মেদিনীপুর, 24 জুন : "দু'মাসের মধ্যে পুলিশ তুমি শুধরে যাও, না হলে তোমাদের উলঙ্গ করে রাস্তায় দৌড় করানো হবে ।" পুলিশের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা BJP সভাপতি সমিতকুমার দাস । ভাটপাড়ার ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত বিক্ষোভ মঞ্চ থেকে তিনি আজ আরও বলেন, "পুলিশের IC ও OC"-র পদে বসবেন BJP-র মহিলা কার্যকর্তারা ।"
ভোট পরবর্তী অশান্তি চলছে ভাটপাড়া, বাঁকুড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে । আজ পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান করে জেলা BJP । সেখানে ছিলেন রাজ্য BJP-র বিশেষ পর্যবেক্ষক বিজয় ব্যানার্জি, জেলা BJP সভাপতি সমিতকুমার দাস, যুব মোর্চা নেতা অরূপ দাস, আশীর্বাদ ভৌমিক প্রমুখ ।
অবস্থান মঞ্চে সমিতবাবু বলেন, "পুলিশ এখন অতি অ্যাকটিভ হয়ে যাচ্ছে । জয় শ্রীরাম বললেই কাউকে কেস দিচ্ছে । গুলি চালিয়ে দিচ্ছে ।" তারপরই অতীতের বিভিন্ন ঘটনার উদাহরণ টেনে বলেন, "গত পঞ্চায়েত নির্বাচনে এবং তারপর নারায়ণগড় সহ বিস্তীর্ণ এলাকায় তৃণমূল ব্লক সভাপতিদের নির্দেশে এবং পুলিশ-প্রশাসনের উপস্থিতিতে BJP-র মহিলাকর্মীদের বাড়িতে ঢুকে সেখানে রাখা চাল, ডাল পুকুরে ফেলে দেয় । বাড়িঘর জ্বালিয়ে দেয় । সেই BJP মহিলাকর্মীদের শ্লীলতাহানি করা হয়েছে । সবই পুলিশ প্রশাসনের উপস্থিতিতে । আজ তাই আমরা সেই সব পুলিশ অফিসারকে সতর্ক করে যাচ্ছি । দু'মাস পরে সেই পুলিশ অফিসারদের উলঙ্গ করে রাস্তায় দৌড় করাব এবং জনতা তাদের পেছনে ধাওয়া করবে ।"