ETV Bharat / state

শান্তিপূর্ণ নির্বাচনের আবেদন রাজনৈতিক দলগুলির - vivek dubey

অবাধ ও শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন হয়, সেজন্য পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের দফতরে আসে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক দল ৷ বৈঠক শেষে কী বললেন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা ?

অজয় নায়েক ও  বিবেক দুবে
অজয় নায়েক ও বিবেক দুবে
author img

By

Published : Mar 12, 2021, 10:50 PM IST

মেদিনীপুর , 12 মার্চ : 27 মার্চ রাজ্যের প্রথম দফায় ভোটগ্রহণ ৷ তালিকায় আছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম , পুরুলিয়া , বাঁকুড়া ৷ তার আগে দুই মেদিনীপুরে যাতে কোনওরকম রাজনৈতিক বিশৃঙ্খলা না ছড়ায় সেজন্য পশ্চিম মেদিনীপুর জেলায় দুই দফায় বৈঠক করে রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ৷ বৈঠকে উপস্থিত ছিলেন দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা ৷

বৈঠক শেষে নির্বাচনী আধিকারিকদের কেউই মুখ খুলতে চায়নি ৷ তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা জানান, " নির্বাচনের সময় সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ৷ পাশাপাশি নির্বাচনের সময় যাতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকে তারও আবেদন করি ৷ "

অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের বিজেপি সাধারণ সম্পাদক শুভজিৎ রায় জানান, " নির্বাচনের সময় যেসব পুলিশ আধিকারিকরা অশান্তি সৃষ্টির চেষ্টা করে , তাদের তালিকা নির্বাচন আধিকারিকদের হাতে তুলে দিয়েছি ৷ " পাশাপাশি তিনি এও জানান, " মানুষ যাকেই ভোট দিয়ে জেতাক না কেন , এই নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে সে কথাই নির্বাচনী আধিকারিকদের জানিয়েছি ৷ "

নির্বাচনী বৈঠক শেষে কী বললেন রাজনৈতিক প্রতিনিধি দলগুলি ?

আরও পড়ুন : বিজেপিতে যোগ দেওয়ার পরই কেন্দ্রের ওয়াই প্লাস নিরাপত্তা মিঠুনকে

ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলাগুলিতে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা ৷ পাশাপাশি প্রথম ও দ্বিতীয় দফায় প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াও প্রায় শেষের দিকে ৷ তাই প্রশাসনিকভাবেও জেলাগুলিতে প্রস্তূতি চলছে জোরকদমে ৷ তারই ফলস্বরূপ , এদিন জেলাগুলিতে রাজনৈতিক তাপ-উত্তাপ মাপতে , নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে উপস্থিত হয় নির্বাচনী পর্যবেক্ষকরা ৷ বৈঠক হয় দু'দফায় ৷ প্রথম দফায় বৈঠক হয় বিজেপি , তৃণমূল , আইএসএফ-সিপিএমএর সংযুক্ত মোর্চা ও অন্যান্য দলগুলির প্রতিনিধিদের সঙ্গে ৷ প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে বৈঠক হয় নির্বাচনী পর্যবেক্ষকদের ৷ দ্বিতীয় দফায় বৈঠক হয় স্থানীয় পুলিশ প্রশাসন ও প্রশাসন আধিকারিকদের সঙ্গে ৷

মেদিনীপুর , 12 মার্চ : 27 মার্চ রাজ্যের প্রথম দফায় ভোটগ্রহণ ৷ তালিকায় আছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম , পুরুলিয়া , বাঁকুড়া ৷ তার আগে দুই মেদিনীপুরে যাতে কোনওরকম রাজনৈতিক বিশৃঙ্খলা না ছড়ায় সেজন্য পশ্চিম মেদিনীপুর জেলায় দুই দফায় বৈঠক করে রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ৷ বৈঠকে উপস্থিত ছিলেন দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা ৷

বৈঠক শেষে নির্বাচনী আধিকারিকদের কেউই মুখ খুলতে চায়নি ৷ তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা জানান, " নির্বাচনের সময় সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ৷ পাশাপাশি নির্বাচনের সময় যাতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকে তারও আবেদন করি ৷ "

অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের বিজেপি সাধারণ সম্পাদক শুভজিৎ রায় জানান, " নির্বাচনের সময় যেসব পুলিশ আধিকারিকরা অশান্তি সৃষ্টির চেষ্টা করে , তাদের তালিকা নির্বাচন আধিকারিকদের হাতে তুলে দিয়েছি ৷ " পাশাপাশি তিনি এও জানান, " মানুষ যাকেই ভোট দিয়ে জেতাক না কেন , এই নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে সে কথাই নির্বাচনী আধিকারিকদের জানিয়েছি ৷ "

নির্বাচনী বৈঠক শেষে কী বললেন রাজনৈতিক প্রতিনিধি দলগুলি ?

আরও পড়ুন : বিজেপিতে যোগ দেওয়ার পরই কেন্দ্রের ওয়াই প্লাস নিরাপত্তা মিঠুনকে

ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলাগুলিতে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা ৷ পাশাপাশি প্রথম ও দ্বিতীয় দফায় প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াও প্রায় শেষের দিকে ৷ তাই প্রশাসনিকভাবেও জেলাগুলিতে প্রস্তূতি চলছে জোরকদমে ৷ তারই ফলস্বরূপ , এদিন জেলাগুলিতে রাজনৈতিক তাপ-উত্তাপ মাপতে , নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে উপস্থিত হয় নির্বাচনী পর্যবেক্ষকরা ৷ বৈঠক হয় দু'দফায় ৷ প্রথম দফায় বৈঠক হয় বিজেপি , তৃণমূল , আইএসএফ-সিপিএমএর সংযুক্ত মোর্চা ও অন্যান্য দলগুলির প্রতিনিধিদের সঙ্গে ৷ প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে বৈঠক হয় নির্বাচনী পর্যবেক্ষকদের ৷ দ্বিতীয় দফায় বৈঠক হয় স্থানীয় পুলিশ প্রশাসন ও প্রশাসন আধিকারিকদের সঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.