মেদিনীপুর, 13 নভেম্বর: স্টেশন চত্বরের বাইরেই জন্ম হল ফুটফুটে শিশুর (Woman Gave Birth Outside Railway Station) ৷ মাতৃশক্তি অপারেশনের সহেলি টিমের সদস্যদের সহযোগিতায় সুস্থ সন্তানের জন্ম দিলেন এক তরুণী ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর রেল স্টেশনে (Midnapore Railway Station) ৷ এই ঘটনায় মাতৃশক্তি অপারেশনের সহেলি টিমের সংশ্লিষ্ট সদস্যদের ভূমিকার প্রশংসা করেছে রেল কর্তৃপক্ষ ৷ আরপিএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার স্টেশনের বাইরেই একটি চারচাকা গাড়িতে সন্তানের জন্ম দেন ওই বধূ ৷
এদিন সকালে কবিগুরু এক্সপ্রেস মেদিনীপুর স্টেশনের 1 নম্বর প্লাটফর্মে এসে পৌঁছয় ৷ ওই ট্রেনেরই 1 নম্বর কামরায় সওয়ার ছিলেন সন্তানসম্ভবা অম্বিকা খাতুন এবং তাঁর স্বামী ৷ জলপাইগুড়ি থেকে আসা এই দম্পতির গন্তব্য ছিল খড়্গপুর ৷ কিন্তু, মেদিনীপুর প্ল্যাটফর্মে নামতেই অম্বিকার প্রসব বেদনা শুরু হয়ে যায় ৷ যন্ত্রণায় রীতিমতো চিৎকার করতে শুরু করেন তিনি ৷
আরও পড়ুন: চলন্ত ট্রেনে সন্তান প্রসব মহিলার, 'মানবিক' রেল পুলিশের সহায়তায় ঘরে ফিরল সুস্থ মা-শিশু
ঘটনা কানে যেতেই দ্রুত অম্বিকার কাছে পৌঁছে যান মাতৃশক্তি অপারেশনের সাহেলি টিমের সদস্য সুপ্রিয়া গড়াই ও স্বাগতা সামন্ত ৷ রেল পুলিশের তরফ থেকে অ্যাম্বুল্যান্সে খবর পাঠানো হয় ৷ কিন্তু, হাসপাতালে রওনা হওয়ার আগেই অম্বিকা আরও অসুস্থ বোধ করতে শুরু করেন ৷ এই অবস্থায় স্থির করা হয়, হাসপাতাল পর্যন্ত যাওয়ার অপেক্ষা করলে হবে না, তার আগেই প্রসবের ব্যবস্থা করতে হবে ৷ ততক্ষণে স্টেশনের বাইরে পৌঁছে গিয়েছে একটি ছোট চারচাকা গাড়ি ৷ সেই গাড়ির ভিতরেই অম্বিকার প্রসব করান সুপ্রিয়া ও স্বাগতা ৷ সুস্থ সন্তানের জন্ম দেন ওই তরুণী ৷ পরে প্রসূতি ও সদ্যোজাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে দেন রেলকর্মীরা ৷
এমন ঘটনায় খুশি রেল কর্তৃপক্ষ ৷ মাতৃশক্তি অপারেশনের সহেলি টিমের সদস্যরা যেভাবে এক ভাবী মায়ের সহযোগিতায় এগিয়ে এসেছেন, তার জন্য তাঁদের ভূয়সী প্রশংসা করেছেন রেল কর্তারা ৷ একইসঙ্গে তাঁরা জানিয়েছেন, অম্বিকা ও তাঁর সন্তানের যদি কোনও চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে পরিবার চাইলে রেলের তরফে সবরকম সহযোগিতা করা হবে ৷ প্রসঙ্গত, মাসখানেক আগেই এরকমই আরও একটি ঘটনা ঘটেছিল ৷ সেবার রেল স্টেশনেই সন্তান প্রসব করেন এক মহিলা ৷ পরে তাঁকে ও তাঁর সন্তানকেও মেদিনীপুর মেডিক্য়ালে ভর্তি করা হয় ৷