রায়না, 2 ডিসেম্বর : রাগের মাথায় বিবির মাথায় মুগুর দিয়ে আঘাত করেছিল ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয়েছিল বিবির ৷ ঘটনার পরেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত শওহর ৷ কিন্তু পরে অনুশোচনা হয় ৷ ঘটনার দু'দিন পর রায়না থানায় গিয়ে দোষ স্বীকার করে আত্মসমর্পণ করে সে ৷
25 বছর আগে জহিরুদ্দিনের সঙ্গে আলেয়া বেগমের বিয়ে হয়েছিল । খেতমজুরের কাজ করত জহিরুদ্দিন । অভাবের সংসার । সংসারে নিত্য অশান্তি লেগেই ছিল । রবিবার রাতেও মিয়া-বিবির মধ্যে অশান্তি হয় । সেই সময় রাগের মাথায় মুগুর দিয়ে বিবির মাথায় বেশ কয়েকবার আঘাত করে জহিরুদ্দিন । মুহূর্তে মেঝেতে লুটিয়ে পড়েন আলেয়া বেগম ৷ ঘটনাস্থানেই মারা যান ৷
ঘটনার পরেই বাড়ি থেকে পালিয়ে যায় জহিরুদ্দিন ৷ রায়না থেকে বর্ধমানে পালিয়ে যায় সে । পরে অনুশোচনা হয় ৷ আজ রায়না থানায় গিয়ে নিজের দোষ স্বীকার করে আত্মসমর্পণ করে সে ৷ তার কথা শুনে পুলিশ প্রথমে বিশ্বাস করতে চায়নি । পরে অবশ্য তাকে গ্রেপ্তার করে পুলিশ ৷
পুলিশ জানিয়েছে, জহিরুদ্দিন পুলিশকে জানিয়েছে প্রথমে পালিয়ে যাওয়ার পরিকল্পনাই করেছিল সে ৷ পরে অনুশোচনা হওয়ায় নিজেই ধরা দেয় ৷