ETV Bharat / state

পরপুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে স্ত্রী'র, সন্দেহে খুন - doubt

স্ত্রী ফোনে পুরপুরুষের সঙ্গে কথা বলে। এই সন্দেহে তাকে খুন করল ব্যক্তি। ঘটনাটি কেশিয়াড়ি থানা এলাকায়।

murder
author img

By

Published : Feb 20, 2019, 11:11 PM IST

কেশিয়াড়ি, ২০ ফেব্রুয়ারি : ফোনে পুরপুরুষের সঙ্গে কথা বলে। এই সন্দেহে স্ত্রী'কে খুন করল ব্যক্তি। ঘটনাটি কেশিয়াড়ি থানা এলাকায়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত হরিলাল সিং। তদন্ত শুরু করেছে কেশিয়াড়ি থানার পুলিশ।

মৃতের নাম রিতা সিং (৩৩)। সে ও তাঁর স্বামী হরিলাল সিং (৩৬) ইট ভাটায় কাজ করত। কাজের সূত্রেই আলাপ। পরে বিয়ে। তাদের দুই মেয়েও আছে। ঠিকই চলছিল সব কিছু। অশান্তি শুরু হয় ফোন কেনার পর থেকে। ফোন কেনার পর থেকেই রিতা অন্য কারও সঙ্গে গল্প করতে শুরু করে। হরিলাল সন্দেহ করে, পরপুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি রয়েছে রিতার।

গত সপ্তাহে দু'জনের মধ্যে তুমুল ঝগড়া হয়। রিতার বাবার বাড়ি থেকে এসে ঝামেলা মিটিয়ে দিয়েও যাওয়া হয়। তারপর থেকে আর ঝগড়া করবে না বলেও ঠিক করেছিল দু'জনে। কিন্তু দু'দিনের মাথাতেই ফের ঝগড়া শুরু হয় তাদের মধ্যে। হরিলাল মারধর করে রিতাকে। অভিযোগ, তাতেই মৃত্যু হয় রিতার। স্থানীয়রা জানায়, ঘটনার দিন দু'জনই মদ্যপ অবস্থায় ছিল। স্বামী-স্ত্রীর মধ্যে আবার ঝগড়া হচ্ছে দেখে রিতার ভাইকে ফোন করে ডাকেন স্থানীয়রা। তিনি এসে দেখেন, রিতা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বাড়ির ভিতরে। আশঙ্কাজনক অবস্থায় কেশিয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে গতরাতে মারা যান তিনি।

undefined

রিতার ভাই রাজকুমার বলেন, "পাঁচদিন আগে দিদি জামাইবাবুর মধ্যে ফোন নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা গিয়ে মীমাংসাও করে দিই। আর কোনওদিন ঝামেলা হবে না বলে দু'জনই জানিয়েছিল। তারপর এই ঘটনা ঘটে। দিদিকে মারধর করে। আমরা তো প্রথমে জানতে পারিনি। পরে প্রতিবেশীরা জানতে পেরে আমাদের খবর দেয়। গিয়ে দেখি দিদি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসি। গতরাতে মারা যায় দিদি। জামাইবাবু পালিয়েছে। আমরা চাই ওর শাস্তি হোক।"

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কেশিয়াড়ি থানার পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্তও শুরু করেছে।

কেশিয়াড়ি, ২০ ফেব্রুয়ারি : ফোনে পুরপুরুষের সঙ্গে কথা বলে। এই সন্দেহে স্ত্রী'কে খুন করল ব্যক্তি। ঘটনাটি কেশিয়াড়ি থানা এলাকায়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত হরিলাল সিং। তদন্ত শুরু করেছে কেশিয়াড়ি থানার পুলিশ।

মৃতের নাম রিতা সিং (৩৩)। সে ও তাঁর স্বামী হরিলাল সিং (৩৬) ইট ভাটায় কাজ করত। কাজের সূত্রেই আলাপ। পরে বিয়ে। তাদের দুই মেয়েও আছে। ঠিকই চলছিল সব কিছু। অশান্তি শুরু হয় ফোন কেনার পর থেকে। ফোন কেনার পর থেকেই রিতা অন্য কারও সঙ্গে গল্প করতে শুরু করে। হরিলাল সন্দেহ করে, পরপুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি রয়েছে রিতার।

গত সপ্তাহে দু'জনের মধ্যে তুমুল ঝগড়া হয়। রিতার বাবার বাড়ি থেকে এসে ঝামেলা মিটিয়ে দিয়েও যাওয়া হয়। তারপর থেকে আর ঝগড়া করবে না বলেও ঠিক করেছিল দু'জনে। কিন্তু দু'দিনের মাথাতেই ফের ঝগড়া শুরু হয় তাদের মধ্যে। হরিলাল মারধর করে রিতাকে। অভিযোগ, তাতেই মৃত্যু হয় রিতার। স্থানীয়রা জানায়, ঘটনার দিন দু'জনই মদ্যপ অবস্থায় ছিল। স্বামী-স্ত্রীর মধ্যে আবার ঝগড়া হচ্ছে দেখে রিতার ভাইকে ফোন করে ডাকেন স্থানীয়রা। তিনি এসে দেখেন, রিতা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বাড়ির ভিতরে। আশঙ্কাজনক অবস্থায় কেশিয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে গতরাতে মারা যান তিনি।

undefined

রিতার ভাই রাজকুমার বলেন, "পাঁচদিন আগে দিদি জামাইবাবুর মধ্যে ফোন নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা গিয়ে মীমাংসাও করে দিই। আর কোনওদিন ঝামেলা হবে না বলে দু'জনই জানিয়েছিল। তারপর এই ঘটনা ঘটে। দিদিকে মারধর করে। আমরা তো প্রথমে জানতে পারিনি। পরে প্রতিবেশীরা জানতে পেরে আমাদের খবর দেয়। গিয়ে দেখি দিদি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসি। গতরাতে মারা যায় দিদি। জামাইবাবু পালিয়েছে। আমরা চাই ওর শাস্তি হোক।"

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কেশিয়াড়ি থানার পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্তও শুরু করেছে।

ফোনে কথা বলা নিয়ে সন্দেহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন , চাঞ্চল্য কেশিয়াড়িতে l ঘটনা সুত্রে জানা যায় কেশিয়াড়িতে হরিলাল সাহু (36)ও তার স্ত্রী রিতা সিং(33) দুজনেই ইট ভাটায় কাজ করত এই ইটের ভাটায় দুজনের কাজের সুবাদে পরবর্তীকালে দুজনের বিয়েও হয় এবং বর্তমানে দুটি মেয়ে রয়েছে l সংসার সুখে চলছিল কিন্তু কাল হলো ফোন কিনে দেওয়ার পর l অভিযোগ ফোন পাওয়ার পরই হরিলাল রিতা সিং অন্য কারো সঙ্গে গল্প করে এই সন্দেহের বশে স্ত্রীকে মারধোর করতো হরিলাল সিং l এই মারধরের পরে মারা যায় তার স্ত্রী রিতা সিং এ রকমই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে রিতা সিং এর ভাই রাজ কুমার সিং l ঘটনা সূত্র অনুযায়ী গত সপ্তাহে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয় আর সেই ঝগড়া মেটানোর জন্য ডাকা হয় রিতা সিং এর পরিবার কে l পরিবার এসে দু জনের কথা তাদের ঝগড়া মিটিয়ে দিয়ে যায় এবং দুজনেই দাবি করে যে তারা সমস্যার সমাধান করে নিয়েছে ,আর ঝগড়া করবে না l কিন্তু তার দু তিন দিনের মাথায় ফের ঝগড়া হওয়ার এবং হরিলাল সিং মারের কারণে মৃত্যু হয় রিতা সিংয়ের l রিতা সিং এর ভাই রাজকুমারের অভিযোগ তাকে এলাকাবাসী জানায় যে স্বামী-স্ত্রীতে আবার মারধোর হয়েছে এবং সে যেন এসে সমস্যা সমাধান করে দেয় কিন্তু বাড়িতে এসে দেখে রিতা সিং রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বাড়ির ভেতরে l তাকে নিয়ে তড়িঘড়ি স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে রাত্রিতে মারা যায় রিত l অভিযোগের তীর রয়েছে হরিলাল সিং এর দিকে l ঘটনার পর থেকে হরিলাল পলাতক l স্থানীয়দের দাবি দুজনেই মদ্যপ অবস্থায় ছিল l হঠাৎ ই সকাল থেকে ঝগড়া শুরু হয় দুজনের l বাড়ি কেশিয়াড়ি থানার অন্তর্গত কেশিয়াড়িতে l গুরুতর অবস্থায় তাকে কেশিয়াড়ি হাসপাতালে আনা হলে মৃত্যু হয় ওই গৃহবধুর l পুলিশ মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তে পাঠিয়েছে l অভিযোগ মদ্যপ অবস্থায় লাঠি দিয়ে পেটানো হয় রিতা সিং কে ঘর বন্দি করে l তবে সঠিক কি কারনে খুন হতে হল গৃহবধুকে সেই উত্তরের খোঁজে তদন্ত চালাচ্ছে কেশিয়াড়ি থানার পুলিশ l উল্লেখ করা যায় এই হরিলাল সিং ও রিতা সিংয়ের দুটি মেয়ে রয়েছে l যারা স্থানীয় স্কুলে থেকে পড়াশোনা করে l এই পড়াশোনা করার পাশাপাশি তারা মাঝে মাঝে বাবা মায়ের কাছে আসে l তবে এই মেয়ে দুটি কখনোই বাবা-মায়ের সঙ্গে বাড়িতে ছিল না l স্থানীয় সূত্র অনুযায়ী রিতা সিংকে দু তিন দিন আগেই মারধর করা হয়েছে এবং তারপর থেকেই বাড়িতে পড়েছিল রিতা সিং l প্রণয় ঘটিত কারণে স্ত্রীকে মারা হয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে কেশিয়াড়ি থানা l

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.