ETV Bharat / state

পূর্ব বর্ধমানে একদিনে 53 জন আক্রান্ত - corona update in burdwan

বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে 53 জন কোরোনা আক্রান্তের হদিস মিলেছে ৷ এদের মধ্যে 47 জনকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ একদিনে কোরোনায় মৃত্যুর কোনও খবর মেলেনি ৷

corona virus in burdwan
বর্ধমানে কোরোনা সংক্রমণ
author img

By

Published : Aug 21, 2020, 11:37 AM IST

বর্ধামান, 21 অগাস্ট : জেলায় জেলায় কোরোনা আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ আনলকের তৃতীয় পর্বে সংক্রমণে লাগাম টানতে রাজ্যে সাপ্তাহিক লকডাউন শুরু হয়েছে ৷ আজ অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহের লকডাউনের দ্বিতীয় দিন ৷ এই লকডাউনে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন ৷ তার মধ্যেও গত 24 ঘণ্টায় বর্ধমান জেলায় নতুন করে 53 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে ৷ এদের মধ্যে 7 জন পরিযায়ী শ্রমিক ৷ আক্রান্তদের মধ্যে 6 জন কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ 47 জনকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন ৷ এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা 2 হাজার ছাড়িয়েছে ৷ তবে গত একদিনে কেউ মারা যায়নি ৷

জেলা প্রশাসনের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এদিন আক্রান্তদের মধ্যে বর্ধমান পৌরসভা এলাকায় 4 জন, মেমারি পৌরসভা এলাকায় 4 জন, কালনা পৌরসভা এলাকায় 3 জন, কাটোয়া পৌরসভা এলাকায় 1 জন, গুসকরা পৌরসভায় 3 জন, আউসগ্রাম 2 ব্লকে 2 জন, ভাতার ব্লকে 4 জন, বর্ধমান 1 ব্লকে 1 জন, বর্ধমান 2 ব্লকে 8 জন, জামালপুরে 1 জন, কালনা 1 ব্লকে 7 জন, কালনা 2 ব্লকে 2 জন, মন্তেশ্বর ব্লকে 2 জন, মেমারি 1 ব্লকে 2 জন, মঙ্গলকোটে 5 জন, পূর্বস্থলী 1 ব্লকে 3 জন ও রায়না 1 ব্লকে 1 জন আক্রান্ত হয়েছে ৷

জেলা মুখ্য স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত মোট আক্রান্তেদের মধ্যে 538 জন কোয়ারানটিনে, 921 জন হোম কোয়ারানটিনে রয়েছে ৷ কোরোনা পরীক্ষার জন্য 55 হাজার 394 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ এদের মধ্যে পরীক্ষা হয়েছে 54 হাজার 684 টি নমুনা ৷ 1 হাজার 589 জনের রিপোর্ট পজ়িটিভ মিলেছে ৷ 35 জনের নমুনা পরীক্ষায় দুবার করে পজ়িটিভ রিপোর্ট মিলেছে ৷ কোরোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে 52 হাজার 474 জনের নমুনায় ৷ এছাড়া 586 জনের নমুনা বিভিন্ন কারণে বাতিল হয়েছে ৷

বর্ধামান, 21 অগাস্ট : জেলায় জেলায় কোরোনা আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ আনলকের তৃতীয় পর্বে সংক্রমণে লাগাম টানতে রাজ্যে সাপ্তাহিক লকডাউন শুরু হয়েছে ৷ আজ অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহের লকডাউনের দ্বিতীয় দিন ৷ এই লকডাউনে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন ৷ তার মধ্যেও গত 24 ঘণ্টায় বর্ধমান জেলায় নতুন করে 53 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে ৷ এদের মধ্যে 7 জন পরিযায়ী শ্রমিক ৷ আক্রান্তদের মধ্যে 6 জন কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ 47 জনকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন ৷ এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা 2 হাজার ছাড়িয়েছে ৷ তবে গত একদিনে কেউ মারা যায়নি ৷

জেলা প্রশাসনের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এদিন আক্রান্তদের মধ্যে বর্ধমান পৌরসভা এলাকায় 4 জন, মেমারি পৌরসভা এলাকায় 4 জন, কালনা পৌরসভা এলাকায় 3 জন, কাটোয়া পৌরসভা এলাকায় 1 জন, গুসকরা পৌরসভায় 3 জন, আউসগ্রাম 2 ব্লকে 2 জন, ভাতার ব্লকে 4 জন, বর্ধমান 1 ব্লকে 1 জন, বর্ধমান 2 ব্লকে 8 জন, জামালপুরে 1 জন, কালনা 1 ব্লকে 7 জন, কালনা 2 ব্লকে 2 জন, মন্তেশ্বর ব্লকে 2 জন, মেমারি 1 ব্লকে 2 জন, মঙ্গলকোটে 5 জন, পূর্বস্থলী 1 ব্লকে 3 জন ও রায়না 1 ব্লকে 1 জন আক্রান্ত হয়েছে ৷

জেলা মুখ্য স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত মোট আক্রান্তেদের মধ্যে 538 জন কোয়ারানটিনে, 921 জন হোম কোয়ারানটিনে রয়েছে ৷ কোরোনা পরীক্ষার জন্য 55 হাজার 394 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ এদের মধ্যে পরীক্ষা হয়েছে 54 হাজার 684 টি নমুনা ৷ 1 হাজার 589 জনের রিপোর্ট পজ়িটিভ মিলেছে ৷ 35 জনের নমুনা পরীক্ষায় দুবার করে পজ়িটিভ রিপোর্ট মিলেছে ৷ কোরোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে 52 হাজার 474 জনের নমুনায় ৷ এছাড়া 586 জনের নমুনা বিভিন্ন কারণে বাতিল হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.