আনন্দপুর, 6 মার্চ : বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে আনন্দপুর থানার উপর ঘুচ্চি সোল এলাকায় ৷ মৃতার নাম মালতি মূর্মু (55) ৷ জানা গেছে তার সঙ্গে সনাতন হাঁসদা নামের এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৷
জানা গেছে ঘুচ্চি সোলে এলাকায় সনাতন ও মালতির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল ৷ মালতির স্বামী মারা যাওয়ার পর সেই সম্পর্ক গাঢ় হয় ৷ সনাতন প্রায় সময় মালতির বাড়িতে আসত ৷ মালতির একটি মেয়ে এবং জামাই রয়েছে ৷ অভিযোগে রয়েছে মাঝেমাঝেই তাদেরকে শাসানো হত ৷ সনাতনকে আসতে বারণ করা হতো মালতির বাড়িতে ৷ এই নিয়ে বহুবার এলাকায় গন্ডগোল হয়েছে বলেও জানা গেছে ৷
গতরাতে সনাতন দেখা করতে আসে মালতির সঙ্গে ৷ অভিযোগ, তখনই স্থানীয় কিছু মানুষ চড়াও হয় সনাতনের উপর ৷ তাকে মারধর করতে শুরু করে স্থানীয়রা ৷ মালতি তাকে বাঁচাতে এলে ,মালতিকেও মারধর করা হয় বলে জানা গেছে ৷ অভিযোগ, মারধরে ঘটনাস্থানেই মালতির মৃত্যু হয় ৷ সনাতনকে জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷ আনন্দপুর থানার পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠিয়েছে ৷
স্থানীয়দের একাংশ জানিয়েছে, মালতির বাড়ির সামনে মদ্যপ অবস্থায় ছিল সনাতন ৷
মৃতার মেয়ে সন্ধ্যামণি হাঁসদার বক্তব্য, "আমার স্বামী খবর দেয় যে মাকে এভাবে মারধর করা হয়েছে ৷ খবর পেয়ে আমি এবং আমার স্বামী দৌড়ে আসি ৷ এসে দেখি মায়ের তখন মৃত্যু ঘটেছে ৷ গ্রামের লোকেরা লাঠি দিয়ে মেরে আমার মাকে মেরে দিয়েছে ৷ ওরা আমাদের বাড়ির শান্তি কিছুতেই দেখতে পারত না ৷ এজন্য ওরা মেরে দিয়েছে আমার মাকে ৷"
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ ৷