ETV Bharat / state

বর্ধমানে কোরোনায় আক্রান্ত আরও 45

author img

By

Published : Sep 1, 2020, 11:08 AM IST

জেলায় মোট কোরোনায় আক্রান্ত 2 হাজার 537 জন । 346 জনের চিকিৎসা চলছে । সুস্থ হয়ে উঠেছে 2 হাজার 148 জন।

corona infected in Bardhaan
বর্ধমানে

বর্ধমান, 1 সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলায় কোরোনায় আক্রান্ত হয়েছে আরও 45 জন । এর ফলে সেখানে আক্রান্তের সংখ্যা আড়াই হাজার পেরিয়ে গেল। গত 24 ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে । এখনও পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 43 জনের ।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জেলায় মোট কোরোনা আক্রান্ত হয়েছে 2 হাজার 537 জন । তাদের মধ্যে 346 জনের চিকিৎসা চলছে । সুস্থ হয়ে উঠেছে 2 হাজার 148 জন । জেলায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 242টি । গতকাল জেলায় যে 45 জন আক্রান্ত হয়েছে তাদের মধ্যে বর্ধমান শহরের বাসিন্দা চারজন । কাটোয়া পৌরসভার 6 জন, মেমারি পৌরসভা এলাকার 3 জন, ভাতার ব্লকে 1 জন, বর্ধমান 2 ব্লকের 7 জন, গলসি 1 ব্লকের 7 জন, গলসি 2 ব্লকের 1 জন, কালনা 1 ব্লকের 4 জন, কালনা 2 ব্লকের 1 জন, কাটোয়া 2 ব্লকে 1 জন, মেমারি 1 ব্লকের 8 জন, পূর্বস্থলী 1 ব্লকের 1 জন ও রায়না 2 ব্লকে 1 জন আক্রান্ত হয়েছে ।

জেলায় নতুন করে যে 45 জন আক্রান্ত হয়েছে তাদের মধ্যে কেউ পরিযায়ী শ্রমিক নন । আক্রান্তদের মধ্যে পাঁচজনের শরীরে কোরোনার উপসর্গ মিলেছে। 40 জন উপসর্গহীন । কীভাবে এই 45 জন আক্রান্ত হয়েছে তা খতিয়ে দেখেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন জানিয়েছে, 9 জন কোরোনা রোগীর সংস্পর্শে আসায় আক্রান্ত হয়েছে । তবে 36 জনের কোনও ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি।

বর্ধমান, 1 সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলায় কোরোনায় আক্রান্ত হয়েছে আরও 45 জন । এর ফলে সেখানে আক্রান্তের সংখ্যা আড়াই হাজার পেরিয়ে গেল। গত 24 ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে । এখনও পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 43 জনের ।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জেলায় মোট কোরোনা আক্রান্ত হয়েছে 2 হাজার 537 জন । তাদের মধ্যে 346 জনের চিকিৎসা চলছে । সুস্থ হয়ে উঠেছে 2 হাজার 148 জন । জেলায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 242টি । গতকাল জেলায় যে 45 জন আক্রান্ত হয়েছে তাদের মধ্যে বর্ধমান শহরের বাসিন্দা চারজন । কাটোয়া পৌরসভার 6 জন, মেমারি পৌরসভা এলাকার 3 জন, ভাতার ব্লকে 1 জন, বর্ধমান 2 ব্লকের 7 জন, গলসি 1 ব্লকের 7 জন, গলসি 2 ব্লকের 1 জন, কালনা 1 ব্লকের 4 জন, কালনা 2 ব্লকের 1 জন, কাটোয়া 2 ব্লকে 1 জন, মেমারি 1 ব্লকের 8 জন, পূর্বস্থলী 1 ব্লকের 1 জন ও রায়না 2 ব্লকে 1 জন আক্রান্ত হয়েছে ।

জেলায় নতুন করে যে 45 জন আক্রান্ত হয়েছে তাদের মধ্যে কেউ পরিযায়ী শ্রমিক নন । আক্রান্তদের মধ্যে পাঁচজনের শরীরে কোরোনার উপসর্গ মিলেছে। 40 জন উপসর্গহীন । কীভাবে এই 45 জন আক্রান্ত হয়েছে তা খতিয়ে দেখেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন জানিয়েছে, 9 জন কোরোনা রোগীর সংস্পর্শে আসায় আক্রান্ত হয়েছে । তবে 36 জনের কোনও ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.