চন্দ্রকোনা, 19 জুলাই : কোরোনা আক্রান্ত BDO । দ্রুত সুস্থতার জন্য 6 কেজি ঘি পুড়িয়ে মহা মৃত্যুঞ্জয় যজ্ঞ করা হলো চন্দ্রকোনায় । রবিবার চন্দ্রকোনায় জাড়া গ্রামের বাঁকা- রায় শিব মন্দিরের ঘটনা । এই মহা মৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করে জাড়া অঞ্চলের পঞ্চায়েত সদস্য, জবকার্ডধারী, জবকার্ড সুপারভাইজার-সহ শুভাকাঙ্ক্ষীরা ।
BDO অভিষেক মিশ্র শালবনী কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন । দ্রুত আরোগ্যের জন্যই এই যজ্ঞের আয়োজন ।প্রধান পুরোহিত বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে আরও 4 জন পুরোহিত মিলে এই যজ্ঞ সম্পূর্ণ হয় ।
শুক্রবার সন্ধ্যায় BDO-র কোরোনা পজিটিভ রিপোর্ট আসে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে । পরদিন তাঁকে জেলার শালবনী কোরোনা হাসপাতালে ভরতি করা হয় । ওইদিনই BDO-র সংস্পর্শে আসা 30 জনের নমুনা সংগ্রহও করা হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ।
চন্দ্রকোনা 1 ব্লকের BDO-র অদম্য পরিশ্রম ও কাজ করার দৃঢ় মানসিকতা, পাশাপাশি দপ্তরের কর্মী থেকে পঞ্চায়েত স্তরের কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মিশে ব্লকের উল্লেখযোগ্য কাজ করেছেন বলে দাবি অনেকের । এমনকী, 100 দিনের কাজে রাজ্যে সেরা চন্দ্রকোনা 1 নং ব্লক তাও অভিষেকবাবুর হাত ধরেই হয়েছে এমনটাই ধারণা দপ্তরের কর্মী থেকে আমজনতার । ব্লকের পঞ্চায়েতে একাধিক উন্নয়নমূলক কাজ করে দৃষ্টান্ত তৈরি করেছেন তিনি ।
এক আধিকারিক বলেন, “আমাদের BDO সাহেব সব সময় সমস্ত কাজে এগিয়ে আসেন । তাঁর আক্রান্ত হওয়ার ঘটনা আমরা মেনে নিতে পারছি না । তিনি দ্রুত সুস্থ হয়ে আবার সরকারি কাজে ফিরুক এটাই আমাদের আবেদন ।” কোরোনা সারিয়ে গোটা জগৎ আবার সুস্থ হয়ে উঠুক এটাই আবেদন রইল জেলাবাসীর তরফ থেকে ।