ETV Bharat / state

মহিলার উপর অ্যাসিড হামলার অভিযোগ , ধৃত ব্যক্তি - কালনায় অ্যাসিড হামলা

নদিয়ার রানাঘাট এলাকার এক ব্যক্তির সঙ্গে ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে । কিন্তু কিছুদিন ধরে ওই মহিলা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতে চাইছিল না ।

Kalna
ছবিটি প্রতীকী
author img

By

Published : Oct 29, 2020, 11:34 AM IST

কালনা, 29 অক্টোবর : কালনায় এক মহিলার উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । পূর্ব বর্ধমান জেলার কালনা থানা এলাকার ঘটনা । স্থানীয়দের অভিযোগ , ওই ব্যক্তির সঙ্গে মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল । অন্যদিকে পরিবারের দাবি , ওই হামলাকারী মহিলাকে কুপ্রস্তাব দিলে তা মানতে চায়নি । এরপরেই তাঁর উপর অ্যাসিড হামলা করা হয় ।

ওই মহিলার স্বামী কৃষ্ণনগরে একটি মিষ্টির দোকানে কাজ করেন । অভিযোগ, তাঁর অনুপস্থিতিতে নদিয়ার রানাঘাট এলাকার এক ব্যক্তির সঙ্গে ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে । কিন্তু কিছুদিন ধরে ওই মহিলা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতে চাইছিল না । এদিকে ওই ব্যক্তি প্রায়ই তাঁর বাড়িতে আসার চেষ্টা করত । পুজোর সময় তাদের মধ্যে অশান্তিও হয়। এরপর বুধবার ওই মহিলা যখন বাড়িতে একা ছিলেন , সেই সময় ওই ব্যক্তি তাঁর গায়ে অ্যাসিড ছুড়ে মারে বলে অভিযোগ । তাঁর চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসে । অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

পুলিশ জানিয়েছে , অ্যাসিড হামলার কথা অস্বীকার করেছে ধৃত ব্যক্তি । তবে তাদের মধ্যে যে সম্পর্ক ছিল , সেই বিষয়ে পুলিশ জানতে পারে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

কালনা, 29 অক্টোবর : কালনায় এক মহিলার উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । পূর্ব বর্ধমান জেলার কালনা থানা এলাকার ঘটনা । স্থানীয়দের অভিযোগ , ওই ব্যক্তির সঙ্গে মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল । অন্যদিকে পরিবারের দাবি , ওই হামলাকারী মহিলাকে কুপ্রস্তাব দিলে তা মানতে চায়নি । এরপরেই তাঁর উপর অ্যাসিড হামলা করা হয় ।

ওই মহিলার স্বামী কৃষ্ণনগরে একটি মিষ্টির দোকানে কাজ করেন । অভিযোগ, তাঁর অনুপস্থিতিতে নদিয়ার রানাঘাট এলাকার এক ব্যক্তির সঙ্গে ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে । কিন্তু কিছুদিন ধরে ওই মহিলা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতে চাইছিল না । এদিকে ওই ব্যক্তি প্রায়ই তাঁর বাড়িতে আসার চেষ্টা করত । পুজোর সময় তাদের মধ্যে অশান্তিও হয়। এরপর বুধবার ওই মহিলা যখন বাড়িতে একা ছিলেন , সেই সময় ওই ব্যক্তি তাঁর গায়ে অ্যাসিড ছুড়ে মারে বলে অভিযোগ । তাঁর চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসে । অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

পুলিশ জানিয়েছে , অ্যাসিড হামলার কথা অস্বীকার করেছে ধৃত ব্যক্তি । তবে তাদের মধ্যে যে সম্পর্ক ছিল , সেই বিষয়ে পুলিশ জানতে পারে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.