বর্ধমান, 22 জুলাই: স্কুলে গিয়ে অসুস্থ 50 জন ছাত্রছাত্রী ৷ সন্দেহ খাদ্যে বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে (50 Students Fallen Sick After Eating School Tiffin)৷ ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার আউশা প্রাথমিক বিদ্যালয়ের
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার আউশা প্রাথমিক বিদ্যালয়ের তরফে প্ল্যাসটিক বর্জন নিয়ে একটা ব়্যালি বের করা হয়। ব়্যালি শেষ হওয়ার পরে ছাত্রছাত্রীদের গ্লুকোজ, কেক টিফিন হিসেবে দেওয়া হয়। সেই খাবার খাওয়ার পরই ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে।
আরও পড়ুন : এবারও থাকছে না মেধাতালিকা, অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এড়াতে সিদ্ধান্ত সিবিএসই কর্তৃপক্ষের
ছাত্রছাত্রীদের মাথা ঘোরা, বমি শুরু হয়। কেউ-কেউ অচেতন হয়ে পড়ে। অসুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে 26 জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা শুরু হয়। আপাতত প্রত্যেকের অবস্থা স্থিতিশীল। এদিন হাসপাতালে ছাত্রছাত্রীদের দেখতে যান পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু। তিনি বলেন, "স্কুলের বেশ কিছু ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। সম্ভবত স্কুলের দেওয়া কেক বা গ্লুকোজ জাতীয় জিনিস খেয়ে অসুস্থ হতে পারে ৷ বিষয়টি চিকিৎসকরা দেখছেন। প্রত্যেকের চিকিৎসা চলছে। চিন্তার কিছু নেই। সকলের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।