বুদবুদ, 27 নভেম্বর : সাতসকালে পূর্ব বর্ধমান জেলার বুদবুদের 2 নম্বর জাতীয় সড়কের উপর দু'নম্বর হাঁসোয়া গেটের কাছে পথ দুর্ঘটনা ৷ ঘটনাস্থানে মৃত্যু হয় দু'জনের ৷ গাড়ির চালক-সহ আহত আরও তিন জনকে রাজবাঁধের এক বেসরকারি হাসপাতালে ভরতি করে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, ভোর রাতে বুদবুদের 2 নম্বর জাতীয় সড়কের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারে ৷ চালক সহ 5 জন ছিলেন গাড়িতে ৷ সকলেই দুর্গাপুরের মৎস্য় ব্যবসায়ী ৷
মৃতদেহগুলি দুর্গাপুর মহকুমা হাসপাতালে আনা হয়। চালক সহ আরও তিন জন গুরুতর আহত ৷ বুদবুদ থানার পুলিশ তাদের উদ্ধার করে রাজবাঁধের এক বেসরকারি হাসপাতালে ভরতি করে ৷