ETV Bharat / state

বর্ধমানে নতুন করে আক্রান্ত 77, মোট 1080

একদিনে নতুন করে আক্রান্ত 77 জন । মোট আক্রান্তের সংখ্যা 1080 । মৃতের সংখ্যা 23 ।

77 new covid positive cases are found in Burdawn
77 new covid positive cases are found in Burdawn
author img

By

Published : Aug 3, 2020, 11:08 PM IST

Updated : Aug 4, 2020, 12:06 AM IST

বর্ধমান, 3 অগাস্ট : বর্ধমান জেলায় নতুন করে 77 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1080 । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1 জনের । মোট মৃতের সংখ্যা 23 ।

জেলায় নতুন আক্রান্তদের মধ্যে বর্ধমান পৌরসভা এলাকার 49 জন, বর্ধমান 1 ব্লকে 3 জন, বর্ধমান 2 ব্লক, ভাতার, গলসি-১, গলসি-২ ব্লকে 1 জন করে, কালনা 1 ব্লকে ৯ জন, কালনা 2 ব্লকে 3 জন , কালনা পৌরসভা এলাকায় 5 জন, খণ্ডঘোষ, মন্তেশ্বর, রায়না ও জামালপুর ব্লকে একজন করে আক্রান্ত হয়েছেন ।

জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, আক্রান্তদের মধ্যে 355 জনের চিকিৎসা চলছে । 702 জন সুস্থ হয়ে গেছে । জেলায় এখনও পর্যন্ত 538 জনকে কোয়ারানটাইন সেন্টারগুলিতে পাঠানো হয়েছে । হোম কোয়ারানটাইনে রয়েছে 2319 জন ।

পরিস্থিতি যেভাবে খারাপের দিকে যাচ্ছে তাতে চিন্তিত জেলা প্রশাসন । প্রয়োজন হলে ফের লকডাউনের সিদ্ধান্ত নিতে পারে জেলা প্রশাসন ।

বর্ধমান, 3 অগাস্ট : বর্ধমান জেলায় নতুন করে 77 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1080 । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1 জনের । মোট মৃতের সংখ্যা 23 ।

জেলায় নতুন আক্রান্তদের মধ্যে বর্ধমান পৌরসভা এলাকার 49 জন, বর্ধমান 1 ব্লকে 3 জন, বর্ধমান 2 ব্লক, ভাতার, গলসি-১, গলসি-২ ব্লকে 1 জন করে, কালনা 1 ব্লকে ৯ জন, কালনা 2 ব্লকে 3 জন , কালনা পৌরসভা এলাকায় 5 জন, খণ্ডঘোষ, মন্তেশ্বর, রায়না ও জামালপুর ব্লকে একজন করে আক্রান্ত হয়েছেন ।

জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, আক্রান্তদের মধ্যে 355 জনের চিকিৎসা চলছে । 702 জন সুস্থ হয়ে গেছে । জেলায় এখনও পর্যন্ত 538 জনকে কোয়ারানটাইন সেন্টারগুলিতে পাঠানো হয়েছে । হোম কোয়ারানটাইনে রয়েছে 2319 জন ।

পরিস্থিতি যেভাবে খারাপের দিকে যাচ্ছে তাতে চিন্তিত জেলা প্রশাসন । প্রয়োজন হলে ফের লকডাউনের সিদ্ধান্ত নিতে পারে জেলা প্রশাসন ।

Last Updated : Aug 4, 2020, 12:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.