ETV Bharat / state

Data Entry operator job : ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি - West Midnapur

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতর পশ্চিম মেদিনীপুর জেলায় ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবে ৷ বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে ৷

Data Entry operator job
ডেটাএন্ট্রি অপারেটরের চাকরি
author img

By

Published : Nov 14, 2021, 12:31 PM IST

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের অধীন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অফিস, ব্লক এবং পৌরসভায় চুক্তির ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে ৷ প্রার্থীদের নিয়োগ করা হবে 6 মাসের চুক্তির ভিত্তিতে ৷

1 অক্টোবর 2021 তারিখের হিসেবে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে ৷ তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধসীমায় ছাড় পাবেন ৷ প্রতিমাসে প্রার্থীকে 13,000 টাকা করে বেতন দেওয়া হবে ৷ শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে ৷ সেইসঙ্গে পিজিডিসিএ , বিএসসি(কম্পিউটার), বিসিএ অথবা ডোয়েকের 'এ' লেভেল(তিন বছরের) পাশ করে থাকলে অগ্রাধিকার ৷

আরও পড়ুন: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগ

প্রার্থীর কম্পিউটার সংক্রান্ত কাজে দু'বছরের অভিজ্ঞতা থাকতে হবে ৷ পশ্চিম মেদিনীপুর জেলার প্রার্থীরা অগ্রাধিকার পাবেন ৷ প্রার্থীর বৈধ ই-মেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে ৷ অনলাইনে আবেদন করা যাবে 15 নভেম্বর, 2021 পর্যন্ত ৷ বিস্তারিত জানতে এবং আবেদন করতে পারেন নিচের ওয়েবসাইটে গিয়ে- www.paschimmedinipur.gov.in

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের অধীন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অফিস, ব্লক এবং পৌরসভায় চুক্তির ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে ৷ প্রার্থীদের নিয়োগ করা হবে 6 মাসের চুক্তির ভিত্তিতে ৷

1 অক্টোবর 2021 তারিখের হিসেবে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে ৷ তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধসীমায় ছাড় পাবেন ৷ প্রতিমাসে প্রার্থীকে 13,000 টাকা করে বেতন দেওয়া হবে ৷ শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে ৷ সেইসঙ্গে পিজিডিসিএ , বিএসসি(কম্পিউটার), বিসিএ অথবা ডোয়েকের 'এ' লেভেল(তিন বছরের) পাশ করে থাকলে অগ্রাধিকার ৷

আরও পড়ুন: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগ

প্রার্থীর কম্পিউটার সংক্রান্ত কাজে দু'বছরের অভিজ্ঞতা থাকতে হবে ৷ পশ্চিম মেদিনীপুর জেলার প্রার্থীরা অগ্রাধিকার পাবেন ৷ প্রার্থীর বৈধ ই-মেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে ৷ অনলাইনে আবেদন করা যাবে 15 নভেম্বর, 2021 পর্যন্ত ৷ বিস্তারিত জানতে এবং আবেদন করতে পারেন নিচের ওয়েবসাইটে গিয়ে- www.paschimmedinipur.gov.in

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.