কালনা, 5 সেপ্টেম্বর : এবার লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলাপে হাজির স্বয়ং দেবী 'লক্ষ্মী' ৷ শনিবার তেমনটা দেখা গেল পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রাম বালিকা বিদ্যালয়ে । যা মহিলা নজর কেড়েছে ফর্ম ফিলাপ করতে আসা গ্রাহকদের ।
রাজ্যজুড়ে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের ফর্ম ফিলাপ শুরু হয়েছে । জেলায় জেলায় এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে সকাল থেকে লম্বা লাইনে অপেক্ষা করছেন গ্রাহকরা । এই ফর্ম ফিলাপ নিয়ে কোথাও কোথাও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলেও সব মিলিয়ে খুশি রাজ্যের মহিলারা ।
শনিবার কালনার ধাত্রীগ্রাম বালিকা বিদ্যালয়ে এই প্রকল্পের কাজ চলছিল । সেখানে ফর্ম ফিলাপের জায়গায় দেখা গেল দেবী লক্ষ্মীর সাজে সজ্জিত এক মহিলা বসে রয়েছেন ৷ তিনি গ্রাহকদের ফর্ম ফিলাপে সহযোগিতা করছিলেন ৷ তাঁদের সুবিধে-অসুবিধে নানাবিধ প্রশ্ন শুনে তার সমাধান বাতলে দিচ্ছিলেন ৷ জানা গিয়েছে, লক্ষ্মী রূপী ওই মহিলা মৌসুমী অধিকারী । তিনি নদিয়ার শান্তিপুরের বাসিন্দা ।
আরও পড়ুন : Lakshmi Bhandar Scheme : ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ঘুম কেড়েছে সিপিএমের, বিরোধিতার প্রশ্নে বাড়ছে দ্বিধা
ফর্ম ফিলাপ করতে আসা স্থানীয় বাসিন্দা বৈশাখী বিবি বলেন, "মুখ্যমন্ত্রী আমাদের জন্য চিন্তাভাবনা করেন । এদিন তো খোদ মা লক্ষ্মীই ক্যাম্পে হাজির ছিলেন । আমার খুব ভাল লাগছে ।" ধাত্রীগ্রাম পঞ্চায়েতের প্রধান সৌমিত্র গুপ্ত বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প-ক্যাম্পে মহিলাদের সহযোগিতা করতে হাজির ছিলেন স্বয়ং মা লক্ষ্মী । এই সহযোগিতা পেয়ে খুশি গ্রামবাসীরা ।"