কালনা , 29 ফেব্রুয়ারি : দাম মাত্র 111 টাকা । তাও আবার তাঁতের শাড়ির । তবে এই সুযোগ একমাত্র BPL তালিকাভুক্ত ব্যক্তিরা পেতে চলেছেন । বাংলার তাঁত শিল্প এবং শিল্পীদের বাঁচিয়ে রাখার উদ্দেশ্যেই রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।
একদিকে গরিব মানুষের সুবিধার জন্য, অন্যদিকে রাজ্যের তাঁত শিল্পীদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আজ পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে তাঁতের হাট 'তন্তুজ' শো-রুমের খোলা হয় । এই দোকানেই তাঁতের শাড়ি ছাড়া উন্নত মানের জামদানি ,টাঙ্গাইল, মুর্শিদাবাদের সিল্ক শাড়ি, বেগমপুর, রাজবল্লভের উন্নতমানের শাড়িও পাওয়া যাবে । তাঁতের শাড়ির দাম শুরু হবে 111 টাকা থেকে । BPL তালিকাভুক্ত ব্যক্তিরা কম দামে শাড়ি পাবে । আজ এই শো-রুমের উদ্বোধন করা হয় । উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ ।
আজ এই 'তন্তুজ' শো-রুমের উদ্বোধন করা হয় । উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ । তিনি বলেন , "তাঁত শিল্পীরা যাতে সারা বছর কাজ পায় সেই জন্য এই শো-রুমের উদ্বোধন করা হয়েছে । 111 টাকা থেকে শুরু করে দামী শাড়ি এখানে পাওয়া যাবে । এছাড়া, ধাত্রীগ্রাম, ফুলিয়া, গঙ্গারামপুর, মুর্শিদাবাদের তাঁত শিল্পীদের শাড়ি সরাসরি এখান থেকেই পাওয়া যাবে ।"