পূর্বস্থলী, 4 মে : করোনায় আক্রান্ত হয়ে বাড়িতেই মৃত্যু হল এক মহিলার । কিন্তু সোমবার রাত থেকে আজ বেলা পর্যন্ত তাঁর মৃতদেহ বাড়িতে পড়ে থাকলেও প্রশাসনের তরফে নিয়ে যাওয়ার জন্য কোনও গাড়ি পাঠানো হয়নি । এর জেরে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বরের ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের বেলঘড়িয়া গ্রামে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম চন্দনা পাল (50) । ওই মহিলা অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁর করোনা পরীক্ষায় রিপোর্ট পজ়িটিভ আসে । অভিযোগ, হাসপাতালে বেড না থাকায় তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ।
আরও পড়ুন : আমডাঙায় বিজেপি কর্মীর করোনা আক্রান্ত বাবাকে মারধরের অভিযোগ, মৃত্যু মায়ের
এরপর তিনি গতকাল রাতে বাড়িতেই মারা যান । এ খবর জানাজানি হতেই গ্রামের মানুষেরা আতঙ্কে ভুগতে শুরু করেন । তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ঘটনার কথা জানান । কিন্তু রাত থেকে বেলা হয়ে গেলেও মৃতদেহ নিয়ে যাওয়ার কোনও ব্যবস্থা করেনি প্রশাসন বলে অভিযোগ ।