ETV Bharat / state

বাড়ির উপর বালির লরি উলটে মৃত 3, স্থানীয়দের বিক্ষোভে উত্তপ্ত জামালপুর - পূর্ব বর্ধমানের জ‍্যোৎশ্রীরাম পঞ্চায়েত

পূর্ব বর্ধমানের জামালপুর থানা এলাকায় একটি বাড়ির উপর বালির লরি উলটে মৃত্যু হল তিন জনের ।

A sand lorry overturned and crushed a mud house
বালির লরি উলটে মৃত্যু পরিবারের দুজনের
author img

By

Published : Nov 6, 2020, 7:24 AM IST

Updated : Nov 6, 2020, 9:24 AM IST

জামালপুর, 6 নভেম্বর : একটি মাটির বাড়ির উপর বালির লরি উলটে দুর্ঘটনা । ঘটনাস্থানে চাপা পড়ে মৃত্যু হল তিন জনের । দুর্ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের জ‍্যোৎশ্রীরাম পঞ্চায়েতের মুইদিপুর এলাকা । খবর পেয়ে ঘটনাস্থানে জামালপুর থানার পুলিশ এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ।

স্থানীয় এক বাসিন্দা বলেন, "রাতে আওয়াজ শুনে ছুটে আসি । এসে দেখি বালির লরি একটা ঘরের উপর উলটে গেছে । সেই সময় বাড়িতে চারজন ঘুমাচ্ছিল । সকলেই চাপা পড়ে যায় । তারা সকলেই দিনমজুরের কাজ করে ।"

বাড়ির উপর বালির লরি উলটে মৃত 3

খবর পেয়ে আশপাশের বাসিন্দারা দুর্ঘটনাস্থানে আসেন । উদ্ধারকাজে হাত লাগান তাঁরা । কোনওরকমে বাড়ির কর্তা বাইরে বেরিয়ে আসেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিয়োগ ।

জামালপুর, 6 নভেম্বর : একটি মাটির বাড়ির উপর বালির লরি উলটে দুর্ঘটনা । ঘটনাস্থানে চাপা পড়ে মৃত্যু হল তিন জনের । দুর্ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের জ‍্যোৎশ্রীরাম পঞ্চায়েতের মুইদিপুর এলাকা । খবর পেয়ে ঘটনাস্থানে জামালপুর থানার পুলিশ এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ।

স্থানীয় এক বাসিন্দা বলেন, "রাতে আওয়াজ শুনে ছুটে আসি । এসে দেখি বালির লরি একটা ঘরের উপর উলটে গেছে । সেই সময় বাড়িতে চারজন ঘুমাচ্ছিল । সকলেই চাপা পড়ে যায় । তারা সকলেই দিনমজুরের কাজ করে ।"

বাড়ির উপর বালির লরি উলটে মৃত 3

খবর পেয়ে আশপাশের বাসিন্দারা দুর্ঘটনাস্থানে আসেন । উদ্ধারকাজে হাত লাগান তাঁরা । কোনওরকমে বাড়ির কর্তা বাইরে বেরিয়ে আসেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিয়োগ ।

Last Updated : Nov 6, 2020, 9:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.