বর্ধমান, 31 অগাস্ট : ফের তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ ঘটনাস্থান পূর্ব বর্ধমান ৷ এর আগে গতকাল 'চায়ে পে চর্চা' অনুষ্ঠানে লেকটাউনের দক্ষিণদাঁড়িতে যান দিলীপ ঘোষ ৷ সেখানে তাঁর উপর হামলা চালানোর চেষ্টা করে তৃণমূল কর্মীরা ৷ আজ তাঁকে কালো পতাকা দেখানো হয় ।
আজ দুপুরে বর্ধমানের লায়ন্স ক্লাবে যান দিলীপ ৷ পথে বর্ধমান গুডশেড রোডে তৃণমূলের পক্ষ থেকে কালো পতাকা দেখানো হয় তাঁকে । পরে লায়ন্স ক্লাবে পৌঁছে সাংবাদিক বৈঠক করেন দিলীপবাবু । সেখান থেকে ফেরার পথে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে তৃণমূল কর্মী সমর্থকরা রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ তাঁর গাড়ি ঘিরে কালো পতাকা দেখানো হয়৷ দেওয়া হয় গো ব্যাক স্লোগানও ৷ এরপর এক তৃণমূল কর্মী তাঁর গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে ৷ পরে দিলীপ ঘোষের গাড়ি সেখান থেকে বেরিয়ে যায় ৷
এর প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করে BJP কর্মী সমর্থকরা । এরপর তৃণমূল কর্মীরা সেখানে জড়ো হয় । এই নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বর্ধমান থানার পুলিশ ৷ তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷ এলাকায় এখনও পুলিশ মোতায়েন রয়েছে ৷
এবিষয়ে দিলীপবাবু বলেন, "ওরা ওদের কাজ করছে ৷ আমরা আমাদের কাজ করছি ৷ আমরা চাইলে দুটো ছেলেকে পাঠাতে পারতাম তারা ওদের হাসপাতালে পাঠিয়ে দিয়ে আসত ৷ কিন্তু আমরা তা করিনি ৷ ওরা ওদের কাজ করুক ৷"