কালনা, ১২ মার্চ : নাদনঘাটে বোমা বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু হল আজ। মৃতের নাম আপছার শেখ(৩২)। আজ তদন্তে নেমে মৃতের ঘর থেকে ৩০টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।
গতকাল বিকেল ৪টে নাগাদ চরগোয়ালপাড়া এলাকায় বিকট শব্দ হয়। স্থানীয়রা গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন আপছার শেখ। ছিন্নভিন্ন হয়ে গেছে বাঁ হাত ও ডান পা সহ শরীরের অন্য অংশ। স্থানীয়দের ধারণা, বোমা বাঁধতে গিয়ে এই বিস্ফোরণ হয়েছে। এরপর তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। আজ সকালে তাঁর মৃত্যু হয়।
আজ তদন্তে নামেন নাদনঘাটার থানার পুলিশ। মৃত আপছারের ঘর থেকে উদ্ধার হয় ৩০ টি বোমা। পরে দুর্গাপুর বম্ব স্কোয়াডের একটি দল এসে ফাঁকা মাঠে বম্বগুলিকে নিষ্ক্রিয় করে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই এই ঘটনার জেরে প্রশ্ন উঠে শুরু হয়েছে রাজনৈতিক মহলে।