খড়গপুর, 13 মার্চ : ফের দুদিনের রাজ্য সফরে অমিত শাহ । খড়গপুরের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ এর সমর্থনে রেল শহরে মেগাব়্যালিও করবেন তিনি । এছাড়াও দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার জঙ্গলমহল ঝাড়গ্রামে সভা করবেন । এরপরই হেলিকপ্টারে করে উড়ে যাবেন গোহাটির উদ্দেশ্যে । আর তার জন্যই চরম প্রস্তুতি । এদিন হেলিপ্যাডের নিরাপত্তার দিকটি খতিয়ে দেখলেন নিরাপত্তাকর্মীরা ।
বিজেপি সূত্রের খবর, বিকেল পাঁচটা পনেরো নাগাদ অমিত শাহ খড়গপুর থেকে বিজেপি-র র্যালিতে অংশ নেবেন । এরপর তিনি মথুরাকাটি শ্যাম মন্দির মাঠ থেকে মালঞ্চ পেট্রোল পাম্প পর্যন্ত এক কিলোমিটার রোড শো করবেন । এই পথে তাঁর সঙ্গে থাকবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, অভিনেতা হিরণ সহ আরও অনেকে । এরপর বিজেপি কার্যকর্তাদের সঙ্গে একপ্রস্থ মিটিং সারবেন তিনি । আগামীকাল খড়গপুরে রাত কাটিয়ে বেরিয়ে যাবেন জঙ্গলমহল ঝাড়গ্রামে । পরদিন ঝাড়গ্রামে সভা করে তারপর চলে যাবেন গুয়াহাটির উদ্দেশ্যে । আজ দফায় দফায় হেলিপ্যাড এর নিরাপত্তার বিষয়টি বারেবারে খতিয়ে দেখেন স্পেশাল নিরাপত্তা কর্মীরা ।
বিজেপির সাধারণ সম্পাদক তুষার মুখোপাধ্যায় বলেন, ভোটের প্রচারের জন্য জেলা সফরে আসছেন অমিত শাহজি । খড়গপুরের প্রার্থীকে সমর্থনের উদ্দেশ্যে মেগা র্যালিতে অংশ নেবেন তিনি । শুধু অমিত শাহ নয়, প্রধানমন্ত্রী মোদির আসার কথা রয়েছে দু-একদিনের ভেতরে । আমরা তার প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছি । প্রায় এক কিলোমিটার রোড শো তে অংশ নেবেন । এছাড়াও তিনি কর্মীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাত্রি যাপন করবেন এ খড়গপুরে । আমরা উৎকণ্ঠায় রয়েছি আমাদের সর্বভারতীয় নেতৃত্ব কে নিয়ে ।"
আরও পড়ুন : 5 বছরে তিন লক্ষ টাকা আয় কমেছে শুভেন্দুর
একুশের নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি তা বলার অপেক্ষা রাখেনা । নির্বাচনের প্রথম দু'দফার ভোট হবে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুরের অংশে । সেই প্রথম পর্যায়ের নির্বাচনে বিজেপি প্রার্থীদের জেতাতে রাজ্য এবং জেলায় আসছেন বিজেপির হেভিওয়েট নেতারা । সেই তালিকায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী সহ নাম রয়েছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের । এছাড়াও নাম রয়েছে অনেক সেলিব্রেটিদের । আগামী 27 মার্চ প্রথম দফার ভোট জঙ্গলমহল, ঝাড়গ্রাম ও মেদিনীপুরে । ভোটের প্রচারে নিজেদের প্রচারের দিকে এগিয়ে রাখতে জেলায় জেলায় আসছে বিজেপির নেতারা । গত উপনির্বাচনে খড়গপুর বিধানসভায় হেরে গিয়েছিল বিজেপি । মূলত তৃণমূলের প্রদীপ সরকারের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়েছিল প্রেমচাদ ঝাঁ । তিনি হেরে গিয়েছিলেন সেই উপনির্বাচন । তাই এবার প্রথম থেকে কোন ভাবেই ভুলত্রুটি রাখতে চাইছেন না বিজেপি । প্রচারের উপর জোর দিয়েছেন বিজেপি ।