বর্ধমান, 12 জুন : বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে ফেক ই-মেল ID তৈরি করে ওই ID থেকে পাঠানো হয়েছে মেল । ওই ID থেকে অনেকের থেকে টাকা এবং উপহার চাওয়ার অভিযোগ উঠল । পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করে বর্ধমান বিশ্ববিদ্যালয় । ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ ।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহার নামে একটি ভুয়ো মেল ID খোলা হয়েছে । ওই ID থেকে একাধিক মানুষকে মিথ্যে কথা বলে প্রভাবিত করে মেল পাঠানো হয়েছে ।
এমনকী ওই ভুয়ো মেল থেকে টাকা পয়সা, উপহার চেয়ে একাধিক ব্যক্তিকে মেল করা হয়েছে । ফলে বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ওই মেল ID বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নয় । উপাচার্যের নামে একটা ভুয়ো মেল ID খুলে এরকম কাজ করা হয়েছে । বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে । সকলকে ভুয়ো মেল ID সম্বন্ধে সতর্ক করা হয়েছে ।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে । কোন কোন ID-এ মেল পাঠানো হয়েছিল সব কিছুই খতিয়ে দেখছে পুলিশ । প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, আই-প্যাডের দ্বারা কয়েকটি মেল পাঠানো হয়েছে ।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে ভুয়ো মেল ID, তদন্তে পুলিশ - burdwan news
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহার নামে একটি ভুয়ো মেল ID খোলা হয়েছে । ওই ID থেকে একাধিক ID-তে দামি উপহার এবং টাকা চেয়ে মেল পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় ।
বর্ধমান, 12 জুন : বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে ফেক ই-মেল ID তৈরি করে ওই ID থেকে পাঠানো হয়েছে মেল । ওই ID থেকে অনেকের থেকে টাকা এবং উপহার চাওয়ার অভিযোগ উঠল । পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করে বর্ধমান বিশ্ববিদ্যালয় । ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ ।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহার নামে একটি ভুয়ো মেল ID খোলা হয়েছে । ওই ID থেকে একাধিক মানুষকে মিথ্যে কথা বলে প্রভাবিত করে মেল পাঠানো হয়েছে ।
এমনকী ওই ভুয়ো মেল থেকে টাকা পয়সা, উপহার চেয়ে একাধিক ব্যক্তিকে মেল করা হয়েছে । ফলে বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ওই মেল ID বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নয় । উপাচার্যের নামে একটা ভুয়ো মেল ID খুলে এরকম কাজ করা হয়েছে । বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে । সকলকে ভুয়ো মেল ID সম্বন্ধে সতর্ক করা হয়েছে ।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে । কোন কোন ID-এ মেল পাঠানো হয়েছিল সব কিছুই খতিয়ে দেখছে পুলিশ । প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, আই-প্যাডের দ্বারা কয়েকটি মেল পাঠানো হয়েছে ।