4 নভেম্বর, বর্ধমান : পূর্ব বর্ধমানে কোরোনা আক্রান্ত হয়ে মৃত 4 ৷ জেলা প্রশাসনের বুলেটিনে জানানো হয়েছে মঙ্গলবার রাত পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় মোট 121 জনের মৃত্যু হয়েছে ৷ নতুন করে 24 ঘণ্টায় মোট 71 জন কোরোনা আক্রান্ত হয়েছেন পূর্ব বর্ধমানে ৷
24 ঘণ্টায় নতুন করে 71 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন পূর্ব বর্ধমানে ৷ যার জেরে এখনও পর্যন্ত মোট 7693 জন কোরোনায় আক্রান্ত হয়েছে সেই জেলায় ৷ এদের মধ্য়ে মোট 570 জনের চিকিৎসা চলছে এই মুহূর্তে ৷ 538 জনকে কোয়ারানটাইন সেন্টারে রাখা হয়েছে ৷ হোম কোয়ারানটাইনে রয়েছেন মোট 99 জন ৷ মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ থেকে ফেরা 733 জনকে কোয়ারানটাইন সেন্টারে রাখা হয়েছে । আক্রান্তদের মধ্য়ে বর্ধমান পৌরসভা এলাকায় রয়েছেন 18 জন ৷
জেলা স্বাস্থ্য় দপ্তরের তরফে জানানো হয়েছে, আক্রান্তদের মধ্যে 12 জনের মধ্য়ে উপসর্গ রয়েছে ৷ বাকি 59 জন উপসর্গহীন । ভিন রাজ্য থেকে পূর্ব বর্ধমানে ফিরে 1 জন কোরোনা আক্রান্ত হয়েছেন ৷ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, জেলায় সুস্থতার হার 91.01 শতাংশ, মৃত্যুর হার 1.57 শতাংশ।
পূর্ব বর্ধমানে 24 ঘণ্টায় কোরোনায় মৃত 4 - কোয়ারেন্টাইন সেন্টার
38 জনকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে ৷ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মোট 99 জন ৷ মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ থেকে ফেরা 733 জনকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে । আক্রান্তদের মধ্য়ে বর্ধমান পৌরসভা এলাকায় রয়েছেন 18 জন ৷
4 নভেম্বর, বর্ধমান : পূর্ব বর্ধমানে কোরোনা আক্রান্ত হয়ে মৃত 4 ৷ জেলা প্রশাসনের বুলেটিনে জানানো হয়েছে মঙ্গলবার রাত পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় মোট 121 জনের মৃত্যু হয়েছে ৷ নতুন করে 24 ঘণ্টায় মোট 71 জন কোরোনা আক্রান্ত হয়েছেন পূর্ব বর্ধমানে ৷
24 ঘণ্টায় নতুন করে 71 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন পূর্ব বর্ধমানে ৷ যার জেরে এখনও পর্যন্ত মোট 7693 জন কোরোনায় আক্রান্ত হয়েছে সেই জেলায় ৷ এদের মধ্য়ে মোট 570 জনের চিকিৎসা চলছে এই মুহূর্তে ৷ 538 জনকে কোয়ারানটাইন সেন্টারে রাখা হয়েছে ৷ হোম কোয়ারানটাইনে রয়েছেন মোট 99 জন ৷ মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ থেকে ফেরা 733 জনকে কোয়ারানটাইন সেন্টারে রাখা হয়েছে । আক্রান্তদের মধ্য়ে বর্ধমান পৌরসভা এলাকায় রয়েছেন 18 জন ৷
জেলা স্বাস্থ্য় দপ্তরের তরফে জানানো হয়েছে, আক্রান্তদের মধ্যে 12 জনের মধ্য়ে উপসর্গ রয়েছে ৷ বাকি 59 জন উপসর্গহীন । ভিন রাজ্য থেকে পূর্ব বর্ধমানে ফিরে 1 জন কোরোনা আক্রান্ত হয়েছেন ৷ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, জেলায় সুস্থতার হার 91.01 শতাংশ, মৃত্যুর হার 1.57 শতাংশ।