আউশগ্রাম, 11 জুলাই : প্রাচীন শিলা মূর্তি চুরি যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে । অবিলম্বে চুরি যাওয়া মূর্তি উদ্ধার এবং দোষীদের শাস্তির দাবিতে আউশগ্রামের ছোড়া এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে আসে আউশগ্রাম থানার পুলিশ । খবর পেয়ে এলাকায় আসে আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার ।
আউশগ্রামের জঙ্গলমহল লাগোয়া ছোড়া কলোনিতে রয়েছে মা চণ্ডীর বাঁধানো বেদি । প্রায় আটশো বছরের প্রাচীন এই চণ্ডীতলায় ছিল দেড় ফুটের শিলা মূর্তি । আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় চণ্ডীতলায় মূর্তিটি নেই । এই খবর ছড়িয়ে পড়তেই শয়ে শয়ে গ্রামবাসীরা সেখানে জড়ো হতে থাকেন । দেবী মূর্তি উদ্ধারের দাবিতে তারা রাস্তা অবরোধ শুরু করে । বেশ কিছুক্ষণ বন্ধ থাকে যান চলাচল । প্রায় সাত ঘণ্টা ধরে চলে অবরোধ । পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে ।
স্থানীয় বাসিন্দা রাধামাধব মণ্ডল এবিষয়ে বলেন, "অষ্টাদশ শতাব্দীর সময়কালে পাললিক শিলায় তৈরি দেবী চণ্ডীর এই মূর্তি । যা নিলাইচণ্ডী নামে পরিচিত । আগে অজয় সংলগ্ন এলাকায় নীল চাষ করা হত । তা থেকেই দেবীর নামকরণ হয়েছিল ।" স্থানীয় গ্রামবাসী সঞ্চিত বিশ্বাস বলেন, "আমরা চণ্ডীতলায় মন্দির নির্মাণ করতে চেয়েছিলাম । কিন্তু দেবী স্বপ্নাদেশে মাধ্যমে খোলা জায়গায় থাকতে চেয়েছিলেন । তাই আমরা মন্দির নির্মাণ করিনি । দেবী আমাদের রক্ষা করে আসছেন । আমরা দোষীদের গ্রেপ্তারের দাবি জানাই ।"