ETV Bharat / state

Abhishek Banerjee: নবজোয়ার বদলাল জনজোয়ারে, অভিষেকের কর্মসূচিতে উপচে পড়ল ভিড় - এজেন্সি এবং বিরোধীদের ঢক্কানিনাদে

কেতুগ্রামে অভিষেকের রোড শো'তে জনজোয়ার ৷ এজেন্সি এবং বিরোধীদের ঢক্কানিনাদে কাজ হয়নি বলে পালটা কটাক্ষ ছুঁড়ে দিচ্ছে বিরোধীরা ৷

Etv Bharat
অভিষেকের কর্মসূচি
author img

By

Published : May 12, 2023, 6:15 PM IST

অভিষেকের কর্মসূচিতে উপচে পড়ল ভিড়

কেতুগ্রাম, 12 মে: একের পর এক দুর্নীতির অভিযোগে জেরবার দল ৷ প্রতিদিনই প্রায় কোনও না কোনও এজেন্সির জেরার মুখে পড়তে হচ্ছে দলের নেতা-মন্ত্রী-বিধায়কদের ৷ আর তা নিয়েই আসরে নেমেছে বিরোধীরা ৷ যদিও দলের ভাবমূর্তি অটুট আছে বলেই দাবি করেছে তৃণমূলের শীর্ষ নেতারা ৷ এবার নবজোয়ার যাত্রায় কেতুগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় পা রাখতেই মানুষের ঢল কার্যত আছড়ে পড়ল । যা দেখে রীতিমতো আপ্লুত তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

নবজোয়ার কর্মসূচিতে শুক্রবার বীরভূম থেকে বর্ধমানে আসেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এদিন দুপুর প্রায় সাড়ে তিনটে নাগাদ কেতুগ্রামের ফুটিসাঁকো মোড় থেকে রোড-শো শুরু করেন অভিষেক। যেভাবে কাতারে কাতারে মানুষ রোড-শোয় সামিল হয়েছিলেন, তা সামলাতে রীতিমতো হিমসিম খেতে হয় পুলিশ-প্রশাসনকে। তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর, যেহেতু পূর্ব বর্ধমান জেলার 23টি ব্লকের মধ্যে কেতুগ্রাম, মঙ্গলকোট ও আউশগ্রাম ছিল অনুব্রত মণ্ডলের গড় ৷ এর আগে ওই তিন ব্লকে তৃণমূল কংগ্রেসের সভা মানেই ছিল অনুব্রত মণ্ডলের সভা। তাই জেলা সফর শুরু হিসাবে কেতুগ্রামকেই বেছে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল কংগ্রেসের অন্য কোনও নেতা-মন্ত্রীকে সেভাবে ওই তিন ব্লক ও বিধানসভায় সভা করতে দেখা যায়নি ।

এমনকী তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিরও ওই তিন ব্লকের সংগঠনে নাক গলানোর অধিকার ছিল না। জেলা নেতৃত্বের দাবি, ফলে অনুব্রতহীন অবস্থায় ওই ব্লকগুলির অবস্থা কী, মানুষের সাড়া কেমন সমস্ত কিছু পরখ করে দেখতেই কেতুগ্রামে রোড-শোয় অংশ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দলের জেলা নেতৃত্ব জানাচ্ছে, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চারদিকে মানুষের তিল ধারণের জায়গা ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য রাস্তার দু'পাশে, বাড়ির ছাদে, দোকানের ছাদে এমনকী দূরের গাছেও মানুষজনকে উঠতে দেখা যায়।

হাতের কাছে অভিষেককে পেয়ে রীতিমতো আপ্লুত এলাকার মানুষ। অনেকের অভাব অভিযোগ থাকলেও এদিন তারা অভিষেককে দেখার জন্য কয়েক ঘণ্টা ধরে গরমের মধ্যে অপেক্ষা করেছে। তৃণমূল কংগ্রেসের মতে, দলীয় নেতৃত্ব ও স্থানীয় বাসিন্দারা তাদের নেতাকে আন্তরিকতার সঙ্গে আপন করে নিয়েছেন। তাদের পূর্ণ সমর্থনে জনসংযোগ যাত্রা সার্বিকভাবে সাফল্য লাভ করেছে বলে দাবি দলীয় নেতৃত্বের। এছাড়া সাধারণ মানুষ সরকারি পরিষেবা ও সংশ্লিষ্ট প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন বলে দাবি তৃণমূলের। রোড-শো শেষে কেতুগ্রামের পাঁচুন্দিতে জনসভায় যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: কুন্তলের চিঠি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদে এখনও স্থগিতাদেশ দিল না হাইকোর্ট

অভিষেকের কর্মসূচিতে উপচে পড়ল ভিড়

কেতুগ্রাম, 12 মে: একের পর এক দুর্নীতির অভিযোগে জেরবার দল ৷ প্রতিদিনই প্রায় কোনও না কোনও এজেন্সির জেরার মুখে পড়তে হচ্ছে দলের নেতা-মন্ত্রী-বিধায়কদের ৷ আর তা নিয়েই আসরে নেমেছে বিরোধীরা ৷ যদিও দলের ভাবমূর্তি অটুট আছে বলেই দাবি করেছে তৃণমূলের শীর্ষ নেতারা ৷ এবার নবজোয়ার যাত্রায় কেতুগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় পা রাখতেই মানুষের ঢল কার্যত আছড়ে পড়ল । যা দেখে রীতিমতো আপ্লুত তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

নবজোয়ার কর্মসূচিতে শুক্রবার বীরভূম থেকে বর্ধমানে আসেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এদিন দুপুর প্রায় সাড়ে তিনটে নাগাদ কেতুগ্রামের ফুটিসাঁকো মোড় থেকে রোড-শো শুরু করেন অভিষেক। যেভাবে কাতারে কাতারে মানুষ রোড-শোয় সামিল হয়েছিলেন, তা সামলাতে রীতিমতো হিমসিম খেতে হয় পুলিশ-প্রশাসনকে। তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর, যেহেতু পূর্ব বর্ধমান জেলার 23টি ব্লকের মধ্যে কেতুগ্রাম, মঙ্গলকোট ও আউশগ্রাম ছিল অনুব্রত মণ্ডলের গড় ৷ এর আগে ওই তিন ব্লকে তৃণমূল কংগ্রেসের সভা মানেই ছিল অনুব্রত মণ্ডলের সভা। তাই জেলা সফর শুরু হিসাবে কেতুগ্রামকেই বেছে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল কংগ্রেসের অন্য কোনও নেতা-মন্ত্রীকে সেভাবে ওই তিন ব্লক ও বিধানসভায় সভা করতে দেখা যায়নি ।

এমনকী তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিরও ওই তিন ব্লকের সংগঠনে নাক গলানোর অধিকার ছিল না। জেলা নেতৃত্বের দাবি, ফলে অনুব্রতহীন অবস্থায় ওই ব্লকগুলির অবস্থা কী, মানুষের সাড়া কেমন সমস্ত কিছু পরখ করে দেখতেই কেতুগ্রামে রোড-শোয় অংশ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দলের জেলা নেতৃত্ব জানাচ্ছে, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চারদিকে মানুষের তিল ধারণের জায়গা ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য রাস্তার দু'পাশে, বাড়ির ছাদে, দোকানের ছাদে এমনকী দূরের গাছেও মানুষজনকে উঠতে দেখা যায়।

হাতের কাছে অভিষেককে পেয়ে রীতিমতো আপ্লুত এলাকার মানুষ। অনেকের অভাব অভিযোগ থাকলেও এদিন তারা অভিষেককে দেখার জন্য কয়েক ঘণ্টা ধরে গরমের মধ্যে অপেক্ষা করেছে। তৃণমূল কংগ্রেসের মতে, দলীয় নেতৃত্ব ও স্থানীয় বাসিন্দারা তাদের নেতাকে আন্তরিকতার সঙ্গে আপন করে নিয়েছেন। তাদের পূর্ণ সমর্থনে জনসংযোগ যাত্রা সার্বিকভাবে সাফল্য লাভ করেছে বলে দাবি দলীয় নেতৃত্বের। এছাড়া সাধারণ মানুষ সরকারি পরিষেবা ও সংশ্লিষ্ট প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন বলে দাবি তৃণমূলের। রোড-শো শেষে কেতুগ্রামের পাঁচুন্দিতে জনসভায় যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: কুন্তলের চিঠি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদে এখনও স্থগিতাদেশ দিল না হাইকোর্ট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.