ETV Bharat / state

পুলিশ বনাম পুলিশ, ডেবরায় প্রচারে ভারতী

ডেবরায় একদিকে তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির, অপরদিকে বিজেপির প্রার্থী হয়েছেন ভারতী ঘোষ । লড়াই দুই প্রাক্তন আইপিএসের ।

ভারতী
ভারতী
author img

By

Published : Mar 14, 2021, 12:16 PM IST

ডেবরা, 14 মার্চ : মনোয়নপত্র জমা দেওয়ার পর প্রচারে নামলেন বিজেপির প্রার্থী ভারতী ঘোষ । এদিন ডেবরার বিভিন্ন প্রান্তে প্রচার চালান প্রাক্তন আইপিএস অফিসার । তাঁর সঙ্গে ছিলেন বিজেপির কয়েক হাজার কর্মী সমর্থক ।

প্রসঙ্গত ডেবরায় এবার লড়াইটা পুলিশ বনাম পুলিশের । কারণ এখানে লড়াই দুই প্রাক্তন আইপিএসের । একদিকে তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির, অপরদিকে বিজেপির প্রার্থী হয়েছেন ভারতী ঘোষ । দুই জনই একসময় তৃণমূলের হয়েই কাজ করতেন এবং পুলিশের ভূমিকাও পালন করেছিলেন । তৃণমূল নেত্রী ছিলেন যাঁর সর্বময় কর্তা । এহেন পুলিশের চাকরি ছেড়ে দুজনে দুই রাজনৈতিক দলে যুক্ত হয়ে প্রচারে নেমেছেন । যদিও ভারতী ঘোষ বিগত কয়েক বছর ধরেই বিজেপিতে যুক্ত হয়ে প্রচার করছেন কিন্তু হুমায়ুন কবির সম্প্রতি পুলিশের চাকরি ছেড়েছেন । চাকরি ছেড়ে তিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন ডেবরা থেকে । বিভিন্ন জায়গায় প্রচারে নিজেকে ভূমিপুত্র হিসেবে প্রচারও করছেন হুমায়ুন । ফলে ভারতী ঘোষের সঙ্গে হুমায়ুন কবিরের এবারের লড়াইটা জমে যাবে এরকমই মনে করছে রাজনৈতিক মহল ।

ডেবরার বিভিন্ন প্রান্তে প্রচারে ভারতী ঘোষ

দুই প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার পরই প্রচারে নেমেছেন । গতকাল কালীমন্দিরে পুজো দেওয়ার পর আজ সকাল থেকে প্রচারে নেমেছেন ভারতী ঘোষ । এই দিন ডেবরার বিভিন্ন বাজারগুলিতে প্রচার চালান তিনি । মানুষের সহানুভূতি এবং আবেদন বুঝে প্রচার করার পাশাপাশি তাঁর প্রচারের মূল লক্ষ্য ছিল কর্মসংস্থান এবং উন্নয়ন । তিনি বলেন, বাংলায় অবশ্যই পরিবর্তনের দরকার । দিল্লি এবং বাংলায় একটি সরকার এবং একটি দলের আধিপত্যের বিষয়ে কথা তোলেন তিনি ।

আরও পড়ুন : পামেলা বিজেপিতে আসার পরেই কি মাদককাণ্ডে আলোকপাত লালবাজারের ?

রাজনৈতিক মহলের মতে যেহেতু ভারতী ঘোষ বিগত ঘাটাল লোকসভার প্রার্থী হিসেবে বিজেপি থেকে দাঁড়িয়েছেন তাই তিনি এলাকার ঘাঁটিগুলিতে যথেষ্ট পরিচিত । তাছাড়াও দীর্ঘদিন আইপিএস অফিসার থাকাকালীন পশ্চিম মেদিনীপুরে পোস্টিং থাকায় তিনি এলাকায় যথেষ্ট পরিচিত ছিলেন ।

ডেবরা, 14 মার্চ : মনোয়নপত্র জমা দেওয়ার পর প্রচারে নামলেন বিজেপির প্রার্থী ভারতী ঘোষ । এদিন ডেবরার বিভিন্ন প্রান্তে প্রচার চালান প্রাক্তন আইপিএস অফিসার । তাঁর সঙ্গে ছিলেন বিজেপির কয়েক হাজার কর্মী সমর্থক ।

প্রসঙ্গত ডেবরায় এবার লড়াইটা পুলিশ বনাম পুলিশের । কারণ এখানে লড়াই দুই প্রাক্তন আইপিএসের । একদিকে তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির, অপরদিকে বিজেপির প্রার্থী হয়েছেন ভারতী ঘোষ । দুই জনই একসময় তৃণমূলের হয়েই কাজ করতেন এবং পুলিশের ভূমিকাও পালন করেছিলেন । তৃণমূল নেত্রী ছিলেন যাঁর সর্বময় কর্তা । এহেন পুলিশের চাকরি ছেড়ে দুজনে দুই রাজনৈতিক দলে যুক্ত হয়ে প্রচারে নেমেছেন । যদিও ভারতী ঘোষ বিগত কয়েক বছর ধরেই বিজেপিতে যুক্ত হয়ে প্রচার করছেন কিন্তু হুমায়ুন কবির সম্প্রতি পুলিশের চাকরি ছেড়েছেন । চাকরি ছেড়ে তিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন ডেবরা থেকে । বিভিন্ন জায়গায় প্রচারে নিজেকে ভূমিপুত্র হিসেবে প্রচারও করছেন হুমায়ুন । ফলে ভারতী ঘোষের সঙ্গে হুমায়ুন কবিরের এবারের লড়াইটা জমে যাবে এরকমই মনে করছে রাজনৈতিক মহল ।

ডেবরার বিভিন্ন প্রান্তে প্রচারে ভারতী ঘোষ

দুই প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার পরই প্রচারে নেমেছেন । গতকাল কালীমন্দিরে পুজো দেওয়ার পর আজ সকাল থেকে প্রচারে নেমেছেন ভারতী ঘোষ । এই দিন ডেবরার বিভিন্ন বাজারগুলিতে প্রচার চালান তিনি । মানুষের সহানুভূতি এবং আবেদন বুঝে প্রচার করার পাশাপাশি তাঁর প্রচারের মূল লক্ষ্য ছিল কর্মসংস্থান এবং উন্নয়ন । তিনি বলেন, বাংলায় অবশ্যই পরিবর্তনের দরকার । দিল্লি এবং বাংলায় একটি সরকার এবং একটি দলের আধিপত্যের বিষয়ে কথা তোলেন তিনি ।

আরও পড়ুন : পামেলা বিজেপিতে আসার পরেই কি মাদককাণ্ডে আলোকপাত লালবাজারের ?

রাজনৈতিক মহলের মতে যেহেতু ভারতী ঘোষ বিগত ঘাটাল লোকসভার প্রার্থী হিসেবে বিজেপি থেকে দাঁড়িয়েছেন তাই তিনি এলাকার ঘাঁটিগুলিতে যথেষ্ট পরিচিত । তাছাড়াও দীর্ঘদিন আইপিএস অফিসার থাকাকালীন পশ্চিম মেদিনীপুরে পোস্টিং থাকায় তিনি এলাকায় যথেষ্ট পরিচিত ছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.