ETV Bharat / state

Raju Jha Killed: রাজু ঝা খুনকাণ্ডে দুষ্কৃতীদের গাড়ির নম্বর ভুয়ো, পরিকল্পিত খুন বলে অনুমান পুলিশের - রাজু ঝায়ের খুনকাণ্ডে দুষ্কৃতীদের গাড়ির নম্বর ভুয়ো

যে গাড়ি থেকে শক্তিগড়ে বিজেপি নেতা রাজু ঝা'কে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল, সেই গাড়িটি রাস্তার ধার থেকে উদ্ধার করেছে পুলিশ ৷ দুষ্কৃতীরা গাড়িটি ফেলে অন্য কোথাও গা-ঢাকা দিয়েছে বলে অনুমান করছে পুলিশ ।

Raju Jha Killed
রাজু ঝায়ের খুনকাণ্ডে দুষ্কৃতীদের গাড়ির নম্বর ভুয়ো
author img

By

Published : Apr 2, 2023, 3:05 PM IST

শক্তিগড়, 2 এপ্রিল: কয়লা মাফিয়া রাজু ঝা'কে গুলি করে খুনের ঘটনায় ব্যবহৃত গাড়িটি উদ্ধার করেছে পুলিশ । রবিবার সকালে শক্তিগড়ের জাতীয় সড়কের ধার থেকে ওই নীল গাড়িটি উদ্ধার করে পুলিশ । যদিও গাড়ির নম্বর প্লেটটি ভুয়ো বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে যে গাড়িতে করে রাজু ঝা কলকাতার দিকে যাচ্ছিলেন সেই গাড়ি গরু পাচারে অভিযুক্ত এনামুল ঘনিষ্ঠ আব্দুল লতিফের বলে জানতে পেরেছে পুলিশ ।

শনিবার রাতে সাদা ফরচুনা গাড়িতে করে কলকাতার দিকে যাচ্ছিলেন কুখ্যাত কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝা । সেই সময় তার গাড়ির পিছু নেয় করে উদ্ধার হওয়া নীল গাড়িটি । ওই গাড়িতেই আততায়ীরা ছিল বলে পুলিশের অনুমান ৷ ওই গাড়ি থেকেই রাজুকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় । এরপর গাড়িটা কলকাতার দিকে চলে যায় । এদিকে গুলির শব্দ কানে যেতেই আশেপাশের মানুষজন এসে দেখেন গাড়িতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । এদিকে পুলিশ নাকাচেকিং করতে পারে তা বুঝতে পেরে শক্তিগড় স্টেশন সংলগ্ন জাতীয় সড়কের ধারেই গাড়ি রেখে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অনুমান পুলিশের।

গাড়িটির নম্বর (WB06P 3454) পরীক্ষা করার পর তা নকল বলে জানতে পেরেছে পুলিশ । এদিকে যে সাদা গাড়িতে চেপে রাজু ঝা কলকাতার দিকে যাচ্ছিল সেই গাড়িটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে । জানা গিয়েছে, গাড়িটি 2020 সালে বোলপুর আরটিও থেকে রেজিস্টার করা হয় । ওই নীল গাড়ির মধ্যে থেকে বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, রীতিমতো পরিকল্পনা করেই রাজু ঝা'কে খুন করেছে দুষ্কৃতীরা ৷ তার গতিবিধির উপরে বেশ কিছুদিন ধরেই নজর ছিল দুষ্কৃতীদের । ঘটনার সময় রাজু ঝা'এর ড্রাইভার গাড়ি থেকে নেমে কেন বাইরে দাঁড়িয়েছিলেন তাও ভাবাচ্ছে পুলিশকে ।

আরও পড়ুন: একুশের বিধানসভা নির্বাচনের আগে পদ্ম শিবিরে যোগদান, কে এই নিহত বিজেপি নেতা রাজু ঝা ?

সেই সময় গাড়ির পিছনের সিটে বসে থাকা ব্রতীন মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির হাতে গুলি লাগে । পুলিশকে বোকা বানানোর জন্য গাড়ির নম্বরও বদলে ফেলে দুষ্কতীরা । প্রসঙ্গত, শনিবার রাতে দু'নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা যাওয়ার পথে শক্তিগড়ে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হন কুখ্যাত রাজু ঝা । তার বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগ দীর্ঘদিনের । শক্তিগড়ের কাছে রাজু ঝা'য়ের গাড়ির সামনে থেকে অন্য একটা নীল গাড়ি থেকে তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় । গাড়ির ভিতরেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাজু ।

শক্তিগড়, 2 এপ্রিল: কয়লা মাফিয়া রাজু ঝা'কে গুলি করে খুনের ঘটনায় ব্যবহৃত গাড়িটি উদ্ধার করেছে পুলিশ । রবিবার সকালে শক্তিগড়ের জাতীয় সড়কের ধার থেকে ওই নীল গাড়িটি উদ্ধার করে পুলিশ । যদিও গাড়ির নম্বর প্লেটটি ভুয়ো বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে যে গাড়িতে করে রাজু ঝা কলকাতার দিকে যাচ্ছিলেন সেই গাড়ি গরু পাচারে অভিযুক্ত এনামুল ঘনিষ্ঠ আব্দুল লতিফের বলে জানতে পেরেছে পুলিশ ।

শনিবার রাতে সাদা ফরচুনা গাড়িতে করে কলকাতার দিকে যাচ্ছিলেন কুখ্যাত কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝা । সেই সময় তার গাড়ির পিছু নেয় করে উদ্ধার হওয়া নীল গাড়িটি । ওই গাড়িতেই আততায়ীরা ছিল বলে পুলিশের অনুমান ৷ ওই গাড়ি থেকেই রাজুকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় । এরপর গাড়িটা কলকাতার দিকে চলে যায় । এদিকে গুলির শব্দ কানে যেতেই আশেপাশের মানুষজন এসে দেখেন গাড়িতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । এদিকে পুলিশ নাকাচেকিং করতে পারে তা বুঝতে পেরে শক্তিগড় স্টেশন সংলগ্ন জাতীয় সড়কের ধারেই গাড়ি রেখে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অনুমান পুলিশের।

গাড়িটির নম্বর (WB06P 3454) পরীক্ষা করার পর তা নকল বলে জানতে পেরেছে পুলিশ । এদিকে যে সাদা গাড়িতে চেপে রাজু ঝা কলকাতার দিকে যাচ্ছিল সেই গাড়িটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে । জানা গিয়েছে, গাড়িটি 2020 সালে বোলপুর আরটিও থেকে রেজিস্টার করা হয় । ওই নীল গাড়ির মধ্যে থেকে বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, রীতিমতো পরিকল্পনা করেই রাজু ঝা'কে খুন করেছে দুষ্কৃতীরা ৷ তার গতিবিধির উপরে বেশ কিছুদিন ধরেই নজর ছিল দুষ্কৃতীদের । ঘটনার সময় রাজু ঝা'এর ড্রাইভার গাড়ি থেকে নেমে কেন বাইরে দাঁড়িয়েছিলেন তাও ভাবাচ্ছে পুলিশকে ।

আরও পড়ুন: একুশের বিধানসভা নির্বাচনের আগে পদ্ম শিবিরে যোগদান, কে এই নিহত বিজেপি নেতা রাজু ঝা ?

সেই সময় গাড়ির পিছনের সিটে বসে থাকা ব্রতীন মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির হাতে গুলি লাগে । পুলিশকে বোকা বানানোর জন্য গাড়ির নম্বরও বদলে ফেলে দুষ্কতীরা । প্রসঙ্গত, শনিবার রাতে দু'নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা যাওয়ার পথে শক্তিগড়ে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হন কুখ্যাত রাজু ঝা । তার বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগ দীর্ঘদিনের । শক্তিগড়ের কাছে রাজু ঝা'য়ের গাড়ির সামনে থেকে অন্য একটা নীল গাড়ি থেকে তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় । গাড়ির ভিতরেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাজু ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.