কালনা, 19 জুন : বিধায়কের পদ পেয়েও ছাড়ছেন না পৌর প্রশাসকের চেয়ার ৷ ওই চেয়ারে বসেই ছড়ি ঘোরাচ্ছেন কালনার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন পৌর প্রশাসক দেবপ্রসাদ বাগ ৷ তাঁর বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন কালনার প্রাক্তন ছয় তৃণমূল কাউন্সিলর ৷ এমন কী বিধায়কের বিরুদ্ধে এসডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা ৷ সেখান থেকে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে ৷
কয়েক দিন আগে কালনার প্রাক্তন এক তৃণমূল কাউন্সিলার কনিকা রাজবংশী দাবি করছিলেন যে, তাঁর স্বামীর মৃত্যুর জন্য দায়ী কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ ৷ সেই অভিযোগ ওঠার পর ফের সরব হলেন কালনা পৌরসভার প্রাক্তন ছয় জন তৃণমূল কাউন্সিলর ৷ তাঁদের অভিযোগ, কালনা পৌরসভায় প্রশাসক থাকা সত্ত্বেও বিধায়ক দেবপ্রসাদ বাগ পৌর প্রশাসকের চেয়ারে বসে ছড়ি ঘোরাচ্ছেন ৷ পৌরসভায় দিনভর বসে থাকেন ৷ সমস্ত কাজে হস্তক্ষেপ করেন ৷ এমন কী, নিজের ঘনিষ্ঠদের আগে করোনার টিকাকরণের কুপন সরবরাহ নিয়ে অভিযোগ উঠেছে ৷ সাধারণ মানুষের প্রয়োজন মেটানো যাচ্ছে না ৷
আরও পড়ুন : Firhad Hakim : বিশ্বব্যাঙ্কের টাকায় সংস্কার হবে টালি নালা, জানালেন ফিরহাদ
অভিযোগ দায়ের করেছেন সুনীল চৌধুরি, সুমিতা দাস, সমরজিৎ হালদার, সুকন্যা পণ্ডিত, ভিক্টোরিয়া সাহা ও কণিকা রাজবংশী এই ছয়জন প্রাক্তন কাউন্সিলর ৷ তাঁরা জানান, পৌরসভায় নিযুক্ত যেসব কর্মী আছেন, তাঁদের বাদ দিয়ে বিধায়কের মনোনীত ব্যক্তিরা বিভিন্ন ওয়ার্ড দেখাশোনা করছেন ৷ ভ্যাকসিনেশনের জন্য পৌরসভা থেকে যে কুপন দেওয়া হচ্ছে সেখানেও চলছে স্বজনপোষণ ৷ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষ ৷ কিন্তু বিধায়ক ঘনিষ্ঠরা পরে এসে লাইনে না দাঁড়িয়েই কুপন সংগ্রহ করছেন ৷
তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ উড়িয়ে বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, "পৌর প্রশাসকের চেয়ারে আমি বসি না ৷ আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে ৷ আমার বিরুদ্ধে যাঁরা অভিযোগ এনেছেন, তাঁরা নির্বাচনের সময় ভিতরে ভিতরে বিজেপির সঙ্গে আঁতাত করেছিলেন ৷ এখন তাঁরাই আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলতে শুরু করেছেন ৷"