ETV Bharat / state

পশ্চিম মেদিনীপুরে 2টি কোরোনা হাসপাতাল পরিদর্শনে WHO-র প্রতিনিধিদল - পশ্চিম মেদিনীপুর

কোরোনা সংক্রমণ রোধে সরকার আগের থেকে আরও বেশি তৎপর হয়েছে । তাই পশ্চিম মেদিনীপুর জেলায় কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য চিহ্নিত দুটি হাসপাতাল পরিদর্শনে এল WHO-র প্রতিনিধিদল ।

WHO team visit West Midnapur
পশ্চিম মেদিনীপুরের দুটি হাসপাতাল পরিদর্শনে WHO-র প্রতিনিধি দল
author img

By

Published : Apr 21, 2020, 2:36 PM IST

মেদিনীপুর, 21 এপ্রিল : কোরোনা সংক্রমণের নিরিখে আগেই পশ্চিম মেদিনীপুরকে অরেঞ্জ জ়োন ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে । এবার মেদিনীপুরে কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য চিহ্নিত হাসপাতাল পরিদর্শন করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)-র প্রতিনিধিদল । একইসঙ্গে সংক্রমণ রোধে PPE কিট, N-95 মাস্ক-সহ একাধিক পরামর্শ দিয়ে যায় দলটি।

কোরোনা সংক্রমণ রোধে বিভিন্ন রাজ্যে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র । সেইমতো মেদিনীপুর জেলাকে অরেঞ্জ জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । তাই এই অরেঞ্জ জ়োনকে গ্রিনে পরিণত করতে তৎপর হয়ে উঠেছে কেন্দ্র ও রাজ্য সরকার । এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলায় কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য চিহ্নিত দুটি হাসপাতাল পরিদর্শনে এল WHO-র প্রতিনিধি দল ।

আজ প্রতিনিধি দল মেদিনীপুর শহরের লেভেল ওয়ান আয়ূষ হাসপাতাল ও লেভেল টু-র গ্লোকাল হাসপাতাল পরিদর্শন করেন । তারপর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করেন WHO-র প্রতিনিধি শুভদীপ ভুঁইঞা । বৈঠকে তিনি হাসপাতাল সম্বন্ধে বেশকিছু পরামর্শ দেন । যদিও সে বিষয়ে সংবাদমাধ্যমকে কিছু বলতে রাজি হননি WHO-র সদস্যরা ।

এ বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা বলেন, "WHO-র প্রতিনিধি দল এসেছিল । জেলার দুটি হাসপাতালের যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখেছে । তারপর আমার সঙ্গে বৈঠকে বসেছিল । হাসপাতালের পরিকাঠামো দেখে তারা খুশি । পাশাপাশি আরও কিছু পরামর্শ দিয়ে গেছে তারা । বিশেষ করে ওই দু'টি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সকলকে N-95 মাস্ক, PPE কিট, স্যানিটাইজ়ার ব্যবহারের পরামর্শ দেন । তবে, এই ব্যবস্থাগুলি আমাদের তরফে আগেই করা হয়েছিল । আমরা জরুরি ভিত্তিতে বর্তমানে কিছু ব্যবস্থা নিয়েছি । যার মধ্যে ব়্যাপিড টেস্টের মাধ্যমে কোরোনা সংক্রমিত রোগীর চিহ্নিতকরণ রয়েছে ।"

মেদিনীপুর, 21 এপ্রিল : কোরোনা সংক্রমণের নিরিখে আগেই পশ্চিম মেদিনীপুরকে অরেঞ্জ জ়োন ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে । এবার মেদিনীপুরে কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য চিহ্নিত হাসপাতাল পরিদর্শন করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)-র প্রতিনিধিদল । একইসঙ্গে সংক্রমণ রোধে PPE কিট, N-95 মাস্ক-সহ একাধিক পরামর্শ দিয়ে যায় দলটি।

কোরোনা সংক্রমণ রোধে বিভিন্ন রাজ্যে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র । সেইমতো মেদিনীপুর জেলাকে অরেঞ্জ জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । তাই এই অরেঞ্জ জ়োনকে গ্রিনে পরিণত করতে তৎপর হয়ে উঠেছে কেন্দ্র ও রাজ্য সরকার । এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলায় কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য চিহ্নিত দুটি হাসপাতাল পরিদর্শনে এল WHO-র প্রতিনিধি দল ।

আজ প্রতিনিধি দল মেদিনীপুর শহরের লেভেল ওয়ান আয়ূষ হাসপাতাল ও লেভেল টু-র গ্লোকাল হাসপাতাল পরিদর্শন করেন । তারপর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করেন WHO-র প্রতিনিধি শুভদীপ ভুঁইঞা । বৈঠকে তিনি হাসপাতাল সম্বন্ধে বেশকিছু পরামর্শ দেন । যদিও সে বিষয়ে সংবাদমাধ্যমকে কিছু বলতে রাজি হননি WHO-র সদস্যরা ।

এ বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা বলেন, "WHO-র প্রতিনিধি দল এসেছিল । জেলার দুটি হাসপাতালের যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখেছে । তারপর আমার সঙ্গে বৈঠকে বসেছিল । হাসপাতালের পরিকাঠামো দেখে তারা খুশি । পাশাপাশি আরও কিছু পরামর্শ দিয়ে গেছে তারা । বিশেষ করে ওই দু'টি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সকলকে N-95 মাস্ক, PPE কিট, স্যানিটাইজ়ার ব্যবহারের পরামর্শ দেন । তবে, এই ব্যবস্থাগুলি আমাদের তরফে আগেই করা হয়েছিল । আমরা জরুরি ভিত্তিতে বর্তমানে কিছু ব্যবস্থা নিয়েছি । যার মধ্যে ব়্যাপিড টেস্টের মাধ্যমে কোরোনা সংক্রমিত রোগীর চিহ্নিতকরণ রয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.