ETV Bharat / state

প্রতিশ্রুতি না মানায় বিক্ষোভ প্রি covid হাসপাতালের কর্মীদের - Burdwan News

বর্ধমানের বেসরকারি প্রি covid হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের অভিযোগ দুমাস ধরে প্রশাসনের তরফে কোনও প্রতিশ্রুতি মানা হয়নি । না মিলছে নিরাপত্তা, না পেয়েছে সরকারের তরফে বেতন ৷

Agitating by staffs of Pre Covid Hospital
বিক্ষোভ প্রি কোভিড হাসপাতালের কর্মীদের
author img

By

Published : Jun 2, 2020, 10:54 PM IST

বর্ধমান, 2 জুন : বেতন ও নিরাপত্তা দাবিতে বিক্ষোভ বর্ধমানের বেসরকারি প্রি COVID হাসপাতালে । হাসপাতালে নার্সিং স্টাফ ও এটেনডেন্ট মিলিয়ে শ'খানেক কর্মী আজ বিক্ষোভ দেখায় । তাদের দাবি কোনও প্রতিশ্রুতি রাখেনি প্রশাসন ৷ কাজ শুরুর আগে তাদের বলা হয় সরকারি হারে বেতন দেওয়া হবে ৷ সাত দিন কাজ করার পর সাত দিন তারা হোম কোয়ারানটিনে থাকবেন ৷ কিন্তু কোনও প্রতিশ্রুতি দুমাস ধরে মানা হয়নি ।

ঐ বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের 3 হাজার টাকা মাসে বেতন দিচ্ছে কিন্তু সরকার বেতন দুমাস ধরে দেয়নি বলে অভিযোগ । ন্যূনতম কোন নিরাপত্তা নাই ৷ তাদের আরও অভিযোগ একটা সাবানকে কেটে আটখানা করে দিয়ে বলা হচ্ছে এটা এক মাস চালাতে হবে । এখন বলা হচ্ছে টানা 26 দিনে কাজ করতে হবে ছুটি মিলবে না । PPE পড়ে থেকে তারা ঘেমে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন । এই বিক্ষোভকারী স্বাস্থ্য কর্মীদের মধ্যে 15 থেকে 16 জন ত্রিপুরার বাসিন্দার আছেন । তাঁদের বক্তব্য সেবা করার জন্যই তারা এখানে পড়ে আছেন কিন্তু সরকারি প্রতিশ্রুতি তো মানতে হবে ৷

উল্লেখ্য দুদিন আগেই জেলাশাসক বিজয় ভারতী বলেন, ‘‘বর্ধমান দু'নম্বর জাতীয় সড়কের ধারে জোতরাম প্রি COVID হাসপাতালকে পুরোপুরি কোভিড উন্নত করা হয়েছে । এখন থেকে এখানেই করোনা আক্রান্তদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে । এতদিন আক্রান্তদের চিকিৎসার জন্য পাঠানো হচ্ছিল দুর্গাপুর বেসরকারি কোভিড হাসপাতালে ৷’’

কিন্তু গত এক সপ্তাহে ভিন রাজ্য থেকে একের পর এক শ্রমিক স্পেশাল ট্রেন ঢোকায় হঠাৎই আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়তে থাকে । চাপে পড়ে দুর্গাপুর COVID হাসপাতাল । তাই চাপ কমাতেই তড়িঘড়ি জেলা প্রশাসন সিদ্ধান্ত নেয় জেলার প্রি COVID হাসপাতালকে সম্পূর্ণ COVID হাসপাতালে পরিণত করা হবে ।

এদিকে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভের কথা শুনে জেলাশাসক টেলিফোনে জানান, আলোচনা করে বিষয়টি দেখা হবে কেন এই বিক্ষোভ ৷

বর্ধমান, 2 জুন : বেতন ও নিরাপত্তা দাবিতে বিক্ষোভ বর্ধমানের বেসরকারি প্রি COVID হাসপাতালে । হাসপাতালে নার্সিং স্টাফ ও এটেনডেন্ট মিলিয়ে শ'খানেক কর্মী আজ বিক্ষোভ দেখায় । তাদের দাবি কোনও প্রতিশ্রুতি রাখেনি প্রশাসন ৷ কাজ শুরুর আগে তাদের বলা হয় সরকারি হারে বেতন দেওয়া হবে ৷ সাত দিন কাজ করার পর সাত দিন তারা হোম কোয়ারানটিনে থাকবেন ৷ কিন্তু কোনও প্রতিশ্রুতি দুমাস ধরে মানা হয়নি ।

ঐ বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের 3 হাজার টাকা মাসে বেতন দিচ্ছে কিন্তু সরকার বেতন দুমাস ধরে দেয়নি বলে অভিযোগ । ন্যূনতম কোন নিরাপত্তা নাই ৷ তাদের আরও অভিযোগ একটা সাবানকে কেটে আটখানা করে দিয়ে বলা হচ্ছে এটা এক মাস চালাতে হবে । এখন বলা হচ্ছে টানা 26 দিনে কাজ করতে হবে ছুটি মিলবে না । PPE পড়ে থেকে তারা ঘেমে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন । এই বিক্ষোভকারী স্বাস্থ্য কর্মীদের মধ্যে 15 থেকে 16 জন ত্রিপুরার বাসিন্দার আছেন । তাঁদের বক্তব্য সেবা করার জন্যই তারা এখানে পড়ে আছেন কিন্তু সরকারি প্রতিশ্রুতি তো মানতে হবে ৷

উল্লেখ্য দুদিন আগেই জেলাশাসক বিজয় ভারতী বলেন, ‘‘বর্ধমান দু'নম্বর জাতীয় সড়কের ধারে জোতরাম প্রি COVID হাসপাতালকে পুরোপুরি কোভিড উন্নত করা হয়েছে । এখন থেকে এখানেই করোনা আক্রান্তদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে । এতদিন আক্রান্তদের চিকিৎসার জন্য পাঠানো হচ্ছিল দুর্গাপুর বেসরকারি কোভিড হাসপাতালে ৷’’

কিন্তু গত এক সপ্তাহে ভিন রাজ্য থেকে একের পর এক শ্রমিক স্পেশাল ট্রেন ঢোকায় হঠাৎই আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়তে থাকে । চাপে পড়ে দুর্গাপুর COVID হাসপাতাল । তাই চাপ কমাতেই তড়িঘড়ি জেলা প্রশাসন সিদ্ধান্ত নেয় জেলার প্রি COVID হাসপাতালকে সম্পূর্ণ COVID হাসপাতালে পরিণত করা হবে ।

এদিকে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভের কথা শুনে জেলাশাসক টেলিফোনে জানান, আলোচনা করে বিষয়টি দেখা হবে কেন এই বিক্ষোভ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.