । এখন আবার আদালতকেও মানছেন না । নন্দীগ্রামের কেসে তিনি বলে দিচ্ছেন কোন জজের এজলাসে তাঁর কেস উঠবে ।"

আরও পড়ুন : নিজের হাতে করোনার ভ্যাকসিন দিয়ে বিপাকে তবাসুম আরা, শোকজ মুখ্য় পৌর প্রশাসকের

বর্ধমান, 5 জুলাই : আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র চিকিৎসক বা নার্স না হওয়া সত্ত্বেও তিনি কোভিড ভ্যাকসিন দিয়েছেন । এমন ঘটনার পর 24 ঘণ্টা কেটে গেলেও তাঁকে গ্রেফতার করা হল না কেন তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) ।

রবিবার কালনায় রাজনৈতিক হিংসায় আক্রান্ত মহিলাদের সঙ্গে দেখা করেন অগ্নিমিত্রা । তাঁর অভিযোগ, রাজ্যজুড়ে বিজেপি কর্মীরা নিগৃহীত হচ্ছেন । এখনও বহু কর্মী ঘরছাড়া । অনেকর বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে । অথচ পুলিশ-প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না ।

ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে তিনি বলেন, "শুধু দেবাঞ্জন নয়, গোটা পশ্চিমবঙ্গে এরকম বহু দেবাঞ্জনকে আমরা চোখের সামনে দেখতে পাব । গতকালই আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র তবাসুম আরা যিনি নিজে কোনও নার্স বা ডাক্তার নন, কিন্তু তিনি এক মহিলাকে কোভিড ভ্যাকসিন দিয়েছেন । কী করে সম্ভব এটা ? আসলে তৃণমূলের নেত্রী হলে, তৃণমূলের গুন্ডা হলে ভ্যাকসিনেশন সেন্টার খোলা যায় । ভ্যাকসিন দিয়ে দেওয়া যায় । তাদের কোনও প্রশিক্ষণ লাগে না ৷ তাহলে ডাক্তার-নার্সদের দরকার কী আছে ? হাসপাতালগুলো তুলে দিয়ে তৃণমূলের কর্মীদের বসিয়ে দেওয়া হোক । তাঁরাই চিকিৎসা করবেন, ডাক্তারি করবেন, ওষুধ দেবেন ।" তবাসুমের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নিয়ে তাঁর অভিযোগ, এই কাণ্ডের পরও তাঁকে গ্রেফতার করা হল না, এগুলো একমাত্র সম্ভব পশ্চিমবঙ্গেই ।

আসানসোলে করোনার ভ্যাকসিন বিতর্কের পর তবাসুম আরাকে গ্রেফতারের দাবি জানালেন অগ্নিমিত্রা পল ৷

মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) একহাত নিয়ে বলেন, "মুখ্যমন্ত্রী তো প্রধানমন্ত্রী, মানবাধিকার কমিশন কাউকেই মানেন না । এখন আবার আদালতকেও মানছেন না । নন্দীগ্রামের কেসে তিনি বলে দিচ্ছেন কোন জজের এজলাসে তাঁর কেস উঠবে ।"

আরও পড়ুন : নিজের হাতে করোনার ভ্যাকসিন দিয়ে বিপাকে তবাসুম আরা, শোকজ মুখ্য় পৌর প্রশাসকের

Last Updated : Jul 5, 2021, 7:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.