ETV Bharat / state

পূর্ব বর্ধমানে কোরোনায় নতুন করে আক্রান্ত 74

author img

By

Published : Aug 17, 2020, 10:22 PM IST

মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1 হাজার 884 । এদের মধ্যে 445 জনের চিকিৎসা চলছে, 1 হাজার 401 জন সুস্থ হয়েছেন।

New corona infected in East Bardhaman
পূর্ব বর্ধমান

বর্ধমান, 17 আগস্ট: পূর্ব বর্ধমানে নতুন করে কোরোনা আক্রান্ত হলেন 74 জন। এর ফলে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা হল উনিশশো প্রায় । গত 24 ঘণ্টায় মৃত্যুও হয়েছে 2 জনের ।

জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় 74 জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1 হাজার 884 । এদের মধ্যে 445 জনের চিকিৎসা চলছে, 1 হাজার 401 জন সুস্থ হয়ে ওঠায় তাদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে নতুন করে 2 জনের মৃত্যুর পর জেলায় কোরোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হল 38।

জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী এদিন বর্ধমান পৌরসভার 15 জন, কাঁটোয়া পৌরসভায় 6 জন, দাইহাট পৌরসভায় 1 জন, গুসকরা পৌরসভায় 1 জন, আউশগ্রাম 1 ব্লকে 2 জন, আউসগ্রাম 2 ব্লকে 2 জন, ভাতারে 1 জন, বর্ধমান 1 ব্লকে 2 জন, বর্ধমান 2 ব্লকে 3 জন, গলসি 1 ব্লকে 1 জন, মেমারি 1 ব্লকে 3 জন, মেমারি 2 ব্লকে 2 জন, কালনা 1 ব্লকে 1 জন, কালনা 2 ব্লকে 2 জন, কাঁটোয়া 2 ব্লকে 4 জন, কেতুগ্রাম 1 ব্লকে 18 জন, কেতুগ্রাম 2 ব্লকে 1 জন, মন্তেশ্বর ব্লকে 3 জন, মঙ্গলকোট ব্লকে 4 জন ও রায়না 1 ব্লকে 2 জন আক্রান্ত হয়েছেন।

জেলাজুড়ে 345 টি এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। 586 টি এলাকা থেকে কনটেনমেন্ট জ়োন তুলে নেওয়া হয়েছে। এদিন যে 74 জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে 17 জন পরিযায়ী শ্রমিক৷ 74 জনের মধ্যে 5 জনের শরীরে কোরোনা উপসর্গ মিলেছে। তাদের বর্ধমানের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে। বাকি 69 জনের উপসর্গ না মেলায় তাদের হোম আইসোলেসনে রাখা হয়েছে।

আক্রান্তদের মধ্যে 20 জন কোরোনা রোগীর সংস্পর্শে এসেছিল। রাজ্যের অন্য জেলা থেকে ফিরে আক্রান্ত হয়েছেন 2 জন, ভিন রাজ্য থেকে ফিরেছেন 15 জন, 37 জনের কোন ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি। প্রশাসনের মতে জেলায় সুস্থতার হার 74.36 শতাংশ, মৃত্যুর হার 2.01 শতাংশ ।

বর্ধমান, 17 আগস্ট: পূর্ব বর্ধমানে নতুন করে কোরোনা আক্রান্ত হলেন 74 জন। এর ফলে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা হল উনিশশো প্রায় । গত 24 ঘণ্টায় মৃত্যুও হয়েছে 2 জনের ।

জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় 74 জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1 হাজার 884 । এদের মধ্যে 445 জনের চিকিৎসা চলছে, 1 হাজার 401 জন সুস্থ হয়ে ওঠায় তাদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে নতুন করে 2 জনের মৃত্যুর পর জেলায় কোরোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হল 38।

জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী এদিন বর্ধমান পৌরসভার 15 জন, কাঁটোয়া পৌরসভায় 6 জন, দাইহাট পৌরসভায় 1 জন, গুসকরা পৌরসভায় 1 জন, আউশগ্রাম 1 ব্লকে 2 জন, আউসগ্রাম 2 ব্লকে 2 জন, ভাতারে 1 জন, বর্ধমান 1 ব্লকে 2 জন, বর্ধমান 2 ব্লকে 3 জন, গলসি 1 ব্লকে 1 জন, মেমারি 1 ব্লকে 3 জন, মেমারি 2 ব্লকে 2 জন, কালনা 1 ব্লকে 1 জন, কালনা 2 ব্লকে 2 জন, কাঁটোয়া 2 ব্লকে 4 জন, কেতুগ্রাম 1 ব্লকে 18 জন, কেতুগ্রাম 2 ব্লকে 1 জন, মন্তেশ্বর ব্লকে 3 জন, মঙ্গলকোট ব্লকে 4 জন ও রায়না 1 ব্লকে 2 জন আক্রান্ত হয়েছেন।

জেলাজুড়ে 345 টি এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। 586 টি এলাকা থেকে কনটেনমেন্ট জ়োন তুলে নেওয়া হয়েছে। এদিন যে 74 জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে 17 জন পরিযায়ী শ্রমিক৷ 74 জনের মধ্যে 5 জনের শরীরে কোরোনা উপসর্গ মিলেছে। তাদের বর্ধমানের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে। বাকি 69 জনের উপসর্গ না মেলায় তাদের হোম আইসোলেসনে রাখা হয়েছে।

আক্রান্তদের মধ্যে 20 জন কোরোনা রোগীর সংস্পর্শে এসেছিল। রাজ্যের অন্য জেলা থেকে ফিরে আক্রান্ত হয়েছেন 2 জন, ভিন রাজ্য থেকে ফিরেছেন 15 জন, 37 জনের কোন ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি। প্রশাসনের মতে জেলায় সুস্থতার হার 74.36 শতাংশ, মৃত্যুর হার 2.01 শতাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.