ETV Bharat / state

Trinamool Congress: বুথ সভাপতি কারা, অভিষেক বড় দায়িত্ব দেওয়ার পর প্রশ্ন তৃণমূলের অন্দরেই

author img

By

Published : May 17, 2023, 7:34 PM IST

Updated : May 17, 2023, 8:21 PM IST

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে বুথ সভাপতিদের বাড়তি গুরুত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু এই বুথ সভাপতি কারা, সেই প্রশ্ন তুলেছেন পূর্ব বর্ধমানের জামালপুরের তৃণমূল নেতৃত্বই ৷

Trinamool Congress
Trinamool Congress

পূর্ব বর্ধমান, 17 মে: নবজোয়ার কর্মসূচি থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন বুথ সভাপতিদের । তিনি জানিয়েছেন, বুথ সভাপতিরা জীবন বাজি রেখে রাজনীতি করেন । অথচ তাঁদের কোনও নেতা-মন্ত্রী গুরুত্বই দেন না । পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বুথ সভাপতিদের কথাকে মান্যতা দেওয়া হবে ।

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার পরে তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, বেশিরভাগ ক্ষেত্রে যাঁরা বুথ সভাপতি হচ্ছেন, তাঁরা তৃণমূলের সক্রিয় কর্মী নন । অভিযোগ, কেউ বালির কারবারে যুক্ত, তো কেউ অন্য ব্যবসার সঙ্গে জড়িত ৷ ব্লক সভাপতিরাই মূলত তাঁদের বুথ সভাপতি করেছেন । ফলে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে ।

পূর্ব বর্ধমানের জামালপুরের রাত্রি অধিবেশনে বুথ সভাপতিদের গুরুত্ব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

তিনি বলেন, "যাঁরা বুথের সভাপতি আছেন, যাঁরা রক্ত ঘাম জল এক করে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছেন, তাঁদের নতমস্তকে কৃতজ্ঞতা ও প্রণাম জানাচ্ছি । বিভিন্ন জায়গায় কর্মসূচি করতে গিয়ে উপলব্ধি করেছি, বুথ সভাপতিদের আক্ষেপ ছিল যে নির্বাচন হয়ে গেলে তাঁদের আর গুরুত্ব বা সম্মান দেওয়া হয় না । অথচ নির্বাচনের দিনে জীবন বাজি রেখে রাজনীতি করেন ।’’

অভিষেক দাবি করেন, তাই তিনি সরাসরি বুথ সভাপতিদের সঙ্গে কথা বলতে এসেছেন । তাছাড়া বুথ সভাপতিদের সাধারণ মানুষের সব প্রশ্নে মুখোমুখি হতে হয় ৷ সেই কারণে তিনি বুথ সভাপতিদের কাছ থেকে জানার চেষ্টা করছেন, কাকে প্রার্থী করা উচিত । বুথ সভাপতিরা যাঁকে চাইবে, তৃণমূল তাঁকে প্রার্থী করবে । কোনও নেতা-মন্ত্রীর কথায় কাজ হবে না ।

অভিষেক আরও বলেন, ‘‘এবার থেকে প্রতি তিনমাস অন্তত আমি নিজে পর্যালোচনা করব । এবার আর গ্রাম প্রধান যদি ভাবেন যে প্রধান হয়ে কেউকেটা হয়ে গিয়েছি, তাহলে তিনি ভুল করবেন । এটা এমন একটা দল, যে দলের মহাসচিবকে সরাতে দু’বার ভাবেনি ।"

অভিষেকের এই বক্তব্যের জামালপুরের তৃণমূল ব্লক কমিটির সদস্য প্রদীপ পাল ৷ তিনি বলেন, ‘‘জামালপুরে প্রার্থী বাছাইয়ের জন্য যে ভোট গ্রহণ করা হয় ৷ সেখানে প্রত্যেকটা বুথে দেখা গিয়েছে যারা বুথ সভাপতি হয়েছেন, তাঁরা কেউ বুথ সভাপতি ছিলেন না । অথচ তাঁদের বুথ সভাপতি হিসেবে সাজিয়ে নিয়ে এসে ভোটগ্রহণ করা হয় । কেউ বালি খাদের মালিক, কেউ অন্য ব্যবসা করে । ফলে ভোট লুঠ করেছে তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠী । বিষয়টি নিয়ে আই প্যাক টিমের কাছে অভিযোগ জানিয়েছি ।’’

স্থানীয় তৃণমূল নেত্রী নেহেলা কীর্তনিয়া সাউ বলেন, ‘‘ভোট দেওয়ার আগে আমাকে পুরো গাইডলাইন দেওয়া হয়নি । দেখা গিয়েছে পঞ্চায়েতের প্রার্থীর জন্য বেশ কয়েকজনের জনের নাম লেখার জায়গা ছিল ৷ অথচ আমাকে একটার বেশি নাম লিখতে দেওয়া হয়নি । ফলে একটার বেশি ভোট দিতে পারিনি ।’’ যদিও বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মন্ত্রী মলয় ঘটক, স্বপন দেবনাথরা ।

আরও পড়ুন: অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে কেপমারদের দৌরাত্ম্য, পকেট ফাঁকা নেতা থেকে সাংবাদিকের

পূর্ব বর্ধমান, 17 মে: নবজোয়ার কর্মসূচি থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন বুথ সভাপতিদের । তিনি জানিয়েছেন, বুথ সভাপতিরা জীবন বাজি রেখে রাজনীতি করেন । অথচ তাঁদের কোনও নেতা-মন্ত্রী গুরুত্বই দেন না । পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বুথ সভাপতিদের কথাকে মান্যতা দেওয়া হবে ।

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার পরে তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, বেশিরভাগ ক্ষেত্রে যাঁরা বুথ সভাপতি হচ্ছেন, তাঁরা তৃণমূলের সক্রিয় কর্মী নন । অভিযোগ, কেউ বালির কারবারে যুক্ত, তো কেউ অন্য ব্যবসার সঙ্গে জড়িত ৷ ব্লক সভাপতিরাই মূলত তাঁদের বুথ সভাপতি করেছেন । ফলে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে ।

পূর্ব বর্ধমানের জামালপুরের রাত্রি অধিবেশনে বুথ সভাপতিদের গুরুত্ব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

তিনি বলেন, "যাঁরা বুথের সভাপতি আছেন, যাঁরা রক্ত ঘাম জল এক করে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছেন, তাঁদের নতমস্তকে কৃতজ্ঞতা ও প্রণাম জানাচ্ছি । বিভিন্ন জায়গায় কর্মসূচি করতে গিয়ে উপলব্ধি করেছি, বুথ সভাপতিদের আক্ষেপ ছিল যে নির্বাচন হয়ে গেলে তাঁদের আর গুরুত্ব বা সম্মান দেওয়া হয় না । অথচ নির্বাচনের দিনে জীবন বাজি রেখে রাজনীতি করেন ।’’

অভিষেক দাবি করেন, তাই তিনি সরাসরি বুথ সভাপতিদের সঙ্গে কথা বলতে এসেছেন । তাছাড়া বুথ সভাপতিদের সাধারণ মানুষের সব প্রশ্নে মুখোমুখি হতে হয় ৷ সেই কারণে তিনি বুথ সভাপতিদের কাছ থেকে জানার চেষ্টা করছেন, কাকে প্রার্থী করা উচিত । বুথ সভাপতিরা যাঁকে চাইবে, তৃণমূল তাঁকে প্রার্থী করবে । কোনও নেতা-মন্ত্রীর কথায় কাজ হবে না ।

অভিষেক আরও বলেন, ‘‘এবার থেকে প্রতি তিনমাস অন্তত আমি নিজে পর্যালোচনা করব । এবার আর গ্রাম প্রধান যদি ভাবেন যে প্রধান হয়ে কেউকেটা হয়ে গিয়েছি, তাহলে তিনি ভুল করবেন । এটা এমন একটা দল, যে দলের মহাসচিবকে সরাতে দু’বার ভাবেনি ।"

অভিষেকের এই বক্তব্যের জামালপুরের তৃণমূল ব্লক কমিটির সদস্য প্রদীপ পাল ৷ তিনি বলেন, ‘‘জামালপুরে প্রার্থী বাছাইয়ের জন্য যে ভোট গ্রহণ করা হয় ৷ সেখানে প্রত্যেকটা বুথে দেখা গিয়েছে যারা বুথ সভাপতি হয়েছেন, তাঁরা কেউ বুথ সভাপতি ছিলেন না । অথচ তাঁদের বুথ সভাপতি হিসেবে সাজিয়ে নিয়ে এসে ভোটগ্রহণ করা হয় । কেউ বালি খাদের মালিক, কেউ অন্য ব্যবসা করে । ফলে ভোট লুঠ করেছে তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠী । বিষয়টি নিয়ে আই প্যাক টিমের কাছে অভিযোগ জানিয়েছি ।’’

স্থানীয় তৃণমূল নেত্রী নেহেলা কীর্তনিয়া সাউ বলেন, ‘‘ভোট দেওয়ার আগে আমাকে পুরো গাইডলাইন দেওয়া হয়নি । দেখা গিয়েছে পঞ্চায়েতের প্রার্থীর জন্য বেশ কয়েকজনের জনের নাম লেখার জায়গা ছিল ৷ অথচ আমাকে একটার বেশি নাম লিখতে দেওয়া হয়নি । ফলে একটার বেশি ভোট দিতে পারিনি ।’’ যদিও বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মন্ত্রী মলয় ঘটক, স্বপন দেবনাথরা ।

আরও পড়ুন: অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে কেপমারদের দৌরাত্ম্য, পকেট ফাঁকা নেতা থেকে সাংবাদিকের

Last Updated : May 17, 2023, 8:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.