মেদিনীপুর, 9 মার্চ : কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষেদের সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থীরা । মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সমিত কুমার দাস গতকাল মনোনয়নপত্র জমা দেন । সংবাদমাধ্যমে বলেন, "মেদিনীপুর পথ দেখাবে রাজ্যকে ৷ তৃণমূলের পতন শুরু হবে এখান থেকে ৷"
নির্বাচনের প্রথম দফার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার । বিজেপির তরফে মনোনয়ন জমা দিতে এদিন মেদিনীপুর শহরের টিভি টাওয়ার থেকে এক বিরাট মিছিলের আয়োজন করা হয় । কয়েক হাজার বিজেপির কর্মী ও সমর্থক তাসা, ব্যান্ড সহযোগে গোটা শহর পরিক্রমা করে । মিছিলে বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছিলেন ।
মনোনয়নপত্র জমা দিয়ে সমিত দাস বলেন,"মেদিনীপুর আগামী দিনের পথ দেখাবে রাজ্যকে । বিগত দিনে এই পশ্চিম মেদিনীপুর থেকে সমস্ত কাজকর্ম হয়েছে । হয়েছে বৈপ্লবিক আন্দোলনও । তাই বাংলায় তৃণমূলের পতন এই মেদিনীপুর থেকে শুরু হবে ।
আরও পড়ুন : করোনাকালে অনলাইনে মনোনয়নপত্র দাখিল ব্যবস্থা করছে নির্বাচন কমিশন
এদিন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের পাশাপাশি গড়বেতা শালবনিসহ পশ্চিম মেদিনীপুরের বাকি কেন্দ্রগুলিতে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দেন নির্বাচন আধিকারিকের কাছে ।