গড়বেতা, 18 মার্চ : মিথ্যা কথার গ্যাস বেলুন এবং নির্বাচনের সময় ক্যাশ বেলুন ৷ আজ গড়বেতার নির্বাচনী সভা থেকে এমনই ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অন্যদিকে, কেশিয়াড়ির জনসভা থেকে বিজেপির পাশাপাশি সিপিএম ও কংগ্রেসকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সিপিএম-কংগ্রেসকে ভোট না দেওয়ার আবেদন জানানো হয়েছে ৷
একুশের নির্বাচনের পাখির চোখ জঙ্গলমহল ৷ তাই কয়েকদিন ধরে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে বসে জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একদিন আগেই তিনি পুরুলিয়ার একাধিক জায়গায় জনসভা করেছেন ৷ ভাঙা পা নিয়েই রাজ্য চষে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুঝিয়ে দিচ্ছেন তাঁকে থামানো যাবে না ৷ আজ গড়বেতার জনসভায় তাঁর গলায় সেই সুরই শোনা গেল ৷ জানিয়ে দিলেন, তিনি বাঘের বাচ্চার মতো লড়াই করেন ৷ মারধর করেও তাঁকে থামানো যাবে না ৷ যতই পায়ে চোট লাগুক, মা বোনেদের পা তাঁকে ভরসা জোগাবে বলে দৃঢ় বিশ্বাস তাঁর ৷ তাই বিরোধীদের আক্রমণ করে তৃণমূল নেত্রীর বার্তা, ঘরের দুয়ারে সাপ লুকিয়ে থাকে, বাঘ থাকে ৷ সাপকে ঢুকতে দেওয়া যাবে না, বাঘকে ঢুকতে দেওয়া হবে না । তাই তিনি ভাঙা পা নিয়েই ময়দানে নেমে পড়েছেন ৷
একসময়ের জঙ্গলমহলের পরিস্থিতির প্রসঙ্গ টেনে এনে বলেন, একসময় গড়বেতায় মাওবাদী সমস্যা ছিল ৷ মানুষ বেরোতে ভয় পেতেন ৷ কিন্তু এখন আর তা নেই ৷ সরকার সমস্যা মিটিয়ে দিয়েছে ৷
গতকালই ইস্তাহার প্রকাশ করেছে তৃণমূল ৷ তৃণমূলের ইস্তাহারে বাড়ি বাড়ি রেশন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷ সেইসঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তপশিলি পরিবারকে বছরে 12 হাজার টাকা দেওয়া, ট্যাবের জন্য পড়ুয়াদের 10 হাজার টাকা, বেকারের সংখ্যা কমানো ইত্যাদি আরও অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷ আজ গড়বেতা ও কেশিয়াড়ির জনসভায় সেই প্রতিশ্রুতি ফের শোনা গেল মমতার গলায় ৷
অন্যদিকে, গড়বেতার সভা থেকে বিজেপিকে আক্রমণ করে বলেন, "বিজেপি মিথ্যা কথার গ্যাস বেলুন ৷ নির্বাচনের সময় ক্যাশ বেলুন ৷ নির্বাচন এলেই ক্যাশ বাক্স নিয়ে ঘুরে বেড়ায় ৷ শুধু টাকা দিয়ে ভোট চায় ৷ " তবে ভয় না পেয়ে ভোট লুটেরারা এলেই মা বোনেদের হাতা-খুন্তি নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো ৷ কৃষি আইন, কেরোসিন ও গ্যাসের দাম বৃদ্ধি ইত্যাদি ইস্যুতে বিজেপি আক্রমণ করেন তিনি ৷ সেইসঙ্গে সিপিএমকে আক্রমণ করে বলেন, সিপিএমের হার্মাদ এখন বিজেপির ওস্তাদ ।
আরও পড়ুন, দিদি বলে খেলা হবে, বিজেপি বলে বিকাশ হবে: পুরুলিয়ায় কটাক্ষ মোদির
কেশিয়াড়ির জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, পরিবর্তন তো আমাদের স্লোগান ৷ ওরা স্লোগান চুরি করেছে ৷
শেষে হুইলচেয়ারে বসেই ফের খেলা হবে স্লোগান তুললেন তৃণমূল নেত্রী ৷ সাধারণ মানুষের প্রতি তাঁর বার্তা, বিজেপিকে বোল্ড আউট করে দিতে হবে ৷ তবেই রাজ্যে শান্তি আসবে ৷