পূর্বস্থলী, ২৯ এপ্রিল : যা গরম পড়েছে তাতে কয়েক মিনিট কারেন্ট গেলেই হাঁসফাঁস অবস্থা । এর মধ্যে টানা 14 দিন ধরে লোডশেডিংয়ে থাকল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 2 ব্লকের কালেকাতলা 1 পঞ্চায়েতের কাদাপাড়া এলাকা ৷ 14 দিন পর গ্রামে ফিরল বিদ্যুৎ (After 2 week Power come back at the village of Purbasthali) ৷ গ্রামবাসীদের অভিযোগ দু'সপ্তাহ ধরে ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে ছিল । বিদ্যুৎ দফতরকে বারবার জানানো হলেও কোনও কাজ হয়নি । অবশেষে 14 দিন পর শুক্রবার বিকেলে বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসে ট্রান্সফরমার সারিয়ে দিয়ে যায় ৷
তাও ট্রান্সফরমার সারাতে গিয়ে প্রথমে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন বিদ্যুৎ বিভাগের কর্মীরা ৷ কারণ হিসাবে গ্রামবাসীদের অভিযোগ, ট্রান্সফরমার সারাতে মোটা টাকা দাবি করা হয় ৷ যদিও গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত ট্রান্সফরমার সারান কর্মীরা ৷
আরও পড়ুন : Bangaon TMC Leader : নিজের বাড়ি বিদ্যুৎহীন, ট্রান্সফর্মারে তালা লাগালেন তৃণমূল নেত্রী
কালেকাতলা 1 নং পঞ্চায়েতের কাদাপাড়া গ্রামে 180টি পরিবারের বাস । 14 দিন আগে গ্রামের ট্রান্সফরমার পুড়ে যায় । ফলে বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা গ্রাম ৷ ট্রান্সফরমার মেরামত করার জন্য বারবার আবেদন জানিয়েও কোনও লাভ না হওয়ায় এই প্রচণ্ড গরমের মধ্যে খুবই কষ্টে দিন কাটাচ্ছিলেন গ্রামবাসীরা । সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বৃদ্ধ ও শিশুরা । গরম সহ্য করতে না পেরে অনেকেই অসুস্থ হয়ে পড়েন । ফলে বাধ্য হয়ে অনেকেই গাছের তলায় দিন কাটাচ্ছিলেন ৷ স্থানীয় বাসিন্দা সুচন্দ্রা মাইতি বলেন, "ঘরে অসুস্থ রোগী আছে । ডাক্তার তাঁকে ঠান্ডার মধ্যে রাখতে বলেছে । ঘরে বাচ্ছা আছে । আমি নিজেও অন্তঃসত্ত্বা ৷ এতদিন ধরে কারেন্ট না থাকায় খুবই সমস্যায় ছিলাম ৷"
স্থানীয় পঞ্চায়েতের সদস্য অভিজিৎ দাসের কথায়, "ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় বিদ্যুৎ দফতরের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । আমরা সংশ্লিষ্ট অভিযোগ জানাতে গেলে পুলিশি হয়রানির মুখে পড়তে হয় ।"
আরও পড়ুন : Sakshi over Power Crisis : এতগুলো বছর ধরে ঝাড়খণ্ডে বিদ্যুৎ সঙ্কট কেন ? প্রশ্ন করদাতা সাক্ষীর