ETV Bharat / state

খড়্গপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের, রাজনৈতিক কারণে খুন ?

author img

By

Published : Jan 2, 2021, 9:53 AM IST

Updated : Jan 2, 2021, 11:13 AM IST

কে বা কারা গুলি চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে । রাজনৈতিক কারণে খুন ? নাকি ব্যক্তিগত শত্রুতা ? ধন্দে পুলিশও ।

ভলু সনোকার
ভলু সনোকার

খড়্গপুর, 2 জানুয়ারি : বছরের প্রথম দিনেই খড়্গপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের । বছর একুশের ওই যুবকের নাম ভলু সনোকার । বাড়ি খড়্গপুরের সুভাষপল্লি এলাকায় । গতসন্ধ্যায় খড়গপুর টাউন থানার অন্তর্গত মালিরচর মথুরাকাটি এলাকায় ঘটনাটি ঘটে । কে বা কারা গুলি চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে । খুনের পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ।

গতকাল গুপ্তমণি মন্দিরে পুজো দিতে গেছিলেন ভলু । পুজো দিয়ে সন্ধেয় বাড়ি ফেরেন । ফেরার কিছুক্ষণের মধ্যে আবার বেরিয়ে যান । বাড়ি এসে খাওয়া দাওয়া করবেন বলেও জানান । কিন্তু বাড়ি ফিরে আর খাওয়া হল না ভলুর । তার আগেই খবর এল । অজ্ঞাতপরিচয় কেউ বা কারা ভলুকে গুলি মেরেছে । এদিকে গুলিবিদ্ধ ভলুকে ততক্ষণে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । হাসপাতাল সূত্রে খবর, তাঁর শরীরে দুটি আঘাতের চিহ্ন রয়েছে ।

ব্যক্তিগত শত্রুতার জন্যই এই ধরনের কেউ ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন মৃতের বাবা । গতকালের এই ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায় । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

খড়্গপুর, 2 জানুয়ারি : বছরের প্রথম দিনেই খড়্গপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের । বছর একুশের ওই যুবকের নাম ভলু সনোকার । বাড়ি খড়্গপুরের সুভাষপল্লি এলাকায় । গতসন্ধ্যায় খড়গপুর টাউন থানার অন্তর্গত মালিরচর মথুরাকাটি এলাকায় ঘটনাটি ঘটে । কে বা কারা গুলি চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে । খুনের পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ।

গতকাল গুপ্তমণি মন্দিরে পুজো দিতে গেছিলেন ভলু । পুজো দিয়ে সন্ধেয় বাড়ি ফেরেন । ফেরার কিছুক্ষণের মধ্যে আবার বেরিয়ে যান । বাড়ি এসে খাওয়া দাওয়া করবেন বলেও জানান । কিন্তু বাড়ি ফিরে আর খাওয়া হল না ভলুর । তার আগেই খবর এল । অজ্ঞাতপরিচয় কেউ বা কারা ভলুকে গুলি মেরেছে । এদিকে গুলিবিদ্ধ ভলুকে ততক্ষণে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । হাসপাতাল সূত্রে খবর, তাঁর শরীরে দুটি আঘাতের চিহ্ন রয়েছে ।

ব্যক্তিগত শত্রুতার জন্যই এই ধরনের কেউ ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন মৃতের বাবা । গতকালের এই ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায় । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Last Updated : Jan 2, 2021, 11:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.