ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, গ্রেপ্তারের পর জামিন যুবকের - undefined

পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন ওই যুবক।

বিবেকানন্দ পাল
author img

By

Published : Feb 7, 2019, 1:33 AM IST

বর্ধমান, ৭ ফেব্রুয়ারি : ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর পোস্টের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। নাম বিবেকানন্দ পাল। তিনি স্থানীয় BJP কর্মী বলে পরিচিত। বাড়ি বাবুরবাগের শান্তি কলোনিতে।

রাজ্যের মুখ্যমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে অশ্লীল ছবি পোস্ট ও মন্তব্য করে বিবেকানন্দ। পাশাপাশি অপর একটি পোস্টে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করে। অন্যদিকে, কানাইনাটশালের বাসিন্দা তাপস কর্মকার বিবেকানন্দের এই পোস্টে আপত্তি করেন। সন্ধের দিকে তাপসের সঙ্গে বিবেকানন্দের দেখা হয়। তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এরপর কয়েকজন মিলে বিবেকানন্দকে আটকে রেখে পুলিশে খবর দেয়। তাপস কর্মকারের অভিযোগের ভিত্তিতে পুলিশ বিবেকানন্দকে গ্রেপ্তার করে।

গতকাল বিবেকানন্দকে পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হয়। ধৃতের হয়ে আইনজীবী কমল দত্ত ও শর্মিষ্ঠা সামন্ত জামিনের আবেদন করেন। জামিন মঞ্জুর করেন বিচারপতি রতনকুমার গুপ্তা।

বর্ধমান, ৭ ফেব্রুয়ারি : ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর পোস্টের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। নাম বিবেকানন্দ পাল। তিনি স্থানীয় BJP কর্মী বলে পরিচিত। বাড়ি বাবুরবাগের শান্তি কলোনিতে।

রাজ্যের মুখ্যমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে অশ্লীল ছবি পোস্ট ও মন্তব্য করে বিবেকানন্দ। পাশাপাশি অপর একটি পোস্টে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করে। অন্যদিকে, কানাইনাটশালের বাসিন্দা তাপস কর্মকার বিবেকানন্দের এই পোস্টে আপত্তি করেন। সন্ধের দিকে তাপসের সঙ্গে বিবেকানন্দের দেখা হয়। তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এরপর কয়েকজন মিলে বিবেকানন্দকে আটকে রেখে পুলিশে খবর দেয়। তাপস কর্মকারের অভিযোগের ভিত্তিতে পুলিশ বিবেকানন্দকে গ্রেপ্তার করে।

গতকাল বিবেকানন্দকে পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হয়। ধৃতের হয়ে আইনজীবী কমল দত্ত ও শর্মিষ্ঠা সামন্ত জামিনের আবেদন করেন। জামিন মঞ্জুর করেন বিচারপতি রতনকুমার গুপ্তা।

RESTRICTION SUMMARY: NO ACCESS TURKEY / ARCHIVE UNTIL FEB. 6, 2021 / NO SCREEN GRABS / TV AND INTERNET USE PERMITTED
SHOTLIST:
++CLIENTS PLEASE NOTE++
++A DECISION WAS TAKEN BY THE ISTANBUL ANATOLIAN CHIEF PROSECUTION FOR A BROADCAST BAN / MEDIA BLACKOUT OVER THE CONTINUING INVESTIGATION OF THE COLLAPSE OF AN EIGHT-STOREY BUILDING IN KARTAL DISTRICT OF ISTANBUL++
++CLIENTS ARE ADVISED TO SEEK THEIR OWN LEGAL ADVICE IF THEY INTEND TO TRANSMIT MATERIAL ALREADY SUPPLIED BY THE AP AND ONGOING NEWS COVERAGE OF THIS SPECIFIC INCIDENT BACK INTO TURKEY.++
IHA - NO ACCESS TURKEY / ARCHIVE UNTIL FEB. 6, 2021 / NO SCREEN GRABS / TV AND INTERNET USE PERMITTED
Istanbul - 6 February 2019
1. CCTV video showing moment of building collapse, pedestrians fleeing, dust filling the air ++MUTE++
2. Mid of men crying, hugging after building collapse
3. Various of aftermath of building collapse, rubble, emergency officials at collapse site, people crying and onlookers  
STORYLINE:
Security camera footage shows the moment an eight-storey building collapsed in Istanbul on Wednesday, killing at least one person and trapping several others inside the rubble, according to Turkish media reports.
The building had 43 people living in 14 apartments, with a street-level ground floor and seven higher floors, Istanbul Governor Ali Yerlikaya said, adding that the top three floors had been built illegally.
It was not immediately clear how many people were trapped in the wreckage.
Turkish emergency authorities dispatched several rescue teams and medics to the site on the Asian side of Istanbul in the mostly residential Kartal district.
Three people were brought out of the rubble with injuries and hospitalised, HaberTurk television reported.
Security camera footage broadcast on Turkish broadcast IHA showed several people, including schoolchildren with backpacks, running away from the site as the building tumbled down and a cloud of dust engulfed the area about 4 p.m. (13:00 GMT)
The chief prosecutor's office said it launched an investigation into the collapse of the 27-year-old building.
NTV television said rescue teams from the neighbouring provinces of Bursa and Sakarya were sent in to assist.
Authorities sealed off the area as crowds gathered to watch or help with the rescue operation.
Yerlikaya urged people to vacate the scene to let rescuers operate more effectively.
Turkey's broadcasting watchdog later announced the prosecutor's office had ordered a media blackout, citing the ongoing investigation into the collapse.
Turkish television stations immediately ended live broadcasts from the scene.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.